Header Ads

Header ADS

Ssc new vacancy 2019 l Advertisement No: Phase-VII/2019/Selection Posts Vacancy of 1352 postsl New Central Government Jobs 2019

Ssc new vacancy 2019 l Advertisement No: Phase-VII/2019/Selection Posts Vacancy of 1352 postsl New Central Government Jobs 2019


🔴পোস্ট এর নাম- SSC Selection Post Various ( Phase - VII)

🔴মোট পোস্ট - 1350 টি

🔴যোগ্যতা- মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ ও স্নাতক পাশ l

🔴বয়সসীমা: -বয়সসীমা হিসাব করা হবে ১ আগস্ট, ২০১৯ অনুযায়ী। নির্ধারিত বয়সসীমা ছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

🔴আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। একজন এক দরখাস্তে একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের জন্য আবেদন করতে হলে আলাদা করে করতে হবে ও আলাদা করে আবেদন ফি দিতে হবে। অনলাইন আবেদন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

🔴আবেদন ফি: আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা
অনলাইনের মাধ্যমে বা  এসবিআই চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে।
মহিলা, এসসি, এসটি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের আবেদনের ফি লাগবে না। 
অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর, ২০১৯। চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত।

🔴সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি: প্রথমে থাকছে কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপের (MCQ) পরীক্ষা।

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/গ্র্যাজুয়েশন ও তার চেয়ে বেশি যোগ্যতা— এই তিন ভাগের জন্য আলাদা–আলাদা সিলেবাসের পরীক্ষা, নিচে বলা বিষয়গুলির ওপর। শেষভাগে স্কিল টেস্ট (টাইপিং টেস্ট/ ডেটা এন্ট্রি/ কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট)।

Video Link-

🔴কম্পিউটার বেসড এমসিকিউ পরীক্ষার সিলেবাস:
জেনারেল ইন্টেলিজেন্স (৫০ নম্বর),
জেনারেল আওয়্যারনেস (৫০ নম্বর),
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ নম্বর),
ইংলিশ ল্যাঙ্গুয়েজে (৫০ নম্বর)।

প্রতিটি বিভাগে ২৫টি করে প্রশ্ন আসবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর নেগেটিভ মার্কিং

সময় ৬০ মিনিট।

🔴 গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইন ফর্ম ফিলাপ শুরু: 06-08-2019
অনলাইন ফর্ম ফিলাপ শেষ: 31-08-2019 (up to 5.00 P.M.)
পরীক্ষার তারিখ: 14-10-2019 to 18-10-2019
আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন  ।
Official Notification pdf - PDF

No comments

Theme images by belknap. Powered by Blogger.