Header Ads

Header ADS

WBP Constable Mains Exam 2022 GK Practice set 2 || KPSI Sergeant GK Practice set 2 || WBP Constable Most Important GK 2022 ||

 


1/25
অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) পুলিনবিহারী দাস
B) প্রমথনাথ মিত্র
C) স্বামী বিবেকানন্দ
D) বারীন্দ্রকুমার ঘোষ
2/25
কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন?
A) লর্ড লিটন
B) লর্ড ডালহৌসি
C) লর্ড কার্জন
D) লর্ড ওয়েলেসলি
3/25
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের (suffrage) উল্লেখ আছে?
A) ধারা 14
B) ধারা 17
C) ধারা 39
D) ধারা 326
4/25
সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনা সংযোজিত হয়েছে কোন বছর?
A) 1952
B) 1976
C) 1950
D) 1978
5/25
“এ ফেয়ারওয়েল টু আর্মস” বইটির লেখক কে?
A) টামাস হার্ডি
B) চার্লস ডিকেন্স
C) হাক্সলি
D) অর্নেস্ট হোমিংওয়ে
6/25
আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
A) 1920 খ্রিস্টাব্দে
B) 1930 খ্রিস্টাব্দে
C) 1942 খ্রিস্টাব্দে
D) 1935 খ্রিস্টাব্দে
7/25
দার্শনিকের উল কি?
A) MgO
B) ZnO
C) CuO
D) Al2O3
8/25
নীললোহিত কার ছদ্মনাম?
A) সুনীল গঙ্গোপাধ্যায়
B) শক্তি চট্টোপাধ্যায়
C) প্রমথ চৌধুরী
D) সমরেশ বসু
9/25
নিম্নলিখিতগুলির মধ্যে টেকচাঁদ ঠাকুরের উপন্যাস কোনটি?
A) হুতোম প্যাঁচার নকশা
B) আলালের ঘরের দুলাল
C) হুতুমের নকশা
D) কঙ্কাবতী
10/25
সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে?
A) আসাম
B) অরুণাচল প্রদেশ
C) মেঘালয়
D) সিকিম
11/25
মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? (WBCS PRELIMS 2002)
A) ল্যামার্ক
B) লিউয়েন হক
C) ডারউইন
D) হেরেল
12/25
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি?
A) কিরিটি রায়
B) ইন্দ্রনাথ রুদ্র
C) ব্যোমকেশ বক্সী
D) প্রদোষকুমার মিত্তির
13/25
"সম্পদের নিষ্কাশন" এর সমালোচনা করেন?
A) দাদাভাই নওরোজি
B) জি.কে. গোখলে
C) বদরুদ্দীন তায়েবজী
D) রমেশচন্দ্র দত্ত
14/25
নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন?
A) জাতীয় জরুরি অবস্থা
B) শাসনতান্ত্রিক জরুরি অবস্থা
C) আর্থিক জরুরি অবস্থা
D) উপরের সবকটি
15/25
প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন ?
A) নিম্বা রাম
B) লিয়েন্ডার পেজ
C) বিশ্বনাথ আনন্দ
D) কপিল দেব
16/25
অজন্তা গুহা কোথায় অবস্থিত?
A) উড়িষ্যা
B) কেরালা
C) অন্ধপ্রদেশ
D) মহারাষ্ট্র
17/25
শের শাহের পূর্বের নাম কি ছিল?
A) জুন খাঁ
B) সফরাজ খাঁ
C) ফরিদ খাঁ
D) কিজির খা
18/25
দেশপ্রিয় কাকে বলা হয় ?
A) গান্ধীজী
B) রামকৃষ্ণদেব
C) চিত্তরঞ্জন দাশ
D) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
19/25
ইয়েন (YEN) কোন দেশের মুদ্রা?
A) চীন
B) থাইল্যান্ড
C) উত্তর কোরিয়া
D) জাপান
20/25
ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন?
A) আলেকজান্ডার গ্রাহাম বেল
B) মাইকেল ফ্যারাডে
C) অ্যলেফ্রেড. বি. নোবেল
D) আলভা এডিসন
21/25
যীশু খ্রীষ্ট কে কবে ক্রুশবিদ্ধ করা হয়?
A) 4 BC
B) 4 AD
C) 20 AD
D) 33 AD
22/25
শোন নদীর উৎস হল?
A) যমুনোত্রী
B) অমরকন্টক
C) আরাবল্লী
D) হিমালয়
23/25
পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে সাথে সম্পর্কিত?
A) বিজ্ঞান ও টেকনোলজি
B) সাহিত্য ও সংবাদমাধ্যম
C) আন্তর্জাতিক বোঝাপড়া
D) পরিবেশ বিজ্ঞান
24/25
মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো?
A) 37° সেলসিয়াস
B) 40° ফারেনহাইট
C) 96° ফারেনহাইট
D) 38.1° ফারেনহাইট
25/25
পলিমার হল একটি যৌগ ?
A) উক্তিটি সত্য
B) উক্তিটি ভ্রান্ত
C) উক্তিটি আংশিকভাবে সত্য
D) উক্তিটি অবাস্তব
Result:

9 comments:

Theme images by belknap. Powered by Blogger.