Current affairs 2019 in Bengali SET 21 l বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2019 l Current affairs 2019 l
Current affairs 2019 in Bengali
1. 2018 সালের কৃষি কর্মন পুরস্কার এর জন্য কোন রাজ্যটি কে Rice Catagory অধীনে নির্বাচিত করা হয়েছে?
👉 ঝাড়খণ্ড
2. কেরালার 23 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 2019 কোন ছবিটি গোল্ডেন ক্রো ফিজেন্ট পুরস্কার পেয়েছে?
👉 The Dark Room
3. সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ 100 টাকার ওপর ভারতীয় মুদ্রার নোট নিষিদ্ধ করেছে?
👉 নেপাল
4.67th Miss Universe 2018 কে জিতেছেন?
👉 Catriona Elisa Gray
*From Philippines
5. পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ 2018 কোন দেশের দল জিতেছে?
👉 বেলজিয়াম
6.37th Senior National Rowing Championship 2018 এর Venue কোথায়?
👉 পুনে
7.Miss India Worldwide 2018 কে জিতেছে?
👉 Shree Saini
8. কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় "ওমেন্স ট্রান্সফরমিং ইন্ডিয়া আওয়ার্ড 2018 তৃতীয় সংস্করণ নীতি আয়োগ আয়োজন করছে?
👉 United Nation
9. কোন নারী আইন কর্মকর্তা ভারতের নতুন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টে?
👉 মাধবী ডিভান
10. সম্প্রতি কোন দেশ ঘোষণা করেছে 2019 সাল হলো "year of Tolerance"?
👉 UAE
11. 91 তম অস্কারের জন্য কোন ভারতীয় চলচ্চিত্র কে তালিকাভুক্ত করা হয়েছে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে???
👉 Period. End of Sentence.
12.FICCI 2018-19 এর জন্য Vice-president নিযুক্ত হয়েছেন কে?
👉 উদয় শংকর
*FICCI - Federation of Indian Chambers of Commerce and Industry
13.PETA India's Person of the Year 2018 কে হয়েছেন?
👉 সোনম কাপুর
14. কলেজের শিক্ষার্থীদের সাথে আরো ভালো যোগাযোগ নিশ্চিত করার জন্য কোন রাজ্য সরকার " শিক্ষা সেতু" অ্যাপ্লিকেশন চালু করেছে?
👉 হরিয়ানা
15. CBI এর নতুন Additional Director কে নিযুক্ত হয়েছেন?
👉 ঋষি কুমার শুক্লা (joining - 2nd Feb, 2019)
16."A Rural Manifesto - Realising India's Future Through Her Villages" - এই বইটির রচয়িতা কে?
👉 বরুণ গান্ধী
17. কোন ভারতীয় রাজনীতিবিদ কে "SKOCH Chief Minister of the Year 2018" পুরস্কার প্রদান করা হয়েছে?
👉 মমতা ব্যানার্জি
18. ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন কোচ কে নিযুক্ত হয়েছেন?
👉 W V Raman
19."Changing India" বইটির রচয়িতা কে?
👉 মনমোহন সিং
20. মার্কিন যুক্তরাষ্ট্রে কে নতুন ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?
👉 হর্ষবর্ধন শ্রিংলা
File Name - Daily current affairs 2019 in Bengali
Set-21
Download করুন - CLICK HERE
এই Page টি নিজের Facebook or WhatsApp এ Share করে রাখুন l
No comments