Header Ads

Header ADS

WBSI PRELIMINARY 2019 EXAM LAST MINUTE SUGGESTION

WBSI PRELIMINARY 2019 EXAM LAST MINUTE SUGGESTION



  1. কালিংপং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম --ঋষিলা।
  2. বিখ্যাত বাংলা নাটক "বিসর্জন" এর লেখক হচ্ছেন -- রবীন্দ্রনাথ ঠাকুর।
  3. বিখ্যাত হিন্দি উপন্যাস "গোদান " এর লেখক হচ্ছেন -- মুন্সি প্রেমচাঁদ।
  4. ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের ' ড্রেন তত্ত্ব ' (Drain Theory )এর প্রবক্তা হলেন -- দাদাভাই নৌরজি।
  5. কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় -- ১৮৫৭ সালে।
  6. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় --১৭৮৪।
  7. ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা --ডুরান্ড লাইন।(ভারত ও পাকিস্তান )
  8. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা ছিলেন --সূর্য সেন ,.
  9. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্টাতা--প্রফুল্লচন্দ্র রায়।
  10. কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি সঙ্গে যুক্ত --লর্ড ডালহৌসি।
  11. সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন --লর্ড উইলিউম বেন্টিক।
  12. বঙ্গ ভঙ্গ এর সময় গভের্নাল জেনারেল ছিলেন --লর্ড কার্জন।
  13. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন --anni basant
  14. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন--সরোজিনী নাইডু।
  15. অর্থ শাস্ত্র রচনা করেন --কৌটিল্য।
  16. পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল --১৫২৬ সালে ,বাবর ও ইব্রাহিম লোধি এর মধ্যে।
  17. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখমন্ত্রী হন -- কে চন্দ্রশেখর রাও।
  18. ১৯৩২ সালে সাম্প্রদায়িক পুরস্কার এর ঘোষণা করেছিলেন --রামসে ম্যাকডোনাল্ড।
  19. ;আইন ই আকবরী ' এর লেখক হলেন -- আবুল ফজল।
  20. জয় জবান জয় কিষান এই উক্তি টি হলো-- লাল বাহাদুর শাস্ত্রী।
  21. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হহয়েছিলো-- ১৭৯২ সালে।
  22. চরক ছিলেন -- কনিস্ক এর রাজসভা এর বিখ্যাত চিকিৎসক।
  23. চিত্তর এর বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন -- রানা কুম্ভ।
  24. কুমারসম্ভব মহাকাব্য রচনা করেন -- কালিদাস।
  25. ইউরোপীয়দের মধ্যে বাণিজ্যের উদ্দেশে প্রথম ভারতে পৌঁছেছিলেন -- পর্তুগিজরা।
  26. ঝাঁসির রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয় -- স্বত্ববিলোপ নীতির মাদ্ধমে।
  27. ত্রিপুরা রাজ্যের রাজধানী - আগরতলা।
  28. ভারতীয় দেড় ভোটাধিকার এর বয়স হলো -- ১৮ বছর।
  29. এশিয়ার আলো বলা হয় -- গৌতম বুদ্ধ কে।
  30. জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলাম -- চল গঙ্গদেব।
  31. লোক সভার প্রথম অধ্যক্ষ ছিলেন -- জি ,ভি ,ম্যাভলঙ্কর।
  32. ATM এর ফুল ফর্ম -- অটোমেটেড টেলার মেশিন।
  33. থুম্বা অবস্থিত -- ত্রিবান্দপুরাম এ।
  34. দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন-- শাহজাহান।
  35. মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন- বাবর।
  36. খরিফ শস্য উৎপাদন হয় -- অক্টোবর -নভেম্বর মাসে।
  37. নীল বিপ্লব সম্পর্কিত -- মৎস চাষের সাথে।
  38. সোহাগ নগরী বলা হয়- ফিরোজাবাদ শহর কে।
  39. বুল এবং বিয়ার শব্ধ টি সম্পর্কিত -- স্টক মার্কেট এর সাথে।
  40. পৃথিবির প্রাকৃতিক উপগ্রহ হলো--চাঁদ।
  41. ভারতের দক্ষিণ তম সর্বাপেক্ষা বড়ো স্থলবিন্দু –ইন্দিরা পয়েন্ট
  42. সিস্টার নিবেদিতার আসল নাম -- মার্গারেট নোবেল।
  43. ডেন্মার্ক্ এর রাজধানী হলো -- কোপেনহেগেন।
  44. 'আরাম হারাম হে ' উক্তি টি -- জওহরলাল নেহেরু।
