WBPSC FOOD SUB-INSPECTOR PRACTICE SET 1
WBPSC FOOD SUB-INSPECTOR PRACTICE SET 1
Full Marks :- 50 , Time :- 25 min. নেগেটিভ -১/৩
১.সব থেকে ভারী ধাতু কোনটি ?
A)লোহা
B)লিথিয়াম
C)আর্গন
D)কোনটি নয়।
২.কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন ?
A)ইনসুলিন
B)অক্সিন
C)জিব্বারেলিন
D)সাইটোকাইনিন
৩.পদাথের চতুর্থ অবস্থা কোনটি ?
A)পারদ
B)শুস্ক বরফ
C)LPG
D)প্লাজমা
৪.কার্বলিক অ্যাসিড এর রাসায়নিক নাম কি ?
A)বেঞ্জিন
B)ফিনল
C)রেসারপিন
D)জায়নিন
৫.একটি তরলের সান্দ্রতা ---
A)তাপমাত্রা বৃদ্ধিতে কমে
B)চাপ বৃদ্ধিতে কমে
C)তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ে
D)কোনটি নয়
৬.গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে ?
A)O2
B)H2
C)N2
D)CL2
7.STP তে বরফের গলনাঙ্ক কত ?
A)0K
B)273K
C)-273K
D)100K
8.পার্লামেন্টের অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে ?
A)16
B)15
C)17
D)14
9.ভারতীয় নাগরিকতা আইন পাস্ হয় কত সালে ?
A)1950
B)1951
C)1955
D)1956
10.RBI কত সালে জাতীয়করন হয় ?
A)১৯৩৫
B)১৯৪৮
C)১৯৪৯
D)১৯৫০
১১.লোকসভার সভাপতিত্ব কে করেন ?
A)প্রধানমন্ত্রী
B)রাষ্ট্রপতি
C)উপরাস্ট্রপতি
D)স্পিকার
১২.লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত ?
A)40
B)41
C)42
D)44
13.রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র পেস করেন ?
A)উপরাষ্ট্রপতি
B)প্রধানমন্ত্রী
C)প্রধান বিচারপতি
D)স্পিকার
১৪.নাবার্ড (NABARD) হল একটি ?
A)ব্যাঙ্ক
B)বোর্ড C)
সংস্থা
D)গোষ্ঠী
১৫.সিন্ধু সভ্যতা কে ঐতিহাসিকেরা কোন যুগের সাথে সম্পর্কিত করেছেন ?
A)নব্য প্রস্তর যুগ (Neolithic age)
B)মধ্যবর্তি প্রস্তর যুগ (Mesolithic age
C)প্রাচীন প্রস্তর যুগ(Paleolithic age)
D)কোনটি নয়
16.বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?
A)সারানাথ
B)বোধগয়া
C)লুম্বিনী
D)বৈশালী
১৭.উপনিষদের মূল বিষয় বস্তূ কি ?
A)দর্শন
B)যোগ
C)আইন নীতি
D)ধর্ম
১৮.হর্ষচরিত কার লেখা ?
A)ফা-হিয়েন
B)হিউযেন সাঙ
C)অশ্বঘোষ
D)বাণভট্ট
১৯.কোন শাসক "মাহারাজাধিরাজ " উপাধিতে ভূষিত ছিলেন ?
A)কনিস্ক
B)চন্দ্রগুপ্ত মৌর্য
C)অশোক
D)সমুদ্রগুপ্ত
২০.বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে ?
A)আলাউদ্দিন বাহমনি শাহ
B)জয়পাল
C)ব্রহ্মগুপ্ত D)
ফিরোজ শাহ
২১.কত সালে বন্দিবাসের যুদ্ধ হয় ?
A)1719
B)1779
C)1760
D)1756
22.বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে ?
A)1770
B)1676
C)1876
D)1776
23.রেগুলেটিং এক্ট কবে পাশ হয় ?
A)1771
B)1772
C)1773
D)1774
24.সত্য প্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন ?
A)স্বামী দয়ানন্দ
B)কর্শনদাস মুলজি
C)জ্যোতিবা ফুলে
D)বিষ্ণু শর্মা
২৫.প্রথম গোলটেবিল বৈঠক কোন সালে হয়েছিল ?
A)1929
B)1930
C)1931
D)1932
26.স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ?
A)চিত্তরঞ্জন দাস
B)anni বেসান্ত
C)মতিলাল নেহেরু
D)কামাল পাশা
২৭.কোথায় সারা বছর দিন ও রাত্রি সমান ?
A)কুমেরু
B)সুমেরু
C)মূল মধ্যরেখা
D)বিষুবরেখা
২৮.ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ?
A)এভারেস্ট
B)গডউইন অস্টিন
C)কাঞ্চনজঙ্ঘা
D)সান্দাকফু
২৯.ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ?
A)কচ্ছের রণ
B)গঙ্গার বদ্বীপ
C)গোদাবরী বদ্বীপ
D)কেরালা বদ্বীপ
৩০.সমুদ্রের জল সর্বাধিক লবনাক্ত কোথায় ?
A)প্রশান্ত মহাসাগর
B)রেড সি
C)মৃতসাগর
D)বঙ্গোপসাগর
৩১.ভারতের কোথায় টোডা উপজাতি দেখা পাওয়া যায় ?
A)গারো
B)আন্দামান
C)নীলগিরি
D)সিকিম
৩২.মাসাঞ্জোর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
A) Mayurakhi
B)অজয়
C)সবরমতি
D)কাবেরী
৩৩.ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কোথায় গড়ে উঠেছে ?
