Header Ads

Header ADS

WBP Constable Mains Exam 2022 GK Practice set 5 || WBP Constable Most Important GK 2022 ||

 


1/25
নিম্নের কোনটি রূপান্তরিত শিলা?
A) গ্রানাইট
B) মার্বেল
C)স্যান্ড স্টোন
D)ব্যাসল্ট
2/25
আরাবল্লী সর্বোচ্চ শিখর হচ্ছে?
A) মাউন্ট আবু
B) কলসুবাই
C) গুরুশিখর
D) দোদাবেতা
3/25
রাউরকেল্লা ইস্পাত কারখানা টি কোন নদীকূলে নির্মিত?
A) ভদ্রা নদী
B) ব্রাহ্মণী নদী
C) দামোদর নদ
D) ভীমা নদী
4/25
বিস্ত দোয়াব যে নদীর মধ্যে তা হল ?
A) বিপাশা ও ইরাবতী
B) বিয়াস ও শতদ্রু
C) বিপাশা ও চন্দ্রভাগা
D) বিপাশা ও ঝিলাম
5/25
ধুঁয়াধার জলপ্রপাত............. নদীর উপর
A) কাবেরী
B) কৃষ্ণা
C) পেন্নার
D) নর্মদা
6/25
সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছিল?
A) 1855
B)1818
C) 1857
D) 1885
7/25
কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিলেন ?
A) শেরশাহ
B) আকবর
C) আলাউদ্দিন খলজী
D) শিবাজী
8/25
ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা-কার্টা কি?
A) উডের ডেসপ্যাচ
B) লর্ড আহহার্স্টকে লেখা রামমোহনের চিঠি
C) 1813 সালের চার্টার আইন
D) স্যাডলার কমিশনের রিপোর্ট
9/25
আইহোল শিলালিপি কার সম্বন্ধে বর্ণনা করেছে?
A) হর্ষবর্ধন
B) দ্বিতীয় পুলকেশী
C) গৌতমীপুত্র সাতকর্ণী
D) চন্দ্রগুপ্ত দ্বিতীয়
10/25
সুন্নীদের কাছে কে “জিন্দা-পীর” ছিলেন?
A) নিজামুদ্দিন আউলিয়া
B)বাদায়ুনী
C) আওরঙ্গজেব
D) সেলিম চিস্তি
11/25
ভারতীয় সংবিধান রেসিডারি পাওয়ার ন্যস্ত করেছে ____?
A. রাজ্য গুলির উপর
B. কেন্দ্রীয় সরকারের উপর
C. রাজ্যগুলি এবং কেন্দ্রীয় সরকারের উপর যুগ্মভাবে
D. উপরোক্ত কোনটির উপর নয়
12/25
খাজুরাহো গ্রুপ অব Monuments (স্মৃতিসৌধ) একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট. এটি অবস্থিত-
A. মধ্যপ্রদেশ
B. উত্তর প্রদেশ
C. উত্তরাখণ্ড
D. ছত্তিশগড়
13/25
নিম্নলিখিত গুলির মধ্যে মৃণালিনী সারাভাই কোনটি সাথে সম্পর্কযুক্ত?
A. পট্টা চিত্রা
B. তাঞ্জোর পেইন্টিং
C. ভারতনাট্যম
D. মধুবনী পেইন্টিং
14/25
ইলেকট্রিক ডায়নামো কে আবিষ্কার করেছেন?
A) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
B) ভোল্টা
C) মাইকেল ফ্যারাডে
D) থমাস এডিশন
15/25
ভারতীয় সংবিধানের fundamental duties কোন দেশের সংবিধান থেকে নেওয়া?
A) UK
B) USA
C) USSR
D) AUSTRALIA
16/25
এগুলোর মধ্যে কোনটি রিখটার স্কেল এর ব্যাপারে মিথ্যা?
A) এটা 1935 সালে চার্লস রিখটার এবং গুটেনবার্গ আবিষ্কার করেছে
B) এটি একটি Logarithmic স্কেল
C) এটি সিসমোগ্রাফ দিয়ে মাপা হয়
D) রিখটার স্কেলের magnitude 8-9 হলে এটি একটি ছোট ভূমিকম্প ধরা হয়
17/25
জারণ প্রক্রিয়ায় কি ঘটে?
A) ইলেকট্রন গ্রহণ
B) ইলেকট্রন বর্জন
C) প্রোটন গ্রহণ
D) প্রোটন বর্জন
18/25
মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা কে?
A) বাচেন্দ্রি পাল
B) জুনকো তাবেই
C) অরুনিমা সিনহা
D) প্রেমলতা আগরওয়াল
19/25
Malgudi Days বইটির লেখক কে ?
A) শংকর নাগ
B) R. K. Lakshman
C) R. K. Narayan
D) গিরিশ কারনাড
20/25
কোনটি প্রচুর দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস?
A) প্রোপেন
B) মিথেন
C) ইথেন
D) বিউটেন
21/25
আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত?
A) আগ্রা
B) আজমের
C) আমেদাবাদ
D) মাউন্ট আবু
22/25
World Wildlife Day কোন দিন পালন করা হয়?
A) 3 মার্চ
B) 15 মার্চ
C) 23 মার্চ
D) 24 মার্চ
23/25
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন এর গুণফল হল স্থির. এটি হলো?
A. গেলুসাকের সূত্র
B. চার্লসের সূত্র
C. বয়েলের সূত্র
D. চাপের সূত্র
24/25
কোন ক্রীড়াবিদ “Mind Master: Winning Lessons from a Champion’s Life” - বইটি লিখেছেন?
A) অভিনব বিন্দ্রা
B) আঞ্জু ববি জর্জ
C) বিশ্বনাথন আনন্দ
D) জীব মিলখা সিং
25/25
নিম্নোক্ত কোন ব্যক্তি অস্কার পুরস্কার 2022 সালের সেরা অভিনেতার (Best Actor) পুরস্কার জিতেছেন?
A) অ্যান্ড্রু গারফিল্ড (Andrew Garfield)
B) উইল স্মিথ (Will Smith)
C) জাভিয়ের বারডেম (Javier Bardem)
D) বেনেডিক্ট কাম্বারব্যাচ (Benedict Cumberbatch)
Result:

No comments

Theme images by belknap. Powered by Blogger.