Header Ads

Header ADS

INDIAN HISTORY ONE LINER IN BENGALI PART 1 WBPSC WBCS/CLERKSHIP /FOOD SI /RPF EXAMS

BENGALI GK ONE LINER PART 1


1. হর্ষচরিত কার রচনা? 
= বানভট্ট

2. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল 
=কর্ণসুবর্ণ

3. লোদী বংশের শেষ সুলতান কে? 
=ইব্রাহিম লোদী

4. আইন ই আকবরী কে রচনা করেন? 
=আবুল ফজল

5. মনসবদারি প্রথা কে প্রচলন করেন? 
=আকবর

6. কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে আসেন? 
=জাহাঙ্গীর

7. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 
=1764

8. সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 
=1782 খ্রিস্টাব্দে

9. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 
=লর্ড ক্যানিং

10. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 
=স্বামী দয়ানন্দ সরস্বতী

11. কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
=1911 খ্রিস্টাব্দে

12. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
= রাজেন্দ্র প্রসাদ

13. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেন কে ?
=লর্ড লিটন(1878)

14. প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কে জয়ী হয়েছিল?
= পৃথিবী রাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ি মধ্যে হয়েছিল এবং পৃথিবী রাজ চৌহান জয় হয়েছিল.

15. লাখ বক্স বলা হতো কাকে? 
=কুতুবউদ্দিন আইবক

16. সুলতান রাজিয়া নিহত হন কবে? 
=1240 খ্রিস্টাব্দে

17. হুমায়ুননামা রচয়িতা কে? 
=গুলবদন বেগম

18. মাদ্রাজ সন্ধির অবসান ঘটেছিল কোন যুদ্ধের মাধ্যমে? 
=প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ

19. দ্বীন-ই-ইলাহী ভিত্তি ছিল কি? 
=সুলাহে কুল

20. উডের ডেসপ্যাচ তৈরি হয় কবে ?
=1854 খ্রিস্টাব্দে

21. ভারতের প্রথম ভাইসরয় কে?
= লর্ড ক্যানিং

22. পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে ?
=গান্ধী এবং ডঃ আম্বেদকরের মধ্যে

23. গণপরিষদের সভাপতি ছিলেন কে ?
=রাজেন্দ্র প্রসাদ

24. অর্থশাস্ত্র এর রচয়িতা কে ?
=কৌটিল্য

25. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
= হর্ষাঙ্ক বংশের।

26. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
= গোপাল

27. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে?
=712 সালে। 
28. মোগল যুগে ভারতের পশ্চিম উপকূলের একটি বন্দরের নাম লেখ ?
=সুরাট

29. বেসিনের সন্ধি  1802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
= ইংরেজ ও মারাঠা মধ্যে। 

30. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ?
=হাজী শরীয়তউল্লাহ

31. কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়?
= রাজা রামমোহন রায়

32. মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
 =1906 খ্রিস্টাব্দে

33. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ? 
= উপরাষ্ট্রপতি

34.স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়?
= 1952 সালে

35. ভারত সভা প্রতিষ্ঠা করেন কে ?
=স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

36. দিল্লির প্রথম সুলতান এর নাম লেখ যিনি সৈন্যদের "ইকতার" পরিবর্তে টাকা প্রদানের প্রথা চালু করেছিলেন ?
= আলাউদ্দিন খলজী

37. দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে ?
=কুতুবউদ্দিন আইবক

38.পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
=1526 সালে (বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে )

39. পঞ্চম শিখ গুরুর নাম কি ছিল ?
=গুরু অর্জুন

40. মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলা রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে ?
=মীর কাসিম

41. পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে 
=১৭৫৭ সালে

42. নীলদর্পণ রচনা করেন কে ?
=দীনবন্ধু মিত্র

42.ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে ?
=1876 সালে

43. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে ?
=উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

44. কলকাতার মাদ্রাসা কলেজ প্রতিষ্ঠিত হয় কবে ?
=১৭৮০ সালে

45. ভারতীয় সংবিধান রচনার খসড়া প্রস্তুত কমিটির প্রধান ছিলেন কে ?
=ডঃ বি আর আম্বেদকর

46. মেহেরগড় কোথায় অবস্থিত ?
=বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে

47. ভারতকে "নৃতত্বের জাদুঘর" কে বলেছিলেন ?
=ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ

48. কোন গুপ্ত সম্রাট শকারি উপাধি গ্রহণ করেন ?
=গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত

49. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?
=গৌতমীপুত্র সাতকর্ণী


50. একজন সুফি সন্তের নাম লেখ ?
=নিজামুদ্দিন আউলিয়া

No comments

Theme images by belknap. Powered by Blogger.