Indian History One Liner Class 2 WBCS / FOOD SI / RPF
BENGALI GK ONE LINER PART 2
51. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা নাম কি ?
=সুলতান গিয়াসউদ্দিন তুঘলক।
52.কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার প্রদান করেন ?
=মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম।
53.নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
=কেশব চন্দ্র সেন।
54. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
= 1911 সালে।
55.তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কবে ?
=1192 খ্রিস্টাব্দ।
56. আকবর ও ওরঙ্গজেব এ শাসনকালে মোগল সাম্রাজ্যে পরগনা সংখ্যা ছিল কতগুলি ?
=14 টি এবং ২০ টি
57.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে ?
= 1885 খ্রিস্টাব্দ।
58.মহাত্মা গান্ধীর ডাকে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় আন্দোলন হলো কোনটি ?
=ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২)
59.স্বদেশী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল কি ?
=1905 সালের বঙ্গভঙ্গ প্রতিরোধ করা।
60. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে ?
=1945 খ্রিস্টাব্দে।
61.চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন ?
=মাস্টারদা সূর্য সেন।
62.সর্বভারতীয় কৃষকসভার একজন নেতার নাম কর ?
=স্বামী সহজানন্দ সরস্বতী
63. হরিপুরা কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন ?
=সুভাষচন্দ্র বসু।
64. লর্ড মাউন্টব্যাটেন এরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
=চক্রবর্তী রাজাগোপালাচারী
65.নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয় ?
=1936 খ্রিস্টাব্দে
66. লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় ?
=1940 খ্রিস্টাব্দের 23 শে মার্চ |
67.কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন ?
=কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র চৌধুরী রহমত আলী|
68. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দল কার নেতৃত্বে গঠিত হয় ?
=মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে
69.স্বাধীনতার প্রাক্কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
=আচার্য জে বি কৃপালিনী
70. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
=1942 সালের 9 আগস্ট
71. গান্ধী বুড়ি নামে কে পরিচিত ?
=মাতঙ্গিনী হাজরা
72. ভারতছাড়ো প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
=হরিজন’ পত্রিকাতে
73.শের ই বাঙ্গাল নামে কে পরিচিত ?
=ফজলুল হক
74.সিমলা বৈঠক কবে আহুত হয় ?
=1945 সালের 25 জুন
75.ভারতের শেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন ?
=লর্ড মাউন্টব্যাটেন
76.ক্যাবিনেট মিশনের সদস্যের নাম লেখ ?
=প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার
77.কাকে লৌহ মানব বলা হয় ?
=সরদার বল্লভ ভাই প্যাটেল
78.কাকে ভারতের বিসমাক বলা হয় ?
=সরদার বল্লভ ভাই প্যাটেল
79." ইন্ডিয়া উইনস ফ্রিডম" গ্রন্থটি কার লেখা ?
=মৌলানা আবুল কালাম আজাদ
80. পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
=1932 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর
81. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
=ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড
82. ওয়াভেল পরিকল্পনা কবে পেশ করা হয় ?
=1945 খ্রিস্টাব্দে 14 জুন
83. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সঙ্গে যুক্ত দুজন মহিলা বিপ্লবীর নাম লেখ ?
=প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত
84. 1930সালে কারা রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?
=বিনয় বসু , বাদল গুপ্ত , দীনেশ গুপ্ত
85.তেলেঙ্গানা বিদ্রোহ কবে শুরু হয় ?
=1945-46 সালে
86.লাহোর ষড়যন্ত্র মামলার অভিযুক্ত দুজন বিপ্লবীর নাম লেখ ?
=ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত
87.নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
=লালা লাজপত রায়
88. ভারত শাসন আইন কবে পাস হয় ?
=1935 সালে
89. ভারতছাড়ো আন্দোলনের দুজন নেত্রীর নাম লেখ ?
=অরুনা আশরাফ ও সুচেতা কৃপালিনী
90.কবে কার নেতৃত্বে তেভাগা আন্দোলন সংগঠিত হয় ?
=1946 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির পরিচালিত বঙ্গীয় প্রাদেশিক সভার নেতৃত্বে তেভাগা আন্দোলন সংঘটিত হয়
90.দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ?
=স্যার সৈয়দ আহমেদ খান
91.ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
=1919 সালে
92. বিশ্বযুদ্ধ কবে শুরু ও কবে শেষ হয়েছিল ?
=1914-18
93 রাওলাট আইন কবে পাস হয় ?
=1919 সালে 18 মাচ
95. স্বরাজ্য দলের দুজন নেতার নাম কর ?
=চিত্তরঞ্জন দাস , মতিলাল নেহেরু
96. কবে মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার কার্যকর হয় ?
=1919 সালের ডিসেম্বর মাসে
97.দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় ?
=1931 সালে সেপ্টেম্বর মাসে
98.প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে কোন সংস্থা প্রতিষ্ঠা হয় ?
=লীগ অব নেশনস
99. কবে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
=1931 সালে 5 মার্চ
100.সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ?
=খান আব্দুল গফফার খান
WBCS , WB FOOD SUPPLY , RPF

DEDCD30FBF
ReplyDeleteTakipçi Satın Al
M3u Listesi
Coin Kazanma
Eti Mutlu Kutu Kodları
Brawl Stars Elmas Kodu
212DF4113C
ReplyDeleteGörüntülü Seks
Whatsapp Şov
Whatsapp Ücretli Şov
02628C0263
ReplyDeleteTakipçi Satın Al
En Çok İzlenen Filmler
Google Adres Ekleme