Header Ads

Header ADS

Asian Games 2018 l এশিয়ান গেমস 2018 l Current affairs 2018 in Bengali l

এশিয়ান গেমস 2018 | #CurrentAffairsInBengali






এশিয়ান গেমস বা এশিয়াড প্রতি চার বছর অন্তর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদেরকে নিয়ে অনুষ্ঠিত বহু-ক্রীড়া আসর।

এশিয়ান গেমস ফেডারেশন (এজিএফ) কর্তৃক এ ক্রীড়া আসরটি ১৯৭৮ সাল পর্যন্ত পরিচালিত হয়।

১৯৫১ সালে ভারতের নতুন দিল্লিতে উদ্বোধনী আসরটি বসে।

এশিয়ান গেমস ফেডারেশন ভেঙ্গে ফেলে ১৯৮২ সালের প্রতিযোগিতাটি এশিয়া অলিম্পিক কাউন্সিল (ওসিএ) কর্তৃক অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক স্বীকৃত।

অলিম্পিক গেমসের পর এ ক্রীড়া আসরটি দ্বিতীয় বৃহত্তম বহু-ক্রীড়া আসররূপে বিবেচিত।


নয়টি দেশ এশিয়ান গেমস হোস্ট করেছে।

ইজরায়েল সহ ৪৬ টি দেশ অংশগ্রহণ করেছে, যা 1974 সালে তাদের শেষ অংশগ্রহণের পরে গেমস থেকে বাদ দেওয়া হয়েছিল।


সাম্প্রতিক গেমটি 18 ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর ২018 পর্যন্ত ইন্দোনেশিয়া জাকার্তা এবং প্লেম্বং অনুষ্ঠিত হয়েছিল।

পরবর্তী গেমগুলি হ্যানজঝো, চীন থেকে 10 এবং ২5 সেপ্টেম্বর ২0২২ এর মধ্যে নির্ধারিত।

২010 সাল থেকে, হোস্ট শহরগুলির উভয় এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমস পরিচালনা করার জন্য চুক্তি করা হয়েছে , যেখানে শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। এশিয়ান পারা গেমস অবিলম্বে এশিয়ান গেমসের পর অনুষ্ঠিত হয়।



Asian games 2018

এশিয়ান গেমসের 18 তম আসর যা 2018 সালে 18 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার দুটি প্রধান শহর , রাজধানী জাকার্তা ও দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পালেম্বাংয়ে অনুষ্ঠিত হয় ।

*Asian Games 2018 Official Mascots -
1)Bhin Bhin
2)Aung
3)kaka

এবারে এশিয়াডে নীতিবাক্য ছিল এনার্জি অফ এশিয়া

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে মাঠ পরিভ্রমণ করেন তারকা জ্যাভলিন  থ্রয়ার নীরজ চোপড়া ।

Closing Ceremony – Rani Rampal.(Hockey)
132 টির স্বর্ণ  92  টি রৌপ্য 65 ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকার টানা 10 বার শীর্ষক স্থান অধিকার করে চিন ।

অন্যদিকে ভারত 15 টি সোনা, 24 টি রূপা, তিরিশটি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকার অষ্টম স্থান অধিকার করে l

এবারের 69 টি পদক এসেছিল l

চার বছর আগের 2014 সালে এশিয়ান গেমসে এসেছিল 57 টি পদক । ফলে মোট পদ সংখ্যা এবার অতীতের সব নজির টপকে গিয়েছিলেন অ্যাথলিটরা।

এবারে মোট ইভেন্ট ছিল 465 টি যাতে মোট 11,720 জন অ্যাথলিট অংশগ্রহণ করে ভারতীয় সদস্য দলের মোট 570 জন অ্যাথলিট ছিলেন এবং তারা অংশগ্রহণ করেছিলেন 36 টি SPORTS এ.

ভারতীয় কুস্তি ফেডারেশন এর প্রেসিডেন্ট বৃজ ভুষণ সিংহ কে এশিয়ান গেমসে যোগদানকারী ভারতীয় দলের সেফ দ্যা মিশন করা হয়


বাংলার মেয়ের স্বপ্না বর্মন মহিলাদের হেপ্টাথেলন স্বর্ণপদক লাভ করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেন

এবারে এশিয়ান গেমসে নতুন ছটি বিশ্বরেকর্ড 18 টি এশিয়ান রেকর্ড এবং 68 টি এশিয়ান গেমস রেকর্ড তৈরি হয় পরবর্তী এশিয়ান গেমস 2022 সালে চীনের Hangchao হরে অনুষ্ঠিত হবে


4000 Plus GK CRASH COURSE FOR FOOD SI / WBCS / RPF :-

BUY LINK - https://imojo.in/4000GK

এই পিডিএফ ফাইল এ আপনারা যা যা পাবেন :-

১)ভারতের ইতিহাস (+NATIONAL MOVEMENT )

২)ভারতের ভূগোল

3)পশ্চিমবঙ্গের ভূগোল (HAND WRITTEN )

৪)ভারতের সংবিধান (+HAND WRITTEN )

৫)ইন্ডিয়ান ECONOMICS

৬.)কারেন্ট AFFAIRS (৫০০)

 ৭.)ন্যাশনাল পার্ক

৮)লেক ইন INDIA

৯)1ST IN INDIA

10)IMPORTANT SCIENTIFIC INSTRUMENT

11)COUNTRY & CAPITAL

12)STATE & FOLK DANCE

13)COUNTRY & CURRENCY

14)COUNTRY & PARLIAMENT


PDF টি ডাউনলোড করতে যুক্ত হোন আমাদের TELEGRAM এ
TELEGRAM GROUP LINK - https://t.me/jobskeyacademy
fb daily gk page - https://www.facebook.com/jobskeyacademy/
fb group - https://www.facebook.com/groups/111211749570257/





No comments

Theme images by belknap. Powered by Blogger.