#WBCS II GENERAL SCIENCE 01 (2006 - 2019) PREVIOUS YEARS QUESTION PAPER II WBCS PREVIOUS YEARS 2006 GENERAL SCIENCE II PDF DOWNLOAD
WBCS PRELIMINARY GENERAL SCIENCE PREVIOUS YEAR QUESTION PAPER 2006 PDF DOWNLOAD
1. একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে ? (WBCS PRELIMS 2006)
(a) গতিশক্তি
(b) স্থিতিশক্তি
(c) তড়িৎশক্তি
(d) চুম্বকশক্তি
2. নিচের কোন যৌগটির মধ্যে সম তড়িৎ-চুম্বকীয় ধর্ম দেখা যায় ?(WBCS PRELIMS 2006)
2. নিচের কোন যৌগটির মধ্যে সম তড়িৎ-চুম্বকীয় ধর্ম দেখা যায় ?(WBCS PRELIMS 2006)
(a) H2O
(b) NO
(c) CO2
(d) SO2
3. বিধিনিষেধিত উৎসেচক সংশ্লেষিত হয় (WBCS PRELIMS 2006)
3. বিধিনিষেধিত উৎসেচক সংশ্লেষিত হয় (WBCS PRELIMS 2006)
(a) সমস্ত ইউক্যারিয়াটিক কোষে
(b) কেবলমাত্র ইষ্ট এবং ব্যাকটিরিয়াতে
(c) শুধুমাত্র ব্যাকটিরিয়াতে
(d) সব কোষে
4.ভু-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান (WBCS PRELIMS 2006)
4.ভু-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান (WBCS PRELIMS 2006)
(a) কমে যায়
(b) বেড়ে যায়
(c) একই থাকে
(d) উপরের কোনটিই নয়
5. ইথাইল এ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় । ঐ মিশ্রণ থেকে ইথাইল এ্যালকোহলকে আলাদা করা যায় -(WBCS PRELIMS 2006)
5. ইথাইল এ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় । ঐ মিশ্রণ থেকে ইথাইল এ্যালকোহলকে আলাদা করা যায় -(WBCS PRELIMS 2006)
(a) পৃথকীকরণ চোঙের সাহায্যে
(b) বাষ্পীভবনের সাহায্যে
(c) আংশিক পাতনের সাহায্যে
(d) জলকে বাষ্পীভুত করে
6. কি সেচন করে ফলের পতন রোধ করা যায় ? (WBCS PRELIMS 2006)
6. কি সেচন করে ফলের পতন রোধ করা যায় ? (WBCS PRELIMS 2006)
(a) IAA
(b) এ্যাবসিসিক অ্যাসিড
(c) সাইটোকাইনিন
(d) NAA
7.একটি সেলাই মেশিনের গতি (WBCS PRELIMS 2006)
7.একটি সেলাই মেশিনের গতি (WBCS PRELIMS 2006)
(a) বৃত্তাকার গতি
(b) সরলরৈখিক গতি
(c) দোলন গতি
(d) ঘুর্ণন গতি
8.. হাইড্রোজেন পার-অক্সাইড নীচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে ? (WBCS PRELIMS 2006)
8.. হাইড্রোজেন পার-অক্সাইড নীচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে ? (WBCS PRELIMS 2006)
(a) HCHO
(b) CH3OH
(c) CH2 = CH2
(d) CH2 = CHO
9. উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল (WBCS PRELIMS 2006)
9. উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল (WBCS PRELIMS 2006)
(a) সংজ্ঞাবহ কোষ
(b) সংজ্ঞাবহ অঙ্গপ্রত্যঙ্গ
(c) প্রোটিন অণু
(d) K1-এর নতিমাত্রা
10.যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান (WBCS PRELIMS 2006)
10.যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান (WBCS PRELIMS 2006)
(a) O°
(b) 90°
(c) 45°
(d) আপাতন কোণের সমান
11. কোনটি প্রোটোজোয়া নয় ? (WBCS PRELIMS 2006)
WBCS PRELIMINARY GENERAL SCIENCE PREVIOUS YEAR QUESTION PAPER 2006 PDF DOWNLOAD
11. কোনটি প্রোটোজোয়া নয় ? (WBCS PRELIMS 2006)
(a) হাইড্রা
(b) ইউগ্লেনা
(c) অ্যামিবা
(d) প্যারামেসিয়াম
12.কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ? (WBCS PRELIMS 2006)
12.কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ? (WBCS PRELIMS 2006)
(a) অক্সিন
(b) জিব্রেলিন
(c) এ্যাবসিসিক অ্যাসিড
(d) সাইটোকাইনিন
