Header Ads

Header ADS

January 2nd week current affairs 2019 in Bengali l Bengali current affairs 2019 l january weekly bengali current affairs 2019 l

January 2nd week current affairs 2019 in Bengali



1.কোন ভারতীয় পরবাতরোহী  অ্যান্টার্কটিকা এর সর্বোচ্চ শিখর চড়ে  বিশ্বের প্রথম মহিলা আমপুটি হয়ে উঠেছে? 
→অরুনিমা সিনহা। 

২.কোন ভারতীয় প্রতিষ্ঠান পণ্য বাজারে কাস্টোডিয়াল সেবা অনুমতি দিয়েছে?
→SEBI (Securities and Exchange Board of India)

৩.সম্প্রতি মারা গেছেন দিব্যেন্দু  পলিত, তিনি কোন ভাষার বিখ্যাত লেখক ছিলেন?
→বাংলা। 

৪.২০১৯ সালের গ্লোবাল হেলথ কেয়ার সামিট (জিএইচএস) নিম্নলিখিত শহরে কোনটি অনুষ্ঠিত হবে?
→হায়দ্রাবাদ। 

৫.২019 সালের ৮০ তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন  শহরে অনুষ্ঠিত হয়েছে ?
→কটক , উড়িষ্যা 

৬.ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের জন্য কাকে  Ramnath Goenka Excellence in Journalism Award দেওয়া হয়েছে ?
→ S Vijay Kumar .

৭. Hopman Cup title ২০১৯ কোন দেশের দল জিতেছে ?
→Switzerland .

৮. Khelo India Youth Games 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে   ? 
- পুনে। 

৯.কোন ভারতীয় ব্যক্তিত্ব তার প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসাবে IMF  যোগদান করেছে?
→গীতা গোপীনাথ 


১০.All India Radio National Poets Conference 2019 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ?
→চেন্নায়। 

১১.Global Aviation Summit (GAS-2019) এর থিম কি ?
“Flying for all”

১২. Sashastra Seema Bal (SSB ) এর নতুন  Director-General কে নিযুক্ত হয়েছেন ?
→কুমার রাজেশ চন্দ্র। 

১৩. ২০১৯ সালে  Pravasi Bharatiya Divas কোন তারিখে পালন করা হয়েছে ?
→ ৯ই জানুয়ারী। 

১৪.কোন ভারতীয় প্যাভিলিয়ন 106 তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস (আইএসসি-2019) এ 'এক্সবিবিটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড' জিতেছে?
DRDO 

১৫.সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও) এর সাম্প্রতিক অনুমান অনুযায়ী, ভারতীয় অর্থনীতি ২০১৯ অর্থবছরে কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে?
→৭.২%

১৬.6th Women Of India Organic Festival 2019 কোন শহরে অনুষ্টিত হয়েছে ?
→ চন্ডিগড়। 

১৭.বিশ্বব্যাংকের 2019 সালের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট অনুসারে, ২০১৯  সালের জন্য জিডিপির পূর্বাভাস কী?
→৭.৩% 

১৮.গ্লোবাল সোলার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন  প্রথম কোন ভারতীয় ?
→Pranav R Mehta .

১৯.Africa Cup of Nations ২০১৯ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
→Egypt .

২০.কোন রাজ্যে ভারতের দীর্ঘতম সিঙ্গেল লেন স্টিলের কেবল সাসপেনশন সেতু খোলা  হয়েছে ?
→অরুণাচল প্রদেশ। 

Pdf Name - Current affairs 2019 in Bengali SET 24

Pdf size - 132 KB

DOWNLOAD LINK - CLICK HERE

Video Link-

SET 23 Current affairs pdf - DOWNLOAD

আমাদের এই page টি share করে নিজের FB OR WHATSAPP এ রেখে দিন পরবর্তীকালে PDF টি খুঁজে পাওয়া জন্য। . 

No comments

Theme images by belknap. Powered by Blogger.