Header Ads

Header ADS

Indian History One Liner Class 2 WBCS / FOOD SI / RPF

BENGALI GK ONE LINER PART 2






51. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা নাম কি ?
=সুলতান গিয়াসউদ্দিন তুঘলক। 

52.কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার প্রদান করেন ?
=মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 

53.নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
=কেশব চন্দ্র সেন। 

54. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
= 1911 সালে। 

55.তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কবে ?
=1192 খ্রিস্টাব্দ। 

56. আকবর ওরঙ্গজেব শাসনকালে মোগল সাম্রাজ্যে পরগনা সংখ্যা ছিল কতগুলি ?
=14 টি এবং ২০ টি

57.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে ?
= 1885 খ্রিস্টাব্দ। 

58.মহাত্মা গান্ধীর ডাকে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় আন্দোলন হলো কোনটি ?
=ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২)

59.স্বদেশী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল কি ?
=1905 সালের বঙ্গভঙ্গ প্রতিরোধ করা। 

60. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে ?
=1945 খ্রিস্টাব্দে। 

61.চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন ?
=মাস্টারদা সূর্য সেন। 

62.সর্বভারতীয় কৃষকসভার একজন নেতার নাম কর ?
=স্বামী সহজানন্দ সরস্বতী

63. হরিপুরা কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন ?
=সুভাষচন্দ্র বসু। 

64. লর্ড মাউন্টব্যাটেন এরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
=চক্রবর্তী রাজাগোপালাচারী

65.নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয় ?
=1936 খ্রিস্টাব্দে 

66. লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় ?
=1940 খ্রিস্টাব্দের 23 শে মার্চ |



67.কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন ?
=কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র চৌধুরী রহমত আলী|

68. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দল কার নেতৃত্বে গঠিত হয় ?
=মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে

69.স্বাধীনতার প্রাক্কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
=আচার্য জে বি কৃপালিনী

70. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
=1942 সালের 9 আগস্ট

71. গান্ধী বুড়ি নামে কে পরিচিত ?
=মাতঙ্গিনী হাজরা

72. ভারতছাড়ো প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
=হরিজন পত্রিকাতে

73.শের বাঙ্গাল নামে কে পরিচিত ?
=ফজলুল হক

74.সিমলা বৈঠক কবে আহুত হয়
=1945 সালের 25 জুন

75.ভারতের শেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন ?
=লর্ড মাউন্টব্যাটেন

76.ক্যাবিনেট মিশনের সদস্যের নাম লেখ ?
=প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপসএভি আলেকজান্ডার

77.কাকে লৌহ মানব বলা হয় ?
=সরদার বল্লভ ভাই প্যাটেল

78.কাকে ভারতের বিসমাক বলা হয় ?
=সরদার বল্লভ ভাই প্যাটেল

79." ইন্ডিয়া উইনস ফ্রিডম" গ্রন্থটি কার লেখা ?
=মৌলানা আবুল কালাম আজাদ

80. পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
=1932 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর

81. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
=ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড

82. ওয়াভেল পরিকল্পনা কবে পেশ করা হয় ?
=1945 খ্রিস্টাব্দে 14 জুন

83. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সঙ্গে যুক্ত দুজন মহিলা বিপ্লবীর নাম লেখ ?
=প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত

84. 1930সালে কারা রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?
=বিনয় বসু , বাদল গুপ্ত , দীনেশ গুপ্ত

85.তেলেঙ্গানা বিদ্রোহ কবে শুরু হয় ?
=1945-46 সালে



86.লাহোর ষড়যন্ত্র মামলার অভিযুক্ত দুজন বিপ্লবীর নাম লেখ ?
=ভগৎ সিং বটুকেশ্বর দত্ত

87.নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
=লালা লাজপত রায়

88. ভারত শাসন আইন কবে পাস হয় ?
=1935 সালে

89. ভারতছাড়ো আন্দোলনের দুজন নেত্রীর নাম লেখ ?
=অরুনা আশরাফ সুচেতা কৃপালিনী

90.কবে কার নেতৃত্বে তেভাগা আন্দোলন সংগঠিত হয় ?
=1946 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির পরিচালিত বঙ্গীয় প্রাদেশিক সভার নেতৃত্বে তেভাগা আন্দোলন সংঘটিত হয়

90.দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ?
=স্যার সৈয়দ আহমেদ খান

91.ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
=1919 সালে

92. বিশ্বযুদ্ধ কবে শুরু কবে শেষ হয়েছিল ?
=1914-18

93 রাওলাট আইন কবে পাস হয় ?
=1919 সালে 18 মাচ

95. স্বরাজ্য দলের দুজন নেতার নাম কর ?
=চিত্তরঞ্জন দাস , মতিলাল নেহেরু

96. কবে মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার কার্যকর হয় ?
=1919 সালের ডিসেম্বর মাসে

97.দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় ?
=1931 সালে সেপ্টেম্বর মাসে

98.প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে কোন সংস্থা প্রতিষ্ঠা হয় ?
=লীগ অব নেশনস

99. কবে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
=1931 সালে 5 মার্চ

100.সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ?
=খান আব্দুল গফফার খান

History One Liner Class 01 Link:- https://bit.ly/2BY66v7

WBCS , WB FOOD SUPPLY , RPF


No comments

Theme images by belknap. Powered by Blogger.