Header Ads

Header ADS

General Knowledge in Bengali | Part 33 | Madhyamik History Suggestion 2019 |

General knowledge in Bengali l part 33 l




1.কে কলকাতার সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
=সুভাষচন্দ্র বসু

2. কে লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন?
=জওহর লাল নেহেরু

3. তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?
=1932 খ্রিস্টাব্দে

4. কে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন ?
=দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

5. খোদাই খিদমতগার কাদের বলা হত?
=সীমান্ত গান্ধী অনুগামীদের

6. গান্ধীজিকে ব্রিটিশ সরকার কি উপাধিতে ভূষিত করেছিল?
=কাইজার-ই-হিন্দ

7. কে সারা ভারত খেলাফত কমিটির সভাপতি নিযুক্ত হন?
=গান্ধীজি

8. কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়?
=1927 খ্রিস্টাব্দ

9. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?
= 1930 সালের 26 শে জানুয়ারি

10. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল ?
=পাঞ্জাবের অমৃতসর শহরে

11. আইন অমান্য আন্দোলন জগত শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?
=লর্ড আরউইন

12. জাতিসংঘের বা লীগ অব নেশনস এর প্রথম মহাসচিব কে ছিলেন ?
=স্যার এরিক ড্রুমান্ড

13. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
= বালগঙ্গাধর তিলক

14. নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
=শ্রীমতি অ্যানি বেসান্ত

15. রাষ্ট্রগুরু আখ্যা দেয়া হয়েছিল ?
=সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

16. বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশ দুটির নাম কি ছিল?
=পূর্ববঙ্গ ও আসাম

17. বঙ্গভঙ্গ কোন বছর কার্যকারী হয়?
=1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর

18. মিত্র মেলা কে প্রবর্তন করেন?
=বিনায়ক দামোদর সাভারকর

19. কোন গভর্নর জেনারেলের আমলে বঙ্গভঙ্গ আইন পাস হয়?
=লর্ড কার্জন

20. বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন
=সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

21. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
=প্রমথনাথ মিত্র

22. প্রভার্টি এন্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা?
=দাদাভাই নওরোজি

23. মরলে মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তিত হয়?
=1909 খ্রিস্টাব্দে

24. ভারতীয় বিপ্লব বাদের জননী কাকে বলা হয় ?
=ভিকাজি রুস্তম কামা বা মাদাম কামা কে .

25. বাঘা যতীনের আসল নাম কি ?
=যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

26. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
=1906 সালে 12 মার্চ

27. স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ?=অশ্বিনীকুমার দত্ত

28. ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?
=বাসুদেব বলবন্ত ফাড়কে

29. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
=কৃষ্ণ কুমার মিত্র

30. শিবাজী ও গণপতি উৎসব কে আয়োজন করে ?
=বালগঙ্গাধর তিলক

31. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ?
=হিন্দুস্তান সোশালিস্ট রিপাব্লিকান এসোসিয়েশন

32. কবে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ?
=1908 খ্রিস্টাব্দে 11 আগস্ট

33. নেসেন ইজ মেকিং গ্রন্থটি কার লেখা?
= সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

34. বন্দেমাতরম সঙ্গীতটি কে রচনা করেন ?
=বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

35. কে জেলের মধ্যেই 64 দিন অনশন করে প্রাণ ত্যাগ করেছিলেন?
= বিপ্লবী যতীন দাস

36. বাঘাযতীন কোন যুদ্ধে নিহত হন ?
=বুড়িবালামের যুদ্ধে

37. কাকে ভারতের গ্রান্ড ওল্ড ম্যান বলা হয়?
= দাদাভাই নওরোজি কে

38. রাখিবন্ধন উৎসব কবে কার উদ্যোগে পালিত হয়?
= 1905 সালে 16 ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয়

39. ডন সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
= সতীশচন্দ্র মুখার্জির 1902 সালে

40. বঙ্গভঙ্গের সময় কালে প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখ ?
=সঞ্জীবনী পত্রিকা ও বেঙ্গলি পত্রিকা

41. অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
=শচীন্দ্র কুমার বসু

42. ভবানী মন্দির পুস্তিকাটি কে প্রকাশ করেন?
= অরবিন্দ ঘোষ

43. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাস করেন?
= লর্ড নর্থব্রুক

44. হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?
= নবগোপাল মিত্র

45. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
=1885 সালে 28 শে ডিসেম্বর মুম্বাই শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে

46. ইয়ং বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে ?
=হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

47. নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে?
= মাইকেল মধুসূদন দত্ত

48. স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
= ডেভিড হেয়ার 1817 সালে

49. আলীগড় মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করে?
= স্যার সৈয়দ আহমেদ খাঁ

50 রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
=স্বামী বিবেকানন্দ

4000 Plus GK CRASH COURSE FOR FOOD SI / WBCS / RPF :-

BUY LINK - https://imojo.in/4000GK

এই পিডিএফ ফাইল এ আপনারা যা যা পাবেন :-

১)ভারতের ইতিহাস (+NATIONAL MOVEMENT )

২)ভারতের ভূগোল

3)পশ্চিমবঙ্গের ভূগোল (HAND WRITTEN )

৪)ভারতের সংবিধান (+HAND WRITTEN )

৫)ইন্ডিয়ান ECONOMICS

৬.)কারেন্ট AFFAIRS (৫০০)

 ৭.)ন্যাশনাল পার্ক

৮)লেক ইন INDIA

৯)1ST IN INDIA

10)IMPORTANT SCIENTIFIC INSTRUMENT

11)COUNTRY & CAPITAL

12)STATE & FOLK DANCE

13)COUNTRY & CURRENCY

14)COUNTRY & PARLIAMENT


PDF টি ডাউনলোড করতে যুক্ত হোন আমাদের TELEGRAM এ
TELEGRAM GROUP LINK - https://t.me/jobskeyacademy
fb daily gk page - https://www.facebook.com/jobskeyacademy/
fb group - https://www.facebook.com/groups/111211749570257/





No comments

Theme images by belknap. Powered by Blogger.