Header Ads

Header ADS

General Knowledge in Bengali Set 4 (WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)

General Knowledge in Bengali Set 4

(WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)



১) ভারতের বর্তমান মূখ্য নির্বাচন কমিশনার কে?

A) Sunil Arora           

B) ওম প্রকাশ রাওয়াত

C) এস ওয়াই কুরেশী   

D) sukumar sen



২) কুচিপুরি কোণ দেশের নৃত্য?
A) অন্ধ্রপ্রদেশ 
B) আসাম 
C) কেরালা 
D) ওড়িশা

৩) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A)সান্দাকফু 
B) সিঙ্গালিলা 
C) টাইগার হিল 
D) none

৪) ভারতের কোণ রাজ্যের M.P.এর সদস্য সংখ্যা সবচেয়ে বেশী?
A) রাজস্থান 
B) কেরালা 
C) গুজরাট 
D) উত্তর প্রদেশ

৫) পশ্চিমবঙ্গের কোণ জেলায় শিক্ষার হার বেশী?
A) দার্জিলিং             
 B) কলকাতা
C) পূর্ব মেদিনীপুর   
D) পশ্চিম মেদিনীপুর

৬) পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কয়টি?
A) ১৯ 
B) ২৮ 
C) ২১ 
D) ২৩

৭) পশ্চিমবঙ্গের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
A) শিব  সমুদ্রম   
B)কুলচিকুল  
C) চাচাই  
D) যোগ

)সর্পগন্ধা গাছের ছালে যে উপক্ষার থাকে তার নাম?
A) কুইনাইন 
B) ভাটুরিন 
C) রেসারপিন 
D) কোনোটিই নয়

৯) নিচের কোনটি পরভোজী উদ্ভিদ?
A) শৈবাল 
B) ক্যাকটাস 
C) ছত্রাক 
D) তৃণ

১০) শেরশাহের প্রকৃত নাম কী?
A)হাসান সুরি           
B)সুলেমান
C)ফরিদ খাঁ               
D)বাহার খাঁ

১১) ভারতের দীর্ঘতম নদী কোনটি?
A)আমাজন  
B)নীলনদ  
C)গঙ্গা    
D)দামোদর

১২) আধখানা চাঁদের মত বালিয়াড়ি কে কী বলে?
A)ধ্রিয়ান  
B)ধান্দ   
C)বারখান  
D) প্লায়া

১৩) জীবাশ্ম কোণ শিলায় দেখা যায়?
A)আগ্নেয় শিলা          
B)পাললিক শিলা
C)রূপান্তরিত শিলা   
 D)স্লেট শিলা

১৪) EMP – সম্পূর্ণ কথা কি?
A)এম্বডেন মেয়ারহফ পারনেস
B)এম্বডেন মেডারহফ পারনেস
C)এডওয়ার্ড মেয়ারহফ পারনেস  
D)NONE

১৫)ATP-র মধ্যে সৌরশক্তি কী শক্তিরূপে আবদ্ধ থাকে?
A)রাসায়নিক শক্তিরূপে       
B)যান্ত্রিক শক্তিরূপে
C)স্থিতি শক্তিরূপে                
D)ক ও গ উভয়েই

১৬) সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি গ্রাম গ্লুকোজ সঞ্চিত স্থৈতিক শক্তির পরিমাণ –
A) 686 kcal 
B) 674 kcal 
C) 980 kcal 
D) 981 kcal

17) সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হল –
A)  সোডিয়াম 
B) কোবাল্ট 
C) পটাশিয়াম 
D) লোহা

১৮) শোষিত সূর্যালোকের কত শতাংশ সালোক সংশ্লেষ এ ব্যবহৃত হয়?
A)৮৩%  
B)৫%   
C)১%-৩%   
D)১২%

১৯) হিলবিকারক কাকে বলা হয়?
A)NADP+   
B)ADP   
C)ATP   
D)H2O

২০) সালোক সংশ্লেষ হল একপ্রকার –
A)উপচিতি বিপাক      
B)অপচিতি বিপাক
C) ক ও খ          
D)উভয়ই কোনোটিই নয়

