Harappan Civilization mcq in bengali l #WBCS HISTORY #WBPSC HISTORY PREVIOUS YEARS
Harappan Civilization (হরপ্পা সভ্যতা ) #WBCS_HISTORY
1. সিন্ধু সভ্যতা লোকেদের মূল জীবিকা কি ছিল?
A) ব্যবসা B) কৃষিকাজ C) পশুপালন D) শিকার
2. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না?
A) বিড়াল B) কুকুর C) ঘোড়া D) কোনোটিই নয়
3. কোন ধাতু ব্যবহার মানুষ সর্বপ্রথম শেখে?
A) রুপো B) ব্রোঞ্জ C) তামা D) কাঁসা
4. সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো?
A) সোনা টিন ব্রোঞ্জ B) তামা লোহা সোনা
C) রুপা সিসা লোহা D) সোনা রুপো তামা ব্রোঞ্জ
5. সিন্ধু সভ্যতা যুগের বাড়ি গুলি কি দিয়ে নির্মিত হয়েছিল?
A) ইট B) কাঠ C) বাঁশ D) প্রস্তর
6.হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের (Dockyard) অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে?
A) হরপ্পা B) মহেঞ্জোদারো C) লোথাল D) কোনোটিই নয়
7.সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
A) প্রশস্ত পাকা রাস্তা ঘাট B) বাসনপত্রের ব্যবহার
C) নিকাশি ব্যবস্থা ও প্রণালী নির্মাণ D) শহরে গৃহ নির্মাণ পরিকল্পনা
8.মহেঞ্জোদারো কথাটির অর্থ কি?
A) জীবিতের স্বপ্ন B) মৃতের স্তুপ
C) শান্তির দেশ D) সীমান্তবর্তী নগর
9. নব্য প্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি করত?
A) সোনা B) তামা C) লোহা D) রুপা
10. হরপ্পা সভ্যতার কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয়?
A) বনবালী ও রোপার, B) লোথাল ও রোপার, C) হরপ্পা ও মহেঞ্জোদারো, D) লোথাল ও কালিবঙ্গান
11. গ্রেট বাথ কোথায় অবস্থিত?
A) মহেঞ্জোদারো B) হরপ্পা C) লোথাল D) কোথাও না
12. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়েছে A) 1901 B) 1921 C) 1935 D) 1941
13. সিন্ধু সভ্যতা অন্য কোন সভ্যতার সাথে সম্পর্কিত ছিল?
A) চাইনিজ B) পাঠান C) মেসোপটেমিয়ান D) রোমান
A) চাইনিজ B) পাঠান C) মেসোপটেমিয়ান D) রোমান
14. এগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতে অবস্থিত?
A) হরপ্পা B) মহেঞ্জোদারো C) লোথাল D) কোন টি না
15. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না?
A) সোনা B) তামা C) রুপো D) লোহা
16. হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে?
A) দয়ারাম সাহানি
B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
C) এস আর রাও
D) এম এস ভেস্তা
17. নিচের জায়গাগুলির মধ্যে কোথায় সিন্ধু সভ্যতা নিদর্শন পাওয়া যায়নি?
A) সিন্ধ B) পাঞ্জাব C) রাজস্থান D) পাটলিপুত্র
18. হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি এবং অস্ত্র কি দিয়ে তৈরি হতো?
A) তামা B) ব্রোঞ্জ C) টিন D) সবগুলি
19. ভারতে প্রথম কোন শহরটি আবিষ্কৃত হয়?
A) হরপ্পা B) মহেঞ্জোদারো C) লোথাল D) রংপুর
20. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
A) সিন্ধু নদী B) রবি নদী c) ঘর্ঘরা নদী D) কোনটাই না
21. মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
a) 1920 b) 1921 c) 1922 d) 1923
22. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থল গুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? (WBCS 2018)
A)সুরকোটাডা B) লোথাল C) ধোলাভিরা D) বানওয়ালী
23. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? (WBCS 2017)
A) মহেঞ্জোদারো B) শুকতাজেন্দর C) কালিবঙ্গান D) লোথাল
24. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? (WBCS 2016)
A)কালিবঙ্গান B) লোথাল C) কোটাডিজি D) রোপার
25. সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? (WBCS 2014, 15)
A)হরপ্পা B) মহেঞ্জোদারো C) লোথাল D) ঢলাভিরা
This post very useful me for wbcs exam preparation. This post continue sir
ReplyDeleteGreay
ReplyDelete