General Science Top 50 Questions Part 6
General science part ৬ for || WBCS || WBSI || RAILWAY GROUP D ||
WB POLICE CONSTABLES || WB FIRE OPERATOR || WBFS |
WB POSTAL SERVICE ||ALP
১.হিমোগ্লোবিনে কোন যৌগ পাওয়া যায় ? --আয়রন যৌগ।
২.ক্লোরোফিলে কোন যৌগ পাওয়া যায় ?-- ম্যাগনেসিয়াম।
৩.কিলো-ওয়াট -আওয়ার কিসের একক ?--এনার্জি।
৪.কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ?-- গামা রশ্মি।
৫.কোনটি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের আকরিক ?-- ডলোমাইট।
৬.আলোক তরঙ্গ হল -- তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
৭.ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুন্ ভারী ?-- ১.২৭
৮.আনোফেলিস মশা কোন রোগের জীবাণু বাহক ?-- ম্যালেরিয়া।
৯.ইন্সুলিন নিঃসৃত হয় -- প্যানক্রিয়াস থেকে।
১০.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?-- ভিটামিন A
১১.ভিটামিন B১ এর রাসায়নিক নাম কি ?-- থিয়ামিন।
১২.স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ ?-- সিবেসিয়াস গ্রন্থি।
১৩.চাপের SI একক কি ?-- পাস্কাল।
১৪.কোন অ্যাসিড সোনায় দ্রবীভূত করতে পারে ?-- HNO3
১৫.অ্যাসিড বৃষ্টির কারণ হলো -- বাতাসে SO২ ও NO২ এর উপস্থিতি।
১৬."ওয়াটার গ্যাস " যাদের মিশ্রন তারা হল -- CO ও H২
১৭.ভ্যানিশিং রঙ তৈরী করা যায় ফিনলপথালিন এর সঙ্গে যা মিশিয়ে তা হল -- এমোনিয়ার লঘু দ্রবণ (আমোনিয়া হাইড্রোক্সাইড )
১৮.থায়রয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় -- মিক্সিডিমা।
১৯.বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয় -- অক্সিন।
২০.লালারসে উপস্থিত উৎসেচকটির নাম -- টায়ালিন।
২১.কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করেন ?-- KCN
২২.রেক্টিফায়েড স্পিরিট হল --৯৫%ইথানল + ৫%জল এর মিশ্রণ।
২৩.পর্যায় সারণির "০" গ্রূপ এ মৌলিকগুলিকে বলা হয় -- বর গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস।
২৪.আমোনিয়াকে শুস্ক করা যায় --পোড়া চুন দিয়ে।
২৯.শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীর --লিমুলাস বা রাজকাঁকড়া।
৩০.মানব হৃদপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হল -- SA নোড।
৩১.গ্যালভানাইজেসন এ ব্যবহৃত ধাতু হলো -- দস্তা।
৩২.বেনজাইল ক্লোরাইড কে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্রবিশ্লেষণ করলে উৎপন্ন হয় -- বেনজাইল আলকোহল।
৩৩. একটি বস্তূর পৃথিবী পৃষ্ঠে ওজন ৯.৮N , তার ভর হবে -- ১kg .
৩৪.সিঙ্কোনায় যে উপক্ষারটি পাওয়া যায় তা হল -- কুইনাইন।
৩৫.বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় -- ওজোন।
৩৬.চক্ষু দানের দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপন হয় -- কর্নিয়া।
৩৭.প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার -- আইসোপ্রিন।
৩৮."আথিলিটস ফুট "এই রোগ হবার কারণ হলো -- ফাঙ্গাস।
৩৯.N-TYPE অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বহন করে -- ইলেকট্রন।
৪০.MRI এর পুরো কথা কি -- ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং।
৪১. Ribosome কে প্রোটিন কারখানা বলা হয়।
৪২. লমফ্যাটিক সিস্টেমে সবচেয়ে বড় উপাদান হল SPLEEN .
43.ডপলার এফেক্ট সম্পর্কিত শব্দের ফ্রিকোয়েন্সি পরিবর্তন এর সাথে।
৪৪. RBC- এর সংখ্যা হেমোসাইটোমিটার নামক যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়।
৪৫. সাবান বুদবুদদের পাতলা ছবিগুলো দেখা যায় কারণ --interference of light
৪৬.স্থায়ী চুম্বক তৈরীর জন্য ইস্পাত ব্যবহার করা হয়।
৪৭.. লেঞ্জের law টি রিলেটেড energy conservation.
৪৮.কোবাল্ট 60 সাধারণত রেডিয়েশন থেরাপিতে ব্যবহৃত হয় কারণ এটি গামা রশ্মি বের করে।
৪৯.শব্দ এর পিচ তার ফ্রিকোয়েন্সি দ্বারা নির্ধারিত হয়।
৫০.শরীরের অভ্যন্তরীণ অংশ পরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্র - এন্ডোস্কোপ
WBP SI Main er descriptive notes dile valo hoto
ReplyDeleteThank you eirokom pdf aro dile khub valo hoi...
ReplyDeleteValo
ReplyDeleteI want to meny questions set?
ReplyDeletePls uplod more
ReplyDelete