13. ‘হাবল’ একটি (WBCS PRELIMS 2006)
13. ‘হাবল’ একটি (WBCS PRELIMS 2006)
(a) পারমাণবিক অস্ত্র
(b) বাদ্যযন্ত্র
(c) মহাকাশ দূরবিন
(d) নক্ষত্র
14.চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে --(WBCS PRELIMS 2006)
14.চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলে --(WBCS PRELIMS 2006)
(a) কঠিনীভবন
(b) বিকিরণ
(c) পুনঃশিলীভবন
(d) উপরের কোনটিই নয়
15.ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরী হয় ? (WBCS PRELIMS 2006)
15.ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরী হয় ? (WBCS PRELIMS 2006)
(a) লিভার
(b) ইউরিনারী ব্লাডার
(c) কিডনী
(d) হিমোগ্লোবিন
16.যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে F প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে ? (WBCS PRELIMS 2006)
16.যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে F প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে ? (WBCS PRELIMS 2006)
(a) 1
(b) 2
(c) 4
(d) 8
17.একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল - (WBCS PRELIMS 2006)
17.একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল - (WBCS PRELIMS 2006)
(a) তাপমাত্রা
(b) বেগ
(c) রৈখিক ভরবেগ
(d) গতিশক্তি
18.সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল (WBCS PRELIMS 2006)
18.সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল (WBCS PRELIMS 2006)
(a) আর্কিঅপটেরিক্স
(b) প্লেটিপাস
(c) জাভা এপম্যান
(d) তিমি
19.জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয় (WBCS PRELIMS 2006)
19.জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয় (WBCS PRELIMS 2006)
(a) অপরিবাহী
(b) পরিবাহী
(c) ধাতু
(d) অর্ধ পরিবাহী
20.কোনটি কিডনীর কাজ নয় ?(WBCS PRELIMS 2006)
20.কোনটি কিডনীর কাজ নয় ?(WBCS PRELIMS 2006)
(a) অলট্রাফিলট্রেশন
(b) টিউবুলার রি-অ্যাবজর্বশন
(c) টিউবুলার সিক্রীশন
(d) ফ্যাগোসাইটোসিস
21.হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিনত হতে শুরু করে তখন নীচের জলের তাপমাত্রা হয় (WBCS PRELIMS 2006)
WBCS PRELIMINARY GENERAL SCIENCE PREVIOUS YEAR QUESTION PAPER 2006 PDF DOWNLOAD
21.হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিনত হতে শুরু করে তখন নীচের জলের তাপমাত্রা হয় (WBCS PRELIMS 2006)
(a) O° সেলসিয়াস
(b) 4°C সেলসিয়াসের কম
(c) 4°C সেলসিয়াস
(d) 4°C সেলসিয়াসের বেশী
22. 'লুপ অব হেনলি ' থাকে (WBCS PRELIMS 2006)
22. 'লুপ অব হেনলি ' থাকে (WBCS PRELIMS 2006)
(a) করটেক্সে
(b) মেডুলাতে
(c) রেনাল পেলভিসে
(d) ইউরেটারে
23. অতি বেগুনী অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম (WBCS PRELIMS 2006)
23. অতি বেগুনী অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম (WBCS PRELIMS 2006)
(a) লিম্যান পর্যায়ের বর্ণালী
(b) বামার পর্যায়ের বর্ণালী
(c) ব্র্যাকেট পর্যায়ের বর্ণালী
(d) পাশেন পর্যায়ের বর্ণালী
24. নীচের কোনটি ভাইরাল অসুখ (WBCS PRELIMS 2006)
24. নীচের কোনটি ভাইরাল অসুখ (WBCS PRELIMS 2006)
(a) ক্যানসার
(b) লিউকোমিয়া
(c) টাইফয়েড
(d) ইয়োলো ফিভার
25.নারিকেলের পুষ্পবিন্যাসটি হল (WBCS PRELIMS 2006)
25.নারিকেলের পুষ্পবিন্যাসটি হল (WBCS PRELIMS 2006)
(a) অনিয়ত
(b) উদুম্বর বিন্যাস
(c) সায়াথিয়াম
No comments