  45. গাছের বয়স নির্ধারিত হয় --গাছের গাড়ির বৃত্ত দেখে।
  46. হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল --৬ অগাস্ট ১৯৪৫।
  47. মাইন্ ক্যামফ বই টির লেখক হলেন --হিটলার
  48. ভারতের প্রথম মহা আকাশ যাত্রী হলেন --রাকেশ শর্মা।
  49. ভারতের লৌহমানব বলা হয় -- সর্দার বল্লভ ভাই প্যাটেল।
  50. রঞ্জি ট্রফি --ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত .
  51. ভারতের পার্লামেন্ট এর উচ্চ কক্ষ কে বলা হয় --রাজ্য সভা।
  52. ভারতীয় পার্লামেন্ট এর নিম্ন কক্ষ কে বলা হয় -- লোকসভা
  53. টোডরমল ছিলেন -- আকবর এর রাজস্ব মন্ত্রী।
  54. বিহার রাজ্য কে বিভক্ত করে --ঝাড়খন্ড রাজ্যের উৎপত্তি।
  55. নেপালের প্রচলিত মুদ্রার নাম -- রুপি।
  56. স্বাধীন ভারতের প্রথম গভনর জেনারেল হলেন --?
  57. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল -- ১৯৪২ সালে।
  58. ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে -- ওয়ারেন হেস্টিং।
  59. ছিয়াত্তররের মন্বন্তর হয়েছিল - ১৭৭০ সালে (বাংলা ১২৭৬ সালে )
  60. বঙ্গভঙ্গ রদ ঘোষণা হয় - ১৯১১ সালে।
  61. কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্টা হয় - ১৮২৪ সালে ২৫ ফেব্রুয়ারী।
  62. ভারত শাসনের জন্য রেগুলেটিং এক্ট গৃহীত হয় - ১৭৭৩
  63. হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন -- মহাত্মা গান্ধী।
  64. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন - ঈশ্বর গুপ্ত।
  65. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন - দেবেন্দ্রনাথ ঠাকুর।
  66. রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠাতা ছিলেন -- স্বামী বিবেকানন্দ।
  67. ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন- রামমোহন রায় (১৮২৮)
  68. একাডেমিক এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন- ডিরোজিও।
  69. পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল প্রথম বার -- ২৬JAN ,১৯৩০।
  70. অলকনন্দা & মন্দাকিনী নদীর সঙ্গমে অবস্থিত -রুদ্রপ্রয়াগ।
  71. অলকনন্দা & ভাগীরথী নদীর সঙ্গমে অবস্থিত দেবপ্রয়াগ।
  72. রেগুর হচ্ছে - কালো বা কৃষ্ণ মৃত্তিকা।
  73. ভারতে সবচেয়ে বেশি ইক্ষু উৎপাদন হয় - উত্তরপ্রদেশে।
  74. সলবাই এর চুক্তি হয়েছিল-- ১৭৮২ সালে।
  75. হাইকোর্ট এর বিচারপতি কে নিয়োগ করে -- ভারতের রাষ্ট্রপতি।
  76. সাইমন কমিশন এর সময় ভারতে ছিলেন -- লর্ড আরউইন।
  77. 'ভারত ছাড়ো আন্দোলনে ' এর সময় মহাত্মা গান্ধী কে আটকে রাখা হয়েছিল - আগাখান প্রাসাদে।
  78. ভারতে জনসংখ্যা সবচেয়ে কম -- সিকিম রাজ্যে।
  79. রাষ্ট্রপতি পার্লামেন্ট এর উভয় কক্ষে মোট -- ১৪ জন সদস্য নিয়োগ করেন।
  80. 'শকারী ' উপাধি গ্রহণ করেন -- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
  81. মুসলিম লীগ গঠন হয়েছিল -- ১৯০৬ সালে।
  82. কৃষ্ণদেব রায় ছিলেন -- বিজয়নগর রাজ্যের শাসক।
  83. ধোয়ী ছিলেন লক্ষণ সেন এর সভাকবি।
  84. বসুন্ধরা সম্মেলন হয়েছিল -- ১৯৯২ সালে।
  85. মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস এর সভাপতি নির্বাচিত হয়েছিল -- ১৯২৪ সালে।
  86. পান্ডব দের রাজধানী ছিল - মাদুরাই।
  87. ভরতপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত -- রাজস্থানে।
  88. তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল - পাটলিপুত্র তে সম্রাট অশোক এর আমলে।
  89. পশ্চিমঘাট পর্বতমালা এর সর্বোচ্চ শৃঙ্গ -- আনায়মুদি
  90. বৌদ্ধ জ্ঞানলাভ কোথায় করেছিলেন? বোধগয়া
  91. কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী
  92. পাঞ্জাবি ভাষার জন্য স্ক্রিপ্ট কি? গুরুমুখী
