Header Ads

Header ADS

WBPSC FOOD SI GK CLASS 1

WBPSC FOOD SI GK CLASS 1






1)পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?
=ক্রান্তীয় মৌসুমী। 

2.কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় ?
= বিকিরণ।

3.বৃহৎ স্নানাগার টি কোথায় পাওয়া গেছে?
= মহেঞ্জোদারো। 

4.সেনা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ?
=ভারতের রাষ্ট্রপতি।

5.কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
=মতিলাল নেহেরু।

6.লাখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
=গোমতী 

৭.বন বিহার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
=মধ্যপ্রদেশ।

৮.ইরানের সংসদের নাম কি ?
=মজলিশ

৯.তুরস্কের মুদ্রার নাম কি ?
=লিরা।

১০."হিকাত" কোন রাজ্যের নৃত্য ?
=জম্মু ও কাশ্মীর।

১১.ভেনেজুয়েলার রাজধানীর নাম কি ?
=ক্যারাকাস।

১৩.পশ্চিমবঙ্গে মহিলা শিক্ষিতের হার সবচেয়ে কম কোন জেলায় ?
= পুরুলিয়া।

১৪.ভারতের আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের আয়তন ?
=২.৭৭%

১৫.সংসদের অধিবেশনের বসার সময়ের বর্ণনা কোন ধারায় বলা হয়েছে ?
=ধারা ৮৩.

১৬.কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই ?
= বুধ ও শুক্র।

১৭..ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা 
প্রকাশ করা হয়েছে -- 40 নং ধারায়


১৮.দাম কি ? -- শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা।

১৯.NATO প্রধান কার্যালয় --ব্রাসেলস। 

২০.সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল --পাঞ্জাব  হরিয়ানা

২১.কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় -1856 

২২.কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত --ঝিলাম নদী। 

২৩.ছত্তিশগড় এর বর্তমান গভর্নর কে ?
=আনন্দিবেন প্যাটেল।

24.গাড়ির হেডলাইট এ কোন লেন্স ব্যবহৃত হয়  =CONCAVE লেন্স

25.হীরে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেনো ?
=উচ্চ প্রতিসরাঙ্কের জন্য।

26.প্রোটিনের হাইড্রোলিসিস এর ফলে কি উৎপন্ন হয় ? =Amaino Acid.

27.চাপের S.I একক কি?
=পাস্কাল।

28.মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে?
=ইন্সুলিন এর অভাবে।

29. পদার্থের চতুর্থ অবস্থার নাম কি ?
=plasma .

30. ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কোন আন্দোলন হয়েছিলো???
=স্বদেশী আন্দোলন। (১৯০৫)

৩১.স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ?
=সরোজিনী নাইডু।

৩২.কোন মুঘল সম্রাট "আলমগীর" উপাধি ধারন করে ?
=ঔরঙ্গজেব।

৩৩.রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ২০১৮ দুজন ভারতীয় কে ?
ভারত ভাটোয়ানী সোনাম ওয়াংচুক

৩৪.পিসি চন্দ্র পুরস্কার ২০১৮ কে পেয়েছেন ?
= আসা ভোসলে। 

৩৫.দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ কে পেয়েছেন ?
=অনুষ্কা শর্মা। 

৩৬.ভারত ও চীনের আন্তর্জাতিক সীমারেখার নাম কি ?
= ম্যাকমোহন লাইন। 

৩৭.THE ABEL PRIZE  ২০১৮ কে পেয়েছেন ?
রবার্ট ল্যাংল্যান্ডস। 

৩৮.VIVO এর Brand ambassador কে ?
= আমির খান।

৩৯.কমনওয়েলথ গেম ২০১৮ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
=গোল্ড কোস্ট ,কুইন্সল্যান্ড ,অস্ট্রেলিয়া।

৪০.প্রণয় কুমার কোন খেলার সাথে সম্পর্কিত ?
= ব্যাডমিন্টন। (কমনওয়েলথ গেম ২০১৮ তে সোনা বিজয়ী , মিক্স ডাবল ক্যাটাগরি )

৪১.কোন ভারতীয় ফিল্ম ৯১তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার অ্যাওয়ার্ড ) জন্য ভারত থেকে
 নামাঙ্কিত হয়েছে ?
= ভিলেজে রকস্টার (অসমীয়া ফিল্ম, director - রিমা দাস )

৪২.BRICS সামিট ২০১৮ কোথায় সংঘটিত হয়েছে ?
= জোহানেসবার্গ ,দক্ষিণ আফ্রিকা।

৪৩.ভারতের সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (CBI ) DIRECTOR কে নিযুক্ত হয়েছেন ?
=Mr.আলোক কুমার বর্মা।

৪৪.প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে শুরু হয়েছিল ?
= ২৫শে ডিসেম্বর ,২০০০

৪৫.স্বর্ণ বিপ্লব (GOLDEN REVOLUTION ) কোন দ্রব্যের সাথে সম্পর্কিত /
=Horticulture ,Honey ,Fruit প্রোডাকশন।

৪৬.ভারতীয় ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে ?
= কেশব চন্দ্র সেন।

৪৭.জাকির হোসেন কোন বাদ্য যন্ত্রের সাথে সম্পর্কিত ?
=তবলা।

৪৮.বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
=ব্যারোমিটার।

৪৯.আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি ?
=ভ্যাটিকান সিটি।

৫০.স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
= ভিটামিন C .


4000 Plus GK CRASH COURSE :- (paid )
Video link- https://www.youtube.com/watch?v=c97ywXYd0EY
4000+ gk crash  course  buy link - https://imojo.in/4000GKhttps://imojo.in/4000GK

এই পিডিএফ ফাইল এ আপনারা যা যা পাবেন :-
১)ভারতের ইতিহাস (+NATIONAL MOVEMENT )
২)ভারতের ভূগোল
3)পশ্চিমবঙ্গের ভূগোল (HAND WRITTEN )
৪)ভারতের সংবিধান (+HAND WRITTEN )
৫)ইন্ডিয়ান ECONOMICS
৬.)কারেন্ট AFFAIRS (৫০০)
৭.)ন্যাশনাল পার্ক
৮)লেক ইন INDIA
৯)1ST IN INDIA
10)IMPORTANT SCIENTIFIC INSTRUMENT
11)COUNTRY & CAPITAL
12)STATE & FOLK DANCE
13)COUNTRY & CURRENCY
14)COUNTRY & PARLIAMENT



1 comment:

Theme images by belknap. Powered by Blogger.