২১) NADP – সম্পূর্ণ কথা কী?
Aনিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট
Bনিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইট ফসফেট
Cনিকোটিনা মাইড অ্যাডেনিন পিউক্লিওটাইড ফসফেট
Dনিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইট ফসফেট

২২) সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল –
A)গুলঞ্চ 
B) ফণীমনসা 
C)ইউগ্লিনা 
D) স্বর্ণলতা

২৩) সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হল –
A)ক্রাইস্যামিবা  
B)কেঁচো  
C)অ্যাগারিকাস  
D)NONE

২৪) সালোক সংশ্লেষে সর্বাপেক্ষা বেশী হয় কোন আলোতে?
A)নীল আলোতে            
B)লাল আলোতে
C)সাদা আলোতে           
D)সবুজ আলোতে

২৫) রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো বিবাদ দেখা দিলে মীমাংসা করে –
A)সুপ্রিমকোর্ট              
B)নির্বাচন কমিশন
C)সংসদীয় কমিটি    
D)সুপ্রিমকোর্ট অথবা হাইকোর্ট

২৬) রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকারী সংসদের প্রতিটি সদস্যের ভোটসংখ্যা নির্ণয় করা হয় রাজ্য বিধানসভাগুলির মোট ভোট সংখ্যাকে সংসদের দুটি কক্ষের নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করে এই পদ্ধতিটি
A)রাজ্য ও সংসদের ভোটসংখ্যার মধ্যে সমতা রক্ষাকরে
B)রাজ্যগুলির ভোট সংখ্যার মধ্যে সমতা রক্ষা করে
C)রাজ্যগুলির সম প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে
D)এর সবগুলিই ঠিক

২৭)কোনো রাজ্যে কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যায়?
A)একবছর   
B)ছ মাস  
C)দুমাস    
D)তিনমাস

২৮)কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে আসীন হতেপারে কতবার?
A)একবার   
B)দুবার     
C)তিনবার   
D)যতবার ইচ্ছা

২৯) ভারতের রাষ্ট্রপতির কী ভেটো ক্ষমতা আছে?
A)না      
B)হ্যাঁ   
C)কেবল অর্থ বিলের বেলায় আছে
D)সংবিধানে স্পষ্ট বলা নেই

৩০) ভারতের প্রথম হাইকোর্ট কোথায় অবস্থিত?
A)দিল্লি ও কলকাতায় মুম্বাই  
B)দিল্লি ও কলকাতায়
C)চেন্নাই ও মুম্বাইয়ে   
D)মুম্বাই, চেন্নাই ও কলকাতায়

৩১) ভারতের প্রশাসনিক আদালত ( Administrative Tribunal)  কবে গঠিত হয়?
A)১৯৭২   
B)১৯৭৪     
C)১৯৭৬     
D)১৯৭৮

৩২) শক যুগ শুরু হয়েছিল –
A)৭৮AD  
B)৫৮AD   
C)৫৯ খ্রিস্টাব্দ
D)৫৯ খ্রিস্টপূর্ব

৩৩)কোণদেশের সংবিধানে পার্লামেন্টে সার্বভৌমত্ব স্বীকৃত
A)ব্রিটেন   
B)মার্কিন যুক্তরাষ্ট্র  
C)ভারত  
D)NONE

৩৪) কোণ দেশের সর্বোচ্চ বিচারালয় কে আইন সভার তৃতীয় কক্ষ বলা হয়?
A)ব্রিটেন   
B)মার্কিন যুক্তরাষ্ট্র  
C)ভারত  
D)NONE

৩৫) রাজ্যসভার সদস্য পদের জন্য নীচের বক্তব্য গুলির মধ্যে কোনটি ভুল?
A)অন্তত ৩০ বছরের হতে হবে  
B)কোনো সরকারি বা লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না
C) যে কোনো রাজ্যের বাসিন্দা অন্য যে কোনো থেকে নির্বাচিত       
D)এর কোনটিই নয়

৩৬) রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা রাজ্য সভায় সর্বাধিক হতে পারে?
A)১২     
B)১০     
C)    
D)নির্দিষ্ট নয়

