GK PART 5 (বাংলায়)
GK PART 5 (বাংলায়) || WBCS || WBSI || RAILWAY GROUP D || WB POLICE CONSTABLES || WB FIRE OPERATOR || WBFS || WB POSTAL SERVICE || WBSI EXCISE ||
1. সাংবিধানিক পরিষদের(constitution assembly) অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডা। সচিদানন্দ সিনহা
2. সাংবিধানিক পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ড। রাজেন্দ্র প্রসাদ
3. খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডা। বি। আর। আম্বেদকার
4. সাংবিধানিক পরিষদের আইনগত উপদেষ্টা কে ছিলেন? বি। এন। রাও
5. সংবিধান পরিষদ এর ভারতীয় সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে , যা বিশ্বের সবচেয়ে বড়? 2 বছর 11 মাস এবং 18 দিন
৬.ভারতবর্ষে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? 26 নভেম্বর 1949।
৭.ভারতবর্ষে ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয়েছিল? 26 জানুয়ারি 1950
৮.সংবিধানের পার্ট III (আর্টিকেল 1২ - 35) এর সাথে সংশ্লিষ্ট? মৌলিক অধিকার
9. কোন আর্টিকেল এ বাক স্বাধীনতা অধিকার (রাইট টু ফ্রিডম অফ স্পিচ ) রয়েছে? আর্টিকেল 19
10. সম্পত্তি অধিকারটি কত তম সংশোধনের বৈধ হয়ে যায়? 44 তম সংশোধনী
11. কোন ধারায় প্রেসিডেন্ট নির্বাচনের কথা বর্ণনা করেছেন? ধারা 54
1২. রাষ্ট্রপতির মেয়াদ কি? 5 বছর.
13. রাষ্ট্রপতি কে impeachment করার প্রক্রিয়ায কোন আর্টিকেল বলা হয়েছে ? ধারা 61
14. কাউন্সিল অফ স্টেটস (রাজ্যসভা) -এর প্রাক্তন চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি.
15. রাষ্ট্রপতি ও ভাইস-প্রেসিডেন্টের নির্বাচনের কোনও বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা কে? ভারতের সুপ্রিম কোর্ট
16. কে আইনি বিষয় নিয়ে ভারত সরকারকে পরামর্শ দিয়েছে? ভারতের অ্যাটর্নি জেনারেল
17. Who is the authority to decide whether the introduced bill is a Money Bill or not?? লোকসভার স্পিকার
18. মানি বিল কেবলমাত্র লোকসভাতে চালু করা যায়, সত্য বা মিথ্যা? সত্য।
19. একটি বিল যা সরকারের আয় ও ব্যয়ের সাথে সম্পর্কিত? অর্থ বিল
২0. রাজ্যসভার সদস্যবৃন্দ স্থায়ীকাল ? 6 বছর.
২1. রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারে রাষ্ট্রপতি ? 1২ জন সদস্য
২২. লোকসভা নির্বাচনে কতজন সদস্য মনোনীত করতে পারে রাষ্ট্রপতি ? 2 সদস্য (এংলো-ইন্ডিয়ান)
২3. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরকালীন বয়স কি? 65 বছর
২4. হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স কি? 62 বছর
২5. কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ অবস্থা প্রদান করে? ধারা 370
২6. ভারতের ক্যাপ্ট্রোলার ও অডিটর জেনারেলের কোন ধারায় ও কার্যাবলীর বর্ণনা করা হয়েছে? ধারা 149 এবং 150
২7. কোন ধারায় সাথে CAG সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়? ধারা 151
২8. কোন মাসে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল? 25 জানুয়ারী 1950
২9. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণণ
30. সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক কে ছিলেন? এম। ফাতিমা বেবি
31. কোন বছর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? 1952।
32. 'সমকক্ষ তালিকা'(CONCURRENT LIST ) কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়া.
33. নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের অনুসরণের জন্য মডেল কোডটি কি নির্দিষ্ট? জনগণের প্রতিনিধিত্ব আইন, 1951
34. লোকসভার চেয়ারম্যান কে? স্পিকার ।
35. ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগের জন্য কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করেন? ধারা 75
36. ভারতের সংবিধান প্রণয়নে সর্বাধিক গভীর প্রভাব রয়েছে কি? ভারত সরকার আইন, 1935
37. জাতীয় ঐক্য পরিষদের National Integration Council) চেয়ারম্যান কে? ভারতের প্রধানমন্ত্রী
38. কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের কাউন্সিল অফ মিনিস্ট্রি সমষ্টিগতভাবে দায়ী? লোকসভা
39. ভারতে যখন রাষ্ট্রপতি ও ভাইস-প্রেসিডেন্টের উভয় অফিসই একযোগে খালি হয়ে পড়ে তখন কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? ভারতের প্রধান বিচারপতি
40. ভারতে সংসদ সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণকারী কে? Parliament by Law.
41. ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা আইন পাস করে? 18 জুলাই 1947
42. ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কত? 6।
43. ভারতের সংবিধানের Total number of Schedule কত? 12।
44. সংবিধানের কোন ধারা পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করে? ধারা 243
45. সাংবিধানিক ধারা 343 এর অধীনে ইউনিয়ন এর আধিকারিক ভাষা কি? হিন্দি ও ইংরেজি
46. ধারা 336 এ কোন কেন্দ্রীয় সংস্থার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে? অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়
47. কোন সাংবিধানিক ধারা SC এবং ST এর জন্য একটি জাতীয় কমিশনের বিধানকে অন্তর্ভুক্ত করে? ধারা 338
48. ভারতের স্বাধীনতার আগে, দাদার ও নাগের হাভেলি প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ছিলেন? পর্তুগিজ।
49. রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক বরাদ্দ কে নির্ধারণ করে? নির্বাচন কমিশন
50. রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন দেওয়ার ক্ষমতা কার আছে? সংসদ।
Plz rail general science r current afires ar PDF din.
ReplyDeleteBest of luck sir
ReplyDeleteGeneral science r pdf&gws_rd pa6i Na
ReplyDeletePolity note excellent.
ReplyDeleteExcellent post. I was always checking this blog, and I’m impressed! Extremely useful info specially the last part, I care for such information a lot. I was exploring this particular info for a long time. Thanks to this blog my exploration has ended. job circular BD
ReplyDeleteI truly value your work, Great post. Government Jobs Circular in Bangladesh
ReplyDeleteReally a nice post.
ReplyDelete