Header Ads

Header ADS

General Science Top 50 Questions Part 5

General science part 5 for || WBCS || WBSI || RAILWAY GROUP D || WB POLICE CONSTABLES || WB FIRE OPERATOR || WBFS || WB POSTAL SERVICE ||ALP










1.রক্তের শ্রেণী বিভাগ করেন --বিজ্ঞানী কার্ল ল্যান স্টেইনের। 
২.পরিণত মানব দেহে অস্থি সংখ্যা --২০৬ টি.
৩.গ্লোমেরুরস দেখতে পাওয়া যায় -- বৃক্কে। 
৪.দেহের ভারসাম্য রক্ষা করে -- লঘু মস্তিস্ক। 
৫.মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় -- ইন্সুলিন এর অভাবে। 
৬.কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে পাওয়া যায় -- ভিটামিন A .
৭.রান্না করলে নষ্ট হয়ে যায় -- ভিটামিন C (অ্যাসকরবিক অ্যাসিড).
৮.মানুষের মুখের চোয়াল -- তৃতীয় শ্রেণীর লিভার। 
৯.ইলেকট্রন এর আধান -- -১.৬x ১০^-১৯ কুলম্ব। 
১০.নাইক্রম তার -- লোহা,নিকেল,ক্রোমিয়াম দিয়ে তৈরী। 
১১.আপেক্ষিক আদ্রতা মাপা হয় -- হাইগ্রোমিটার।   
১২.সোল্ডার নামক সংকর ধাতুটি হল -- টিন ও সীসার মিশ্রণ। 
১৩.  ১ নিউটন = ১০^৫ ডাইন। 
১৪.দার্শনিক উল বলা হয় -- ZnO (জিঙ্ক অক্সাইড )
১৫.ফিউজ তার যে সংকর ধাতু দিয়ে তৈরী -- টিন & লেড। 



১৬.গাড়ির হেডলাইট এ ব্যবহৃত হয় -- CONCAVE লেন্স 


১৭."সরল পেরিস্কোপে" আলোর কোন নীতি মেনে চলে -- প্রতিফলন। 
১৭.কুকুর ,বিড়াল রাতের অন্ধকারে ভালো দেখতে কারণ -- চোখে রড কোষের সংখ্যা বেশি থাকে বলে। 
১৮.নিউট্রনের আবিস্কারক -- চাডউইক। 
১৯.হীরে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে -- উচ্চ প্রতিসরাঙ্কের জন্য। 
বক্সাইট হল -- অ্যালুমিনিয়াম এর আকরিক।
২০.তরল পারদ বাস্পে পরিণত হয় -- ৩৫৭ডিগ্রী সেলসিয়াস। 
২১.প্রেসার কুকারে খাবার তাড়াতাড়ি রান্না হয় কারণ -- জলের ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 
২২.বিদ্যুতের পরিমাপের একক -- কুলম্ব। 
২৩.জিপসাম এর রাসায়নিক সংকেত -- CaSO4,2h2o
24.শব্দ সবচেয়ে দ্রুত গতিতে যায় -- স্টিল। 
২৫.তেজস্ক্রিয়তার আবিষ্কার ক হলো -- হেনরি বেকরেল। 
২৬.আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কিসের ব্যবহার সবচেয়ে বেশি -- অপটিক্যাল ফাইবার। 
২৭.যান্ত্রিক শক্তি কে তড়িৎশক্তি তে রূপান্তরিত করে -- ডায়নামো। 
২৮.দুটি আলাদা বরফের টুকরো একসঙ্গে চেপে ধরলে দুটো মিলে এক হয়ে যায় কারণ -- বরফের গলনাঙ্ক কমে যায়.
২৯.পাহাড়ের উপরে রান্না করা কঠিন কারণ -- বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে।
৩০.কাপড় কাচার সোডার  রাসায়নিক নাম -- সোডিয়াম কার্বোনেট। 





৩১.রান্নার সিলিন্ডারে যে গ্যাস থাকে -- বুটেন ও প্রোপেন। 
৩২.ক্যান্সার সৃষ্টি করি জীন কে বলা হয় -- অঙ্কজিন 
৩৩.উদ্ভিদের প্রধান সালোকসংশ্লেষীয় অঙ্গের নাম --পাতা। 
৩৪.কোন মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় -- ম্যাগনেসিয়াম। 
৩৫.প্রোটিনের হাইড্রোলিসিস এর ফলে উৎপন্ন হয় -- Amaino Acid.
36.ক্রেবস চক্র সংঘটিত হয় --মাইটোকন্ড্রিয়ায়। 
৩৭.কোন ভিটামিন মূত্রের সাথে নির্গত হয় -- ভিটামিন c .
৩৮.এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট যার দ্বারা বাহিত হয় -- জীন  
৩৯.গাড়ির বেটারী তে থাকে -- সালফিউরিক অ্যাসিড। 
৪০.পাখি সংক্রান্ত বিদ্যা কে বলা হয় -- অর্নিথোলজি। 





৪১.সবচেয়ে দুর্বল ফোর্স হল -- গ্রাভিটেশনাল ফোর্স। 
৪২.সমুদ্রের জল নীল দেখায় কারণ সমুদ্রপৃষ্ঠে সূর্যের আলোর -- বিক্ষেপণ (Scattering ) ঘটে। 
৪৩.একটি বল মাটিতে পরে লাফিয়ে উঠে।  ইহা -- নিউটনের  তৃতীয় গতিসূত্র। 
৪৪.চাপের S.I  একক -- পাস্কাল। 
৪৫.স্ফিগমোনোমিটার যন্ত্রের সাহায্যে -- রক্তচাপ মাপা হয়।
৪৬.MRI এর পুরো নাম হল -- ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। 
৪৭.কোন একক এর সাহায্যে লেন্স এর ক্ষমতা মাপা হয় -- ডায়পটার। 
৪৮.টেলিভিশন আবিষ্কার করেন -- জন লেগি বেয়ার্ড। 
৪৯.লাফিং গ্যাসের রাসায়নিক নাম -- নাইট্রাস অক্সাইড। 
৫০.কোন প্রাণী অতিবেগুনি রশ্মি দেখতে পে -- মৌমাছি।  




1 comment:

Theme images by belknap. Powered by Blogger.