Header Ads

Header ADS

KP CONSTABLE 2023 GK MOCK TEST 07 IN BENGALI || KOLKATA POLICE CONSTABLE 2023 PRELIMS GK MOCK TEST 7 || KP CONSTABLE EXAM 2022 GK ||

KOLKATA POLICE CONSTABLE PRELIMS 2022 GK MOCK TEST 07


কলকাতা পুলিশ পরীক্ষায় হুবহু কমন 7000 GK : PDF


1/10
পারমানবিক বোমা হল _____.
A) বিভাজন বোমা
B) সংযোজন বোমা
C) নিউট্রন বোমা
D) হাইড্রোজেন বোমা
Explanation: পারমাণবিক বোমা মূলত পারমাণবিক বিভাজন বিক্রিয়ার নীতির উপর ভিত্তি করে তৈরি।
2/10
মহাকর্ষ সূত্রের প্রবক্তা কে?
A) গ্যালিলিও
B) নিউটন
C) কোপারনিকাস
D) কেপলার
Explanation: 1687 সালে স্যার আইজাক নিউটন মহাবিশ্বের যে কোন ‌দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে সমর্থিত হয়েছেন। একে সার্বজনীন অ্যাখ‍্যা দেওয়া হয়েছে। এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত।
3/10
নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের ভর বিক্রিয়কের থেকে ?
A) কম হয়
B) বেশি হয়
C) সমান হয়
D) উপরের যেকোন হতে পারে
4/10
সূর্যের প্রচন্ড শক্তির উৎস কি?
A) নিউক্লিয় বিয়োজন
B) নিউক্লিয় সংযোজন
C) নিউক্লিয় দহন
D) এখনো জানা যায়নি
Explanation: সূর্যের কেন্দ্র থেকে শুরু করে মোট ব্যাসার্ধের শতকরা 20-25 ভাগ পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তার নাম কোর বা কেন্দ্রভাগ। কেন্দ্রভাগে সূর্যের মোট শক্তির প্রায় পুরোটাই উৎপাদিত হয়। ব্যসার্ধ্যের 24 % এর মধ্যে পারমাণবিক সংযোজন (Nuclear fusion) বিক্রিয়ার মাধ্যমে সূর্যের মোট শক্তির শতকরা 99 ভাগ উৎপাদিত হয় ।
5/10
লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে কখন হালকা মনে করে?
A) যখন লিফট ত্বরণ সহ নিচে নামে
B) লিফট যখন ত্বরণসহ উপরে উঠে
C) যখন সমবেগে উপরে উঠে
D) যখন সমবেগে নিচে নামে
Explanation: একটি লিফট উপরের দিকে ত্বরান্বিত হলে একজন মানুষের ওজন বেশি হবে.
6/10
যে সমস্ত যৌগমূলক রাসায়নিক বিক্রিয়ার সময় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি কমায় বা বাড়ায়, অথচ নিজেরাই অংশগ্রহণ করে না তাদেরকে কি বলে?
A) উৎসেচক
B) হরমোন
C) অনুঘটক
D) বিকারক
7/10
অ্যামোনিয়া শুষ্ক করনের নিচের কোন যৌগটি ব্যবহৃত হয়?
A) ক্যালসিয়াম অক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
C) পটাশিয়াম হাইড্রোক্সাইড
D) সোডিয়াম হাইড্রোক্সাইড
8/10
অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
A) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
B) পটাশিয়াম ক্লোরেট
C) পটাশিয়াম পারক্লোরেট
D) কোনোটিই নয়
9/10
তিন ভরসংখ্যা হাইড্রোজেন কে কি বলে?
A) প্রোটিয়াম
B) ডয়টেরিয়াম
C) ভারী হাইড্রোজেন
D) ট্রিটিয়াম
Explanation: হাইড্রোজেনের ৩টি আইসোটোপ রয়েছে - ১. প্রোটিয়াম, ২. ডিউটেরিয়াম বা ডয়টেরিয়াম, ৩. ট্রিটিয়াম।
10/10
কোষের সমবিভাজনকে কি বিভাজন বলে?
A) অ্যামাইটোসিস
B) মাইটোসিস
C) মিয়াসিস
D) ফটোলইসিস
Explanation: মাইটোসিস যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় সমআকৃতির,সমগুণসম্পন্ন,সমানসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে ।
Result:

4 comments:

Theme images by belknap. Powered by Blogger.