৩৭) রাজ্যসভা, লোকসভা এবং নিচের উল্লিখিত কোণ প্রতিষ্ঠান ভারতীয় সাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ?
A)সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি     
B)রাষ্ট্রপতি
C)নির্বাচন কমিশন                             
D)উপরাষ্ট্রপতি

৩৮) সংবিধানের কোন ধারায় সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণিত আছে?
A)৭৯ ধারা   
B)৮০ ধারা    
C)৮১ ধারা   
D)৮২ ধারা

৩৯) ভারত কোণ দেশের শাসন ব্যবস্থা গ্রহন করেছে?
A)কানাডা    
B)অস্ট্রেলিয়া    
C)ইংল্যান্ড    
D)আয়ারল্যান্ড

৪০) বেরুবাড়ি প্রভৃতি অঞ্চল হস্তান্তর সম্পর্কিত পাকিস্তানের চুক্তি কে কার্যকর করা হয় সংবিধানের কত তম সংশোধনে?
A)দ্বাদশ   
B)একাদশ    
C)নবম     
D)সপ্তম

৪১) মূল সংবিধানে সংসদ ও রাজ্যগুলি আইনসভার দুটি অধিবেশন এর মধ্যে কত দিনের ব্যাবধানের কথা বলা হয়েছে?
A)৬ মাসের    
B)৩ মাসের   
C)৯ মাসের
D) বছরের অন্তত দুটি অধিবেশন  

৪২) কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়?
A)১৯৫২  
B)৯৫১   
C)১৯৫৩     
D)১৯৫৪

৪৩) সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি বাধ্যতামুলক করা হয়েছে কত তম সংশোধনী আইন দ্বারা?
A)২০    
B)২১    
C)২৪      
D)২৫

৪৪) সংবিধান এর কত নং ধারায় সংবিধান সংশোধন এর কথা বলা হয়েছে?
A)৩৬৮    
B)৩৮৬   
C)২৬৮     
D)১৬৮

৪৫) ভারতবর্ষে কৃষিজাত আয়ের ওপর কর লাভ করে
A)কেন্দ্র ও রাজ্য উভয় সরকার   
B)কেন্দ্র ও রাজ্যসরকার কেউ নয়
C)কেবলমাত্র রাজ্য সরকার
D) কেবলমাত্র কেন্দ্রীয় সরকার

৪৬) যুগ্ম তালিকা ভুক্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে সেক্ষেত্রে
A) রাজ্যের আইনটি প্রাধান্য পায়
B) কেন্দ্রের আইনটি প্রাধান্য পায়
C) স্স্ব বিচার বিভাগীয় সীমানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনটি প্রাধান্য পায়
D) সুপ্রিমকোর্টের মধ্যস্থতায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়

৪৭) প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা করেছিল –
A) ভারত শাসন আইন ,১৯১৯
B) মরলে মিন্টো সংস্কার
C) মন্টেগু চেমসফোরড সংস্কার
D) ভারত শাসন আইন ১৯৩৫

৪৮) সারকারিয়া কমিশন রিপোর্ট নিচের কোণ বিষয় টির সাথে সম্পর্কিত?
A)কেন্দ্র রাজ্য সম্পর্ক      
B) ভারতের দুর্নীতি
C) আঞ্চলিক শাসনব্যবস্থা 
D) অন্তঃনদী বিতর্ক

৪৯)কোনটি নির্দেশ মূলক নীতি প্রকৃতি বিবৃত করে –
A)এগুলি ইতিবাচক নির্দেশমূলক কিছু সম্পাদন করার ক্ষেত্রে
B)কিছু ক্ষেত্রে এগুলি নেতিবাচক নির্দেশ
C)এগুলি যুগপৎ ইতিবাচক ও নেতিবাচক
D)এগুলি বিচার উপজগি বিষয়

50) ‘City of Joy’ র লখক ক?
A)
সলমন শিদ        

B) জজ বানারড শ
C) দামিনক লাপেয়র     

D) টিন মিরসন

YOUTUBE VIDEO LINK - 


PDF LINK-    DOWNLOAD
ডাউনলোড করতে যুক্ত হন আমাদের TELEGTAM 
GROUP এ লিঙ্ক -t.me/jobskeyacademy

1 comment:

Theme images by belknap. Powered by Blogger.