A)পেরাম্বুর
B)বেঙ্গালুরু
C)জামালপুর
D)বিজয়ওয়ারা
৩৪.পিন ভ্যালী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
A)সিকিম
B)উত্তরপ্রদেশ
C)উত্তরাখন্ড
D)হিমাচল প্রদেশ
৩৫.মালদ্বীপের সংসদের নাম কি ?
A)মাজলিশ
B)কংগ্রেস
C)নেসেট
D)ন্যাশনাল অ্যাসেম্বলি
৩৬.ইতালির কারেন্সী কোনটি ?
A)লিরা
B)ডলার
C)রুবল
D)ইউরো
৩৭."পোঙ্গল " কোন রাজ্যের নৃত্য ?
A)পাঞ্জাব
B)রাজস্থান
C)তামিলনাড়ু
D)কেরালা
৩৮.স্পেনের রাজধানী কোনটি ?
A)লিসবন
B)মাদ্রিদ
C)ক্যারাকাস
D)বার্ন
৩৯.গ্যাসের চাপ নিধারণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A)ম্যানোমিটার
B)প্যারোমিটার
C)ব্যারোমিটার
D)বোলোমিটার
৪০.আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ?
A)সারোদ
B)সন্তুর
C)সিতার
D)তবলা
৪১.অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে ?
A)এন চন্দ্রবাবু নাইডু
B)পেমা কুন্ডু
C)জয়রাম ঠাকুর
D)কে চন্দ্রশেখর রাও
৪২.ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ?
A)বেঙ্গল গ্যাজেট
B)ভারত সমাচার
C)উড্যান্ট মার্টান্ড
D)কোনটি নই
৪৩.ইসরোর চেয়ারম্যান কে ?
A)কে.সিভান
B)NK .SINGH
C)রাজীব কুমার
D)সঞ্জীব মিশ্র
৪৪.কিরগিজস্তানের 2018 এশিয়ান কুস্তির চ্যাম্পিয়নশিপে ফ্রিস্টাইল কোন ক্যাটাগরিতে ভিনেশ ফোগাত রৌপ্য পদক জিতেছে?
[এ] 65 কেজি[বি] 54 কিলোগ্রাম
[সি] 50 কিলোগ্রাম
[ডি] 59 কিলোগ্রাম
৪৫.90 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২018 এ সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতেছে?
[এ] অ্যালিসন জ্যানি[বি] স্যালি হকিন্স
[সি] ফ্রান্সিস ম্যাকডোরামন্ড
[ডি] সাওরিস রোনামন
৪৬.প্রিটজাকার স্থাপত্য পুরস্কার জেতার প্রথম ভারতীয় স্থপতি কে?
[এ] চিত্র বিশ্বনাথ[বি] রাজ পুনয়াল
[সি] বালকৃষ্ণ দোশি
[ডি] হাফিজ ঠিকাদার
৪৭.কোন ক্রিকেট দল দেওধর ট্রফি 2018 সালের 45 তম সংস্করণ জিতেছে?
[এ] কর্ণাটক[বি] গুজরাট
[সি] ভারত বি
[ডি] তামিল নাড়ু
৪৮.ভারতের সবচেয়ে লম্বা পতাকাটি কোন শহরে রয়েছে?
[এ] বেলগাভি[বি] বেঙ্গালুরু
[সি] বালারি
[ডি] বিদার
৪৯.কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তি গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের 2018 উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতীয় দলটির পতাকা বহন করা হয়েছে?
[এ] চিন্নস্বামী মুনিয়াপ্পা[বি] সুব্রত পল
[সি] সুরঞ্জে সিং
[ডি] পি ভি সিন্ধু
৫০.কোন ভারতীয় খেলোয়াড় 2018 এশীয় বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে?
[এ] সুভাষ আগরওয়াল[বি] মানান চন্দ্র
[সি] পঙ্কজ আডবানী
[ডি] মানানচন্দ্র
4000 Plus GK CRASH COURSE :- (paid )
Video link- https://www.youtube.com/watch?v=c97ywXYd0EY
4000+ gk crash course buy link - https://imojo.in/4000GKhttps://imojo.in/4000GK
এই পিডিএফ ফাইল এ আপনারা যা যা পাবেন :-
১)ভারতের ইতিহাস (+NATIONAL MOVEMENT )
২)ভারতের ভূগোল
3)পশ্চিমবঙ্গের ভূগোল (HAND WRITTEN )
৪)ভারতের সংবিধান (+HAND WRITTEN )
৫)ইন্ডিয়ান ECONOMICS
৬.)কারেন্ট AFFAIRS (৫০০)
৭.)ন্যাশনাল পার্ক
৮)লেক ইন INDIA
৯)1ST IN INDIA
10)IMPORTANT SCIENTIFIC INSTRUMENT
11)COUNTRY & CAPITAL
12)STATE & FOLK DANCE
13)COUNTRY & CURRENCY
14)COUNTRY & PARLIAMENT
MOCK TEST 1 PDF LINK :- Download
Sir Food sub inspector ar mock test er answer kabe publish korben???
ReplyDeleteanswer please,sir.
Deletesir answer khotai
ReplyDeleteAnswer din
ReplyDeleteAnswer ta din tahole to vlo hoi
ReplyDeleteSir ans gulo din
ReplyDeleteDada answer din please
ReplyDeletePlz ans
ReplyDelete