Header Ads

Header ADS

General science one liner Class 01 l WBCS I FOOD SI I RPF

জীবন বিজ্ঞান





1.এটিপির পুরো নাম কি ?
=অ্যাডিনোসিন ট্রাই ফসফেট

2.ফটোসিন্থেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
=বিজ্ঞানী বার্নেশ

3.সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয় ?
=শ্বেতসার বা স্টার্চ

৪.সালোকসংশ্লেষ কি ধরনের প্রক্রিয়া ?
=উপচিতি বিপাক

৫.সালোকসংশ্লেষ কোথায় ঘটে ?
=পাতার মেসোফিল কলায়

৬.গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
=ক্লোরোপ্লাস্টে

৭.কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?
=ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা

৮.কোন ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারেনা ?
=পরজীবী ,স্বর্ণলতা উদ্ভিদ ,ছত্রাক।

৯.সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয় ?
=ভোর বেলায়

১