Header Ads

Header ADS

STATIC GK in Bengali set 11 | Bengali static gk for WBP ,WBPSC, ICDS, CLERKSHIP, MISC, WBCS, NTPC, GROUP D |


STATIC GK in Bengali set 11



1) নিম্নোক্ত কোনটি ওজোন স্তরের ক্ষতি করছে?
A) সালফার
B) কার্বন
C) ক্লোরিন
D) সিলিকন

2) ইলেক্ট্রোম্যাগনেটিজ্যাম এর আবিষ্কারক এবং নামকরণ কে করেছিলেন?
A) মাইকেল ফ্যারাডে
B) জেমস ক্লার্ক
C) হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড
D) অ্যান্ড্রিউ ম্যারি এম্পিয়ার

3)প্রথম মুসলিম শাসক কে ছিলেন যার সাম্রাজ্য, প্রায় সমগ্র ভারত তার  দক্ষিণের শেষ পর্যন্ত বিস্তারিত ছিল?
A) আলাউদ্দিন খলজী
B) জালাল উদ্দিন খলজি
C) গিয়াসউদ্দিন বলবন
D) ফিরোজ শাহ তুঘলক

4) বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
A) কর্ণাটক
B) কেরালা
C) গুজরাট
D) সিকিম

5) বিখ্যাত Bagh Cave Painting কোথায় পাওয়া গেছে?
A) মধ্যপ্রদেশ
B) হিমাচল প্রদেশ
C) সিকিম
D) উড়িষ্যা

6) গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার সাথে কোনটির মিশ্রণ মেশানো হয়?
A) তামা
B) দস্তা
C) টিন
D) অ্যালুমিনিয়াম

7) বাদামির চালুক্য দের প্রথম রাজধানী কোথায় ছিল?
A) পাট্টাদকল
B) আইহোল
C) হুবলী
D) বিজাপুর

8)Feb 2019 এ, ভারত___টি স্বর্ণ পদক ও পাঁচটি রৌপ পদক জিতেছে মার্কান কাপ বক্সিং প্রতিযোগিতায়, যেটি অনুষ্ঠিত হয়েছে চানবাহার, ইরানে l
A) 2
B) 3
C) 4
D) 1

9)Feb 2019 এ, ____ স্বর্ণ পদক জিতেছে মার্কান কাপ, চানবাহার, ইরানে
A) মনিশ কৌশিক
B) দীপক সিং
C) রহিত টোকাস
D)  সতীশ কুমার

10)22 মার্চ বিশ্ব___ দিবস পালন করা হয় যার থিম 'Leaving no one behind' to focus on marginalised groups.
A) পরিবেশ
B) বন
C) জল
D) পেট্রোলিয়াম



11) মিড ডে মিল স্কিম টি কোন মন্ত্রী পরিষদ কার্যকরী করেছে?
A) মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ার্মেন্ট
B) মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স
C) মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট
D) মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার

12) প্রথম কোন মুসলিম বংশ ভারতে রাজত্ব করেছিল?
A) দাস বংশ
B) তুঘলক বংশ
C) লোদী বংশ
D) খিলজী বংশ

13) লোক আদালত তৈরি হয়েছে--
A) Legal services authority act
B) Administration of justice act
C) Arbitration and conciliation act
D) Legal Conciliation act

14) নিম্নোক্ত কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক?
A) NH48
B) NH44
C) NH53
D) NH27

15)কে ISRO এর চেয়ারম্যান এবং পদ্মবিভূষণ প্রাপক, যিনি এক ঐতিহাসিক মুহূর্তের তৈরি করেছেন যখন Mars orbits become the first Indian space craft to enter Martin orbit in a maiden attempt.
A) সুন্দর পিচাই
B) K. রাধাকৃষ্ণন
C) Fali niraman
D) নন্দন নিলেকানি

16) মোহাম্মদ ঘোরীর দাস কে ছিলেন যিনি তাঁর মৃত্যুর পর সেখানকার রাজা এবং দাস বংশের প্রতিষ্ঠা হয়েছিল?
A) গিয়াসউদ্দিন বলবন
B) ইলতুৎমিস
C) নাসির উদ্দিন মোহাম্মদ
D) কুতুবউদ্দিন আইবক

17) সিকিম ও তিব্বতের সংযোগস্থলের নাম কি?
A) ইমিস লা
B) পেনসি লা
C) লানক লা
D) নাথু লা

18)Rabindranath Tagore Literary Prize 2019 কে পেয়েছেন?
A) নয়নজ্যোতি মুখার্জি
B) রানা দাশগুপ্ত
C) অমিতাভ ঘোষ
D) ঝুম্পা লাহিরি

19)The colourful art ' নন্দনা ব্লক প্রিন্ট' কোথায় লক্ষ্য করা যায়?
A) উত্তরাখণ্ড
B) মধ্যপ্রদেশ
C) ওড়িশা
D) মহারাষ্ট্র



20) নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি Quaternary Sector এর মধ্যে পড়ে না?
A) ইনফরমেশন টেকনোলজি
B) মাইনিং
C) ম্যানুফ্যাকচারিং
D) fisheries

21) বিনা বাধায় ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর কথা মৌলিক অধিকারের কোন ধারায় বলা আছে?
A) Article 24
B)article 21
C)Article 14
D)Article 19

22) নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি সবথেকে নমনীয়(ductile) ধাতু?
A) টিন
B) সোনা
C) তামা
D) অ্যালুমিনিয়াম

23)International day of forests 2019 এর থিম কী?
A) Pollution free forests.
B) Forests and Education
C) Forests and environment
D) Forest our Saviour

24)নিম্নলিখিত ধাতু গুলির মধ্যে সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতু(Reactive metal) হল -
A) তামা
B) ক্যালসিয়াম
C) লোহা
D) দস্তা

25) মাদার টেরেসার পর কোন ভারতীয় ব্যক্তিত্ব নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন?
A) K রাধাকৃষ্ণন
B) Fali Nariman
C) P Sathasivam
D) কৈলাস সত্যার্থী

QUESTION PAPER  - PDF  (PDF টি আজ রাতের মধ্যে UPDATE করে দেওয়া হবে )

এত দুর পর্যন্ত যখন চলে এসেছেন  তখন অবশ্য ই PAGE টি SHARE করে রেখে দেবেন পরবর্তী কালে PDF টি DOWNLOAD করার জন্য. 

2 comments:

  1. Dada darun kaj krchen. RRB NTPC r jnno jodi current affairs er 1ta PDF provide kren to khub valo hoy. R rrb alp(2018) r somay dekhechi j C.A er qstn gulo 2017 their eseche. 2018 er kno C.A deyni. NTPC teo erakam ta jodi hoy? tai eta ektu check kre dekhben Dada. R sevabe jodi C.A er PDF ta banano jay dekhben plz.

    ReplyDelete

Theme images by belknap. Powered by Blogger.