  93. ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম প্রান্ত কি? কন্যাকুমারী
  94. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদয় হয়-অরুণাচল প্রদেশ
  95. রোগের চিকিত্সার ক্ষেত্রে ইনসুলিনের ব্যবহার কী –ডায়াবেটিস
  96. বিহু কোন রাজ্যের বিখ্যাত উত্সব? আসাম
  97. আমলাতে কোন ভিটামিন প্রচুর? ভিটামিন সি
  98. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিক
  99. কাগজের আবিষ্কার কোন দেশ করে ছিল? চীন
  100. গৌতম বুদ্ধের শৈশব নাম কি ছিল? সিদ্ধার্থ
  101. ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? প্রেসিডেন্ট
  102. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ দেখা যায় ? ভিটামিন A
  103. পংগল কোন রাষ্ট্রের উৎসব? তামিল নাড়ু
  104. ভঙ্গরা কোন রাজ্যের লোকনৃত্য ? পাঞ্জাব
  105. টেলিভিশন কে আবিষ্কার করেছেন? জন লেগি বেয়ার্ড
  106. ভারতের প্রথম মহিলা শাসক কে? রাজিয়া সুলতানা
  107. 'ইনক্লাব জিন্দাবাদ' এর স্লোগান কে দিয়েছে? ভগত সিং
  108. জালিয়ানওয়ালা বাগ গণহত্যা কখন হয়েছিল? 1919 খ্রিস্টাব্দ ,অমৃতসর
  109. 1939 সালে কংগ্রেস ছাড়ার পর সুভাষচন্দ্র বসু কোন পার্টি গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক
  110. কে 'পঞ্জাব কেসারী' নামে অভিহিত? লালা লাজপত রায়
  111. স্যান্ডার্সকে কে হত্যা করেছিল ? ভগত সিং
  112. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে তাঁর আত্মাহুতি কে দিয়েছে? মংগল পান্ডে
  113. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু
  114. বিশ্বের কোন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে দুইবার চড়েছেন ? সন্তোষ যাদব (May 1992 and then again in May 1993.
  115. 'ব্রাহ্মসমাজ'কে প্রতিষ্ঠিত করেছিলেন?রাজা রামমোহন রায়
  116. স্বামী দয়নান্দ সরস্বতীর আসল নাম কি? মূল শঙ্কর
  117. 'Back to Vedas' কে স্লোগান দিয়েছিলেন?দয়ানন্দ সরস্বতী
  118. কে 'রামকৃষ্ণ মিশন' প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ
  119. ভাস্কোদাগামা কখন ভারত আসেন? 1498 খ্রি,পর্তুগাল
  120. হাওয়ায় মহল কোথায় অবস্থিত? জয়পুর
  121. কোন শিখ গুরু শিখ ধর্মের প্রতিষ্ঠাতা? গুরু ননক
  122. শিখের প্রধান উত্সব কি? বৈশাখী
  123. দিল্লি লালবাহাদুর শাস্ত্রী সমাধির দেওয়া হয়েছিল-বিজয় ঘাট
  124. কে অর্থনীতি নামে একটি বই লিখেছেন?চানাক্য (কৌটিল্য)
  125. 'জয় জওয়ান, জয় কিষাণ' কে স্লোগান দিয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী
  126. সাংবিধানিক পরিষদের স্থায়ী সভাপতি কে?-রাজেন্দ্র প্রসাদ
  127.  কে খসড়া সংবিধান কমিটির সভাপতি ছিলেন? ডা। ভীমরাও আম্বেদকর
  128. কোন তারিখে বিশ্বের রেড ক্রস দিবস পালিত হয়?8th may
  129.  সূর্যউদয় দেশের জন্য কোন দেশ বিখ্যাত? জাপান
  130.  ​​কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়-8march
  131. 131. ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি (area wise )? গোয়া
  132. 132. ওনাম কোন রাজ্যের বিখ্যাত উত্সব? কেরল
  133. 133. যখন দিল্লি ভারতের রাজধানী হয়েছিলেন? 1911
  134. 134. ভারতের জাতীয় জলসম্পদ কি? গঙ্গা ডলফিন
  135. 135.ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত-3: ২
  136. 136.National Anthem of Indiaলিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর 137. National song of india কি? বন্দে মাতারম
  137. 138. national song of india কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  138. 139. কে প্রথম মহাত্মা গান্ধীজি কে জাতির পিতা বলেছিলেন? নেতাজী সুভাষ চন্দ্র বোস
  139. 140. National Anthem কতক্ষণ? 52 সেকেন্ড

