Header Ads

Header ADS

SSC GD 2024 Previous Year GK in Bengali Mini Mock Test 01

 

1/10
অ্যাথলেটিক্সে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ___________ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে।(SSC GD 2024)
(A) 1991
(B) 1997
(C) 1993
(D) 1995
Explanation: #ভারতে সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন (AITA) 1920 সালে প্রতিষ্ঠিত হয় (SSC GD 2021)
2/10
সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? (SSC GD 2024)
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) ঘাসিদাস
(C) হরিদাস ঠাকুর
(D) জ্যোতিরাও ফুলে
Explanation: #জ্যোতিবা ফুলে 1873 সালে সত্যশোধক সমাজ (সত্য সন্ধানী সমাজ) প্রতিষ্ঠা করেন। (SSC GD 2022, 2024)
3/10
3. মহিলা সংরক্ষণ বিল, 2023 অনুসারে, লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? (SSC GD 2024)
(A) দুই-তৃতীয়াংশ
(B) এক-তৃতীয়াংশ
(C) অর্ধেক
(D) এক চতুর্থাংশ
4/10
মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন, সেই সময়ে কতগুলি মৌল পরিচিত ছিল? (SSC GD 2024)
(A) 63
(B) 47
(C) 36
(D) 29
Explanation: #মেন্ডেলিয়েভের পর্যায়সূত্র বলে যে: মৌলগুলির ধর্ম তাদের পারমাণবিক ভরের (Atomic Mass) পর্যায়ক্রমিক সমাবেশ
5/10
ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কী? (SSC GD 2024)
(A) ব্রাহ্মী
(B) সিন্ধু
(C) পালি
(D) সংস্কৃত
6/10
__________ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির (UT) সহযোগিতায়, লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল। (SSC GD 2024)
(A) 1987
(B) 1967
(C) 1977
(D) 1997
Explanation: #1881 সালের আদমশুমারি, 1881 সালের 17 ই ফেব্রুয়ারী, ডব্লু. সি. প্লোডেন এর দ্বারা পরিচালিত হয়েছিল (GD 2024)
7/10
2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কামুক্ত রাজ্য (fear free state) এর জন্য ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন? (SSC GD 2024)
(A) উত্তরপ্রদেশ
(B) বিহার
(C) কেরালা
(D) ঝাড়খণ্ড
8/10
8. পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ___________ "কালকা-বিন্দাদিন" ঘরানার একজন দিকপাল। (SSC GD 2024)
(A) গোয়ালিয়র
(B) আগ্রা
(C) হায়দ্রাবাদ
(D) লক্ষ্ণৌ
9/10
ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) হল __________ এর একটি উদ্যোগ। (SSC GD 2024)
(A) পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক
(B) NITI আয়োগ
(C) তথ্য ও সম্প্রচার মন্ত্রক
(D) শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ
10/10
ভারতীয় সংবিধানের ভাগ IV A অনুসারে, "একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হল তার ___________ বছরের মধ্যবর্তী সন্তান বা প্রতিপাল্যকে তার ক্ষেত্রানুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করা।" (SSC GD 2024)
(A) 6-14
(B) 4-14
(C) 2-6
(D) 6-12
Explanation: #স্বরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 42nd সংবিধান সংশোধনী আইন, 1976 দ্বারা সংবিধানের পার্ট IV-A – তে মৌলিক কর্তব্যগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। (SSC GD 2022)
Result:

6 comments:

Theme images by belknap. Powered by Blogger.