RRB NTPC 9TH JANUARY 2021 1ST & 2ND SHIFT QUESTION PAPER PDF IN BENGALI
RRB NTPC 9TH JANUARY 2021 1ST & 2ND SHIFT QUESTION PAPER PDF IN BENGALI
1. UNESCO এর HQ কোথায়?
Answer : প্যারিস, ফ্রান্স
2. Dentist রা কোন Mirror Use করে?
Answer : Concave mirror
3. Nagaland : Kohima :: Manipur :____?
Answer : imphal
4. Ganga River Related Question
5. Icc World Cup 2019 Final Match কোন Field
এ খেলা হয়েছিলো?
Answer : Lords
6. Icc World Cup 2019 Venue?
Answer : England & Wales
7. 45th G7 Summit 2019 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Answer : ফ্রান্স
8. Twinkling of stars Because of???
Answer : Refraction
9. রাইবোজোম made of???
Answer : প্রোটিন ও RNA
Work : প্রোটিন সংশ্লেষণ করা
10. Ayushman Bharat কোন রাজ্য থেকে শুরু করা
হয়েছিল?
Answer : রাঁচি ,ঝাড়খন্ড
Launch Year : 2018
11. Modern Periodic Table থেকে একটা Question
12. IPL Related 1 Question
13. জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ Related
1 Question
14. সতীদাহ প্রথা রদ কে করেন?
Answer : উইলিয়াম বেন্টিঙ্ক
15. Youngest মহিলা সাংসদ কে?
Answer : চন্দ্রানী মুর্মু (Odisha)
16. Catalyst এর খোঁজ কে করেছিলেন?
Answer : Jon's Jacob Berzelius (1835)
17. Bhopal Gas tragedy কোন Gas Leak হয়েছিলো?
Answer : Methyl Isocyanate (2 Dec 1984)
18. ডায়নামো এর আবিষ্কারক কে?
Answer : মাইকেল ফ্যারাডে
19. Brain of Computer?
Answer : CPU
20. 5TH MARCH 2020 তে Public Transport
Free কোন দেশ?
Answer : Luxembourg
21. World Turtle Day কোন দিন পালন করা হয়?
Answer : 23rd May
22. CAB এর FULL FORM কি?
Answer : Citizenship Ammandment Bill
23. Covid 19 5T যোজনা কোন রাজ্যে শুরু করেছে??
Answer : Delhi
24. Life of pi বইটি রচয়িতা কে?
Answer : Yann Martel
25. Non Stick Kadai কোনটি দ্বারা তৈরী?
Answer : Teflon
26. Which gas Smell like rotten eggs???
Answer : H2S
27. Which number is the Current Loksabha?
Answer : 17th
28. কোন কোষের নিজস্ব DNA রয়েছে?
Answer : মাইটোকনড্রিয়া
29.ইরান এর Parliament এর
নাম কি?
Answer : Majlis
30. খরোষ্ঠী লিপি কে পাঠোদ্ধার করেন?
Answer : জেমস প্রিন্সেপ
31. Communication Protocal কোনটি সাথে
সম্পর্কিত?
Answer : TCP/IP
32. GSLV এর FULL FORM কি?
Answer : Geosynchronous Satellite Launch Vehicle
33. একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলি
হাড় থাকে?
Answer : 206
34. 2020 ATP Finals Winner কে?
Answer : Daniil Medvedev
35. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা
Launch : February 18, 2016
36. বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম এর জন্য যে
ব্যাংক একাউন্ট খোলা হয়েছে সেটার নাম কি?
Answer : সুকন্যা সমৃদ্ধি
37. Indian Giant Squirrel কোন রাজ্যের State
Animal?
Answer : মহারাষ্ট্র
38. লজ্জাবতী গাছের (Touch me Not) বৈজ্ঞানিক নাম কি?
Answer : Mimosa Pudica
39. OCR এর FULL FORM কি?
Answer : Optical character recognition
40. 1944 সালের কোনো একটা Act থেকে প্রশ্ন ছিল
41. VGA গ্রাফিক্স কোন কোম্পানি তৈরি করেছে?
Answer : IBM
VGA : Video Graphics Array
42. নিম্নোক্ত কোনটি OPEC এর
মেম্বার নয়?
Answer :all member :
Algeria, Angola, Congo, Equatorial Guinea, Gabon, Iran*, Iraq*, Kuwait*,
Libya, Nigeria, Saudi Arabia*, United Arab Emirates, Venezuela*
* Founding member
Total member : 13
Headquarters : Vienna, Austria
43. UNO এর Sectary General কে?
Answer : Antonio Guterres
44. এনোফিলিস মশার কামড়ে কোন রোগ হয়ে থাকে?
Answer : ম্যালেরিয়া
45. 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট
কে ছিলেন?
Answer : বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর
শাহ
46. Pulwama Attack 2019 কবে হয়েছিলো?
Answer : 14th Feb 2019
47. প্রণব মুখার্জি সর্বশেষ কোন পুরস্কার
পেয়েছিলেন?
Answer : ভারতরত্ন
48. শ্বেত বিপ্লব(White Revolution) প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল?
Answer : গুজরাট
49. Bhadra Wildlife sanctuary কোন রাজ্যে
অবস্থিত?
Answer : কর্ণাটক
50. Taj hotel Related Question
51. 1KB = _Byte
Answer : 1024
52. নিম্নোক্ত কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ,
যেটা আগে রাশিয়ার অংশ ছিল?
Answer : আলাস্কা
53. অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে একটি প্রশ্ন
54. লবণ সত্যাগ্রহ থেকে একটি প্রশ্ন
55. The God of Small Things এর রচয়িতা কে?
Answer : অরুন্ধতী রায়
56. Temple related questions
57. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
Answer : প্রতিভা পাটিল
58. প্রথম ভারতীয় মহিলা মহাকাশযাত্রী?
Answer : কল্পনা চাওলা
59. গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার
করেছিলেন কারণ কি?
Answer : 1922 সালে চৌরিচৌরা ঘটনার জন্য
60. ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম
কমান্ডার কে?
Answer : রাষ্ট্রপতি
61. 1973 সালে বাঘদের জন্য কোন Act তৈরি হয়েছিল?
Answer : Project Tiger
Project Tiger is a tiger conservation programme launched in
April 1973 by the Government of India during Prime Minister Indira Gandhi's
tenure.[1] Kailash Sankhala was the first director of Project Tiger
62. GDP থেকে একটা Question
63. ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা
নিম্নোক্ত কোন ঘটনার পর হয়েছিল?
Answer : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
64. Tashkant Treaty কাদের মধ্যে হয়েছিলো????
Answer : 10th January 1966 সালে ভারতীয়
প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব
খান এর মধ্যে হয়েছিলো
65. Rourkela power plant built with help of whom?
Answer : Germany
Very nice
ReplyDeleteThank you❤.
ReplyDelete