Header Ads

Header ADS

500 Current Affairs in Bengali Part 7 ( Awards and Honors 2017-18)

500 Current Affairs Part 7

Awards and Honors 2017-18






রাজীব গান্ধী ন্যাশনাল সদভাবনা অ্যাওয়ার্ড :-- গোপালকৃষ্ণ গান্ধী। 

আউটস্টান্ডিং পার্লিয়ামেন্টারিয়ান অ্যাওয়ার্ড -- ভারতরুহারী মাহতাব

ওয়ার্ল্ড হেলথ অর্গানিজশন (WHO ) ওয়ার্ল্ড নো টোবাকো ডে ২০১৭ অ্যাওয়ার্ড -- SK .অরোরা।

দা গেম চেঞ্জর অফ দা ইয়ার -- ইন্দ্রা নুয়ী। 

Shalaka সন্মান , Highest Honor of Hindi Sahitya Academy -- জাভেদ আকতার। 

The Hindu Playwright Award 2018 -- Annie Zaide.

AIFF Award Winner : player of the year :-- সুনীল ছেত্রী।

AIFF Award Winner : women player of the year :-- কামালা দেবী। 

রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ২০১৮ :- ভারত ভাটোয়ানী ও সোনাম ওয়াংচুক  ( ভারত থেকে  )

মোহন বাগান "রত্ন " the highest honor of Mohan Bagan club " -- প্রদীপ চৌধুরী। 

"British Indian of the Year" -- ৮ বছরের ভারতীয় বংশউদ্ভোত স্কুলবয় "ঈশ্বর শর্মা "

GOLDEN MAN BOOKER PRIZE WINNER -- MICHAEL ONDAATJE .

দা ন্যাশনাল কালিদাস সন্মান -- এলা মেনন। 

ICC CRICKET HALL OF FAME 2018 -- রাহুল দ্রাবিড়। 

'SANTOKBAA Humanitarian অ্যাওয়ার্ড '-- কৈলাশ সত্যার্থী। 

IIFA অ্যাওয়ার্ড ফর অউটস্টান্ডিং অ্যাচিভমেন্ট honour ইন ইন্ডিয়ান সিনেমা -- অনুপম খের

The Pulitzer prize in music for his album "Damn" -- Kendrick Lamer .

Japan's Prestigious "Nikkei Asia Prize" -- বিন্দেশ্বর পাঠক। 

ফেমিনা মিস ২০১৮ -- anukreethy vas .

"The Chief Minister of the Year" award -- Vasundhara Raje .

সরস্বতী সন্মান ২০১৭ -- সিতাংশু যশচন্দ্র।

পিসি চন্দ্র পুরস্কার -- আশা ভোসলে।

Annual women economic forum ২০১৮ অ্যাওয়ার্ড -- নিশা ভাল্লা। 

স্বরা মুরলি অ্যাওয়ার্ড -- লতা মঙ্গেশকর। 

DRDO লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৭ -- VK .সারস্বত। 

শ্রী জয়দেব রাষ্ট্রীয় যুবা প্রতিভা পুরস্কার ২০১৮  -- অনিন্দিতা আনাম।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন দা অ্যানুয়াল "রেডলিংক" অ্যাওয়ার্ড -- মার্ক তুললি।

The Palme d'or. kore-eda award -- japanese director Hirokazu Kore-eda.

Prestigious T.K.Ramanathan award -- প্রাজ্ঞেস গুননেস্বরণ।

ইউরোপিয়ান গোল্ডেন shoes  ফর ৫ টাইমস -- লিওনেল মেসি।

Man Booker International prize for her novel "Flights' -- ওলগা টোকারসিজুক।

নারী শক্তি পুরস্কার ২০১৭ -- INSV তারিণী টীম , নিউ দিল্লী।

পদ্ম ভূষণ অ্যাওয়ার্ড  ২০১৮-- মাহেন্দ্র সিং ধোনি।

দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ --  অনুষ্কা শর্মা

 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০১৮ -- বিনোদ খান্না।

রাজ্ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ -- ধর্মেন্দ্র।

৬৫তম  জাতীয় চলচিত্র পুরস্কার BEST  ACTOR -- ঋদ্ধি সেন। (নগর কীর্তন সিনেমার জন্য )

 ৬৫তম  জাতীয় চলচিত্র পুরস্কার BEST  ACTRESS -- শ্রীদেবী (MOM )

৬৫তম  জাতীয় চলচিত্র পুরস্কার BEST FILM -- ভিলেজ রকস্টার (অসমীয়া )

৬৫তম  জাতীয় চলচিত্র পুরস্কার BEST DIRECTOR -- জয়রাজ (ভ্যানকম )

THE ABEL PRIZE  ২০১৮ -- রবার্ট ল্যাংল্যান্ডস।

সাহিত্য একাডেমি ভাষা সন্মান অ্যাওয়ার্ড -- শেষ আনন্দ মধুকর।

Yash Chopra মেমোরিয়াল অ্যাওয়ার্ড -- আশা ভোসলে।

 অস্কার অ্যাওয়ার্ড ২০১৭-১৮ 

BEST ACTOR -- GARY OLDMAN

BEST SUPPORTING  ACTOR -- SAM ROCKWELL 

BEST  ACTRESS  -- FRANCES McDORMAND

BEST SUPPORTING ACTRESS -- ALLISON JANNEY .

BEST DIRECTOR -- GUILLERMO DEL TORO .

BEST FILM-- THE SHAPE OF WATER  

4 comments:

Theme images by belknap. Powered by Blogger.