Header Ads

Header ADS

General science part 32 for wbpsc food si , wbcs , railway

ভৌত বিজ্ঞান






1. পরমাণুর গঠন এ উপস্থিত নিস্তড়িত কণার নাম লেখ?
উত্তর: নিউট্রন

2. চাঁদে কোন বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে পৃথিবীতে তার ভর কত হবে?
উত্তর: 10 কিলোগ্রাম ( ভার হবে 60 কিলোগ্রাম)

3. কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়?
উত্তর: তড়িৎ শক্তির পরিমাপ করা হয়

4.সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি?
 উত্তর: লাল ও বেগুনি

5. বিটা কণা পরমাণুর কোন অংশ থেকে নিঃসৃত হয়?
উত্তর: তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে

6.নাইট্রিক অ্যাসিড এর বলয় পরীক্ষায় কি রংয়ের বলয় উৎপন্ন হয়?
উত্তর: বাদামি রংয়ের

7. স্বর্ণকারের কারখানায় যে বায়ু দূষক গ্যাস উৎপন্ন হয় তার নাম লেখ?
উত্তর: নাইট্রোজেন ডাই অক্সাইড

8. বাষ্পায়ন কালে তরলের তাপমাত্রার কিরূপ পরিবর্তন হয়
উত্তর: কমে যায়

9. রকেট উৎক্ষেপণে নিউটনের কোন গতি সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়?
উত্তর: নিউটনের তৃতীয় গতিসূত্র

10. একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখ
উত্তর: মিথেন

11. সমকোণে আনতে দুটি সমতল দর্পণের সামনে দাঁড়ালে তুমি তোমার কয়টি প্রতিবিম্ব দেখতে পাবে?
উত্তর: তিনটি

12. তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে কোন বায়ু দূষক গ্যাস এর মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়?
উত্তর : সালফার ডাই অক্সাইড

13. সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যটি বায়ু দূষণ ঘটতে পারে ?
উত্তর: প্রবাল বা তীব্রতা

14.আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভর সবচেয়ে বেশি?
উত্তর: আলফা রশ্মির

15. প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা 22.4 লিটার আয়তন অধিকার করে । নমুনা টিতে হাইড্রোজেন এর কয়টি অনু আছে?
উত্তর: হাইড্রোজেনের অনুর সংখ্যা 6.023×10^23

16. এক কুলম তড়িৎ আধান পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে এক জুল কার্য করা হলে ওই দুই বিন্দুর বিভেদ প্রভেদ কত ?
উত্তর : 1 ভোল্ট

17. একটি আলোকরশ্মি সমতল দর্পণের উপর 45° কোণে আপতিত হলে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে ?
উত্তর :(180° - 45°) = 135°

18.মরীচিকা সদ না অসদ প্রতিবিম্ব ?
উত্তর: মরীচিকা অসদ বিম্ব

19. পরমশূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে ?
উত্তর : শূন্য হবে

20. কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় ?
উত্তর: অ্যাম মিটার

21. চাপের সিজিএস একক কি ?
উত্তর: ডাইন/ বর্গ সেমি

22. পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি হলে FPS পদ্ধতিতে এর ঘনত্ব কত ?
উত্তর: 13.6× 62.5= 850 পাউন্ড ঘনফুট

23. টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়

24. আলোক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও ?
উত্তর: ফটো ইলেকট্রিক কোষের তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এখানে আলোকশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়

25. পাহাড়ি নদীর জল কোন শক্তি দরুন বড় বড় পাথর খণ্ড কে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায় ?
উত্তর: পাহাড়ি নদীর জল গতি শক্তির দ্বারা বড় বড় পাথর খণ্ড কে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায়

26. পরিবেশ দূষণ সৃষ্টি করবে না এমন দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম কর ?
উত্তর: বায়ু প্রবাহের শক্তি ও সমুদ্রের তরঙ্গ শক্তি

27. তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রুপান্তরের একটি উদাহরণ দাও ?
উত্তর: ইলেকট্রিক হিটার

28. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি ?
উত্তর: বিশুদ্ধ জল ও লবণ জলের মধ্যে লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি

29. জলের স্ফুটনাঙ্ক ও 100 ডিগ্রী সেলসিয়াস বলতে কী বোঝো ?
উত্তর: জলের স্ফুটনাঙ্ক ও 100 ডিগ্রী সেলসিয়াস বলতে বোঝায় যে প্রমাণ চাপে জল 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়

30. লীন তাপ এর একক কি ?
উত্তর: সি জি এস পদ্ধতিতে লীন তাপ এর একক ক্যালরি/গ্রাম
          এস আই পদ্ধতিতে লীন তাপ এর একক জুল/কিলোগ্রাম

