Header Ads

Header ADS

GENERAL SCIENCE MOCK TEST 1

1/10
একটি লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখা হয়,কেমন বর্ণ ধারণ করে ?estion here
(A) লাল রঙের
(B) সবুজ রঙের
(C) সাদা রঙের
(D) কালো রঙের
2/10
ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে (S.I) সম্পূরক (Supplementary) ইউনিটের সংখ্যা হল ?
A. 2
B. 3
C. 4
D. অনেক
3/10
Water gas কোনটির মিশ্রণ ?
A. কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন
B. কার্বন ডাই-অক্সাইড এবং হাইড্রোজেন
C. কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন
D. কার্বন ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন
4/10
হাইড্রোজেন ভরা একটি বেলন উচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় ফেটে যায় কারণ?
(A) বেলনের ভিতরে চাপ কম হয়
(B) বেলনের ভিতরে চাপ বেশি হয়ে যায়
(C) বেলনের উপরিভাগ গলে যায়
(D) এটি একটি প্রাকৃতিক ঘটনা
5/10
সৌর শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় ?
(A) ফিউশন
(B) ফিশন
(C) বিস্ফোরণ
(D) সংকোচন
6/10
সালোকসংশ্লেষ এর সময়ে সবুজ উদ্ভিদের পাতা দ্বারা শোষিত সৌর শক্তির শতকরা পরিমাণ কত ?
(A) 1
(B) 10
(C) 30
(D) 50
7/10
ভালকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয় একসাথে?
(A) রাবার এবং সালফার
(B) ক্ষীর এবং সালফার
(C) রাবার এবং ইস্পাত
(D) রাবার এবং সীসা
8/10
পৃথিবীতে একটি লোহার বলের ভর 12 কেজি। চাঁদে এর ভর কত হবে?
(A) 18 কেজি
(B) 9 কেজি
(C) 12 কেজি
(D) 2 কেজি
9/10
যখন তরল কে 20°C থেকে 60°C উত্তপ্ত করা হয় ,তখন এর ঘনত্ব ?
(A) একই থাকে
(B) বৃদ্ধি পায়
(C) হ্রাস পায়
(D) হারিয়ে যায়
10/10
সবচেয়ে কাছের দূরত্ব যেখানে একজন সাধারণ মানুষ কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়?
(A) 10 সেমি
(B) 50 সেমি
(C) 80 সেমি
(D) 25 সেমি
Result:

No comments

Theme images by belknap. Powered by Blogger.