  140. 141. রেডিওএক্টিভিটি কে আবিষ্কার করলেন? হেনরি বেকারেল
  141. 142. পেস মেকারের শরীরের কোন অংশের সাথে সম্পর্কযুক্ত? Heart
  142. 143.কার্বন বিশুদ্ধতম গঠন কি? হীরা
  143. 144. X -RAY আবিষ্কার করেছেন? রন্টজেন
  144. 145. কোন ধাতু প্রথম মানুষের দ্বারা ব্যবহৃত হয়েছিল? তামা
  145. 146. মহাকাশচারী বাইরের আকাশে কেমন করে দেখেন? কালো
  146. 147. কে আবিষ্কার করেছেন টেলিস্কোপ? গ্যালিলিও
  147. 148. দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধির নাম কী? রাজঘাট
  148. 149.ভারতে প্রথম ট্রেন কোথায় গেল? বম্বে থেকে থানে।
  149. 150. ভারতের প্রথম মেট্রো রেল সার্ভিসে কোন শহরটি চালু হয়েছিল? -কলকাতা(১৯৮৪)
  150. 151. কোন বছরে ভারতের ট্রেন শুরু হয়েছিল? 1853
  151. 152. প্রথম ভারতীয় মহাকাশচারী কে? রাকেশ শর্মা, 1984
  152. 153. ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে ছিলেন? মিসেস সুচেত কৃপালনী
  153. 154. কখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? ২4 অক্টোবর 1945
  154. 155. ইউনাইটেড নেশনস সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক
  155. 156. জাতিসংঘের প্রথম সচিব-জেনারেল কে? TRYGVE LIE
  156. 157. এই সময়ে জাতিসংঘের কত সদস্য দেশ? 193
  157. 158. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কতগুলি সদস্য? 15
  158. 159. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5
  159. 160.আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? The Hague, Netherlands.
  160. 161. জাতিসংঘের 193 তম সদস্য কোন দেশ ছিল? দক্ষিণ সুদান
  161. 162. কোন ভিটামিনের অভাব রক্ত ​তঞ্চন বন্ধ না করে? ভিটামিন K
  162. 163. কখন হিন্দী দিবস পালিত হয়? 14 সেপ্টেম্বর।
  163. 164. সংবিধানের কোন প্রবন্ধটি হিন্দীকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছিল? ধারা 343
  164. 165.অলিম্পিকে স্বর্ণপদক জেতার একমাত্র ভারতীয় কে? অভিনব বিন্দ্রা
  165. 166. কত বছর পর অলিম্পিক অনুষ্ঠিত হয়? 4 বছর
  166. 167. কোথায় অলিম্পিক গেমস 2016? রিও দে জেনেরিও
  167. 168. আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়? ডিসেম্বর 10
  168. 169. হরিয়ানাতে কোনও মরুভুমির প্রজাতি বিখ্যাত? Murrah
  169. 170. বিখ্যাত শীতলমাথা মন্দিরটি কোথায় অবস্থিত? গুরগাঁও
VIDEO LINK -

PDF FILE :- FINAL SUGGESTION PDF

2 comments:

  1. Dada,Previous years West Bengal police constable er question paper er pdf dite parle khub khub upokrito hobo

    ReplyDelete

Theme images by belknap. Powered by Blogger.