31. পাত্রে ঢাকা দিয়ে জল ফোটালে স্ফুটনাঙ্ক বাড়ে না কমে ?
উত্তর: পাত্রে ঢাকা দিয়ে জল ফোটালে বাষ্প চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বাড়ে

32. সিজিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক কি ?
উত্তর: জুল/সেকেন্ড

33. অশ্ব ক্ষমতা ও ওয়াট এর মধ্যে সম্পর্ক কি ?
উত্তর:  1 অশ্ব ক্ষমতা = 746 ওয়াট

34. মানুষের বাহু কোন শ্রেণীর লিভার ?
উত্তর: তৃতীয় শ্রেণীর লিভার

35. প্রথম শ্রেণীর লিভার এর দুটি উদাহরণ দাও ?
উত্তর: টিউবয়েলের হাতল এবং পেরেক তোলার হাতুড়ি

৩৬. দ্বিতীয় শ্রেণীর লিভার এর একটি প্রয়োগের উল্লেখ কর ?
উত্তর: নৌকার দাঁড় একটি দ্বিতীয় শ্রেণীর লিভার

৩৭. উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্ক গুলি কি কি ?
উত্তর: সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0°C এবং উদ্ধস্থিরাঙ্ক  100 ডিগ্রী সেলসিয়াস

৩৮. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব টি কি ধরনের ?
উত্তর: অসদ প্রতিবিম্ব

৩৯. বইয়ের পাতায় কি ধরনের প্রতিফলন হয় ?
উত্তর: বিক্ষিপ্ত প্রতিফলন

৪০. কোন আলোক রশ্মি সমতল দর্পণে লব্ধ ভাবে আপতিত হয়ে প্রতিফলিত হলে প্রতিফলন কোণ কত হবে ?
উত্তর: শূন্য হবে

৪১. প্রাকৃতিক পূর্ণ প্রতিফলন এর একটি উদাহরণ দাও ?
উত্তর : মরুভূমির মরীচিকা

৪২. ঘষা কাচ থেকে আলোর প্রতিফলন কিরূপ হয় ?
উত্তর: আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়

৪৩. আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে ?
উত্তর: 90 ডিগ্রি হবে

৪৪. শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত?
 উত্তর: 3×10^8 m/s

৪৫. সিনেমার পর্দায় যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফিল্ম লেন্স থেকে কত দূরে রাখা হয় ?
উত্তর: ফোকাস দূরত্বের বাহিরে রাখা হয়

৪৬. একটি তরল ধাতু ও অধাতুর উদাহরণ দাও ?
উত্তর: তরল ধাতু -- পারদ
          তরল অধাতু --ব্রোমিন

৪৭. দুটি মৌলের নাম লেখ যাদের ধাতব এবং অধাতব উভয় ধর্মই বর্তমান ?
উত্তর: মৌল দুটি হলো আর্সেনিক ও এন্টি মানি

৪৮. মোমের গলন ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন?
 উত্তর: ভৌত পরিবর্তন

৪৯. একটি অধাতব তড়িৎ পরিবাহী এর নাম কর ?
উত্তর: গ্রাফাইট

৫০. একটি জারক গ্যাস এবং একটি বিজারক গ্যাসের নাম লেখ ?
উত্তরঃ একটি জারক গ্যাস হলো অক্সিজেন এবং
            বিজারক গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড


4000 Plus GK CRASH COURSE FOR FOOD SI / WBCS / RPF :-
BUY LINK - https://imojo.in/4000GK
এই পিডিএফ ফাইল এ আপনারা যা যা পাবেন :-
১)ভারতের ইতিহাস (+NATIONAL MOVEMENT )
২)ভারতের ভূগোল
3)পশ্চিমবঙ্গের ভূগোল (HAND WRITTEN )
৪)ভারতের সংবিধান (+HAND WRITTEN )
৫)ইন্ডিয়ান ECONOMICS
৬.)কারেন্ট AFFAIRS (৫০০)
 ৭.)ন্যাশনাল পার্ক
৮)লেক ইন INDIA
৯)1ST IN INDIA
10)IMPORTANT SCIENTIFIC INSTRUMENT
11)COUNTRY & CAPITAL
12)STATE & FOLK DANCE
13)COUNTRY & CURRENCY
14)COUNTRY & PARLIAMENT

PDF টি ডাউনলোড করতে যুক্ত হোন আমাদের TELEGRAM এ  
TELEGRAM GROUP LINK - https://t.me/jobskeyacademy
fb daily gk page - https://www.facebook.com/jobskeyacademy/



No comments

Theme images by belknap. Powered by Blogger.