WBPSC FOOD SI EXAM 16TH MARCH 2024 1ST SHIFT EXAM GK QUESTION ANSWER (MEMORY BASED)
WBPSC FOOD SI EXAM 16TH MARCH 2024 1ST SHIFT EXAM GK QUESTION ANSWER (MEMORY BASED)
1) পানিপথের প্রথম যুদ্ধ ?
ANSWER : 1526
2. কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল ?
ANSWER : দিব্য
3. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
ANSWER : 1885
4. রাজ্যসভার স্পিকার কে ?
ANSWER : উপরাষ্ট্রপতি
5. তারাইনের প্রথম যুদ্ধ
ANSWER : 1191
6. পলাশীর যুদ্ধের বিরোধিতা কার কার মধ্যে হয়েছিল ?
ANSWER : নবাব সিরাজ উদ-দৌলা এবং লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল।
7. জলে যে দুটি রাসায়নিক মৌল আছে ?
ANSWER : হাইড্রোজেন ও অক্সিজেন
8. ভিটামিন C কোন ফলে আছে ?
ANSWER : লেবু
9. গাজরে কোন ভিটামিন থাকে
ANSWER : ভিটামিন A (গবেষণায় দেখা যায়, প্রতি 100 গ্রাম গাজরে 33 শতাংশ ভিটামিন 'A', 9 শতাংশ ভিটামিন 'C' এবং 5 শতাংশ ভিটামিন B6 পাওয়া যায়।)
10. মহাবলিপুরম সপ্তরথ মন্দির কে নির্মাণ করেন ?
ANSWER : পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মণ
11. মেঘনাথ সাহা কিসের সাথে যুক্ত
ANSWER : পদার্থবিজ্ঞানী
12. আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কিসের সাথে যুক্ত
ANSWER : রসায়নবিদ
13. মিনামাটা রোগ এর কারণ ?
ANSWER : পারদ
14. সাধারণ লবণের রাসায়নিক নাম ?
ANSWER : সোডিয়াম ক্লোরাইড
15. ব্লাড গ্ৰুপ কোনটি ?
ANSWER : “O”
16. আনন্দমঠ কার লেখা ?
ANSWER : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
17. BRICS কি ?
ANSWER : ব্রিক্স পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার, আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনীতির একটি সংঘ।
18. পারদ্বীপ বন্দর কোথায় আছে
ANSWER : পারাদ্বীপ বন্দর ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার একটি প্রাকৃতিক, গভীর জলের বন্দর।
19. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন
ANSWER : ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
20. PRYAGAN কিসের সাথে যুক্ত
ANSWER : প্রজ্ঞান চন্দ্র রোভার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) দ্বারা তৈরি । অংশচন্দ্রযান-৩চন্দ্র মিশন, এটি সফলভাবে কাছাকাছি অবতরণচন্দ্র দক্ষিণ মেরু23 আগস্ট 2023 তারিখে। এটি প্রায় দুই সপ্তাহ ধরে ক্যামেরা এবং বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে চাঁদ অন্বেষণ করে।
21. ফা-হিয়েন কার রাজত্বকালে এসেছিল ?
ANSWER : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
22. আকবর নামা রচয়িতা করেন ?
ANSWER : আবুল ফজল
23. বিশ্ব পরিবেশ দিবস কবে
ANSWER : ৫ জুন
24. চিকিৎসক দিবস কবে
ANSWER : ১ জুলাই
25. সংবিধান সভার প্রথম স্পীকার কে ছিলেন ?
ANSWER : গণেশ বাসুদেব মাভালঙ্কর
26. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
ANSWER : 26শে নভেম্বর, 1949
27. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
ANSWER : ডঃ. বি আর আম্বেদকর
28. প্রজাতন্ত্র দিবস কবে ?
ANSWER : 26 January 1950
29. দার্জিলিং কি জন্য বিখ্যাত ?
ANSWER : চা
30. আলমগীর কার উপাধি ?
ANSWER : ঔরঙ্গজেব
31. শশাঙ্ক কোথায় রাজা ছিল ?
ANSWER : গৌড়
32. আইহল প্রশস্তি কার সাথে সম্পর্কিত ?
ANSWER : দ্বিতীয় পুলকেশী
33. পঞ্চায়েতি রাজকত নম্বর সংবিধান সংশোধনী এ আছে ?
ANSWER : 73তম সংবিধান সংশোধনী
34. ক্যাকটাস কোন অঞ্চলে হয় ?
ANSWER : মরুভূমি
35. মানবদেহে কতটা হাড় থাকে ?
ANSWER : 206 টি
36. কর্নিয়া কোন অঙ্গে দেখা যায়
ANSWER : চোখ
37. পোলিও কি গঠিত রোগ
ANSWER : ভাইরাস
38. গাছ খাদ্য উদপদন করে কোন প্রক্রিয়ায় ?
ANSWER : সালোকসংশ্লেষ
39. গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী ?
ANSWER : কার্বন ডাই অক্সাইড (CO2), অন্যান্য উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে রয়েছে মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), এবং বিভিন্ন ফ্লোরিন-যুক্ত গ্যাস।1
40. 'স্বরাজ আমার জন্মগত অধিকার' কে বলেছেন ?
ANSWER : বাল গঙ্গাধর তিলক
41. প্রথম মহিলা শাসক যিনি দিল্লি শাসন করেন ?
ANSWER : রাজিয়া সুলতান
42. The Story of My Experiments with Truth এর রচয়িতা হলেন কে ?
ANSWER : মহাত্মা গান্ধী
43. সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি নিয়োগ করেন কে ?
ANSWER : রাষ্ট্রপতি
44. জগদীশ চন্দ্র বসু কি ছিলেন ?
ANSWER : বিজ্ঞানী
45. সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?
ANSWER : ব্যারাকপুরে (মীরাট অপশন এ ছিল না )
46. বাদুড় রাতে পথ নির্দেশ করে কেমন ভাবে ?
ANSWER : ECHO (আল্ট্রাসনিক শব্দ)
Khub sundor dada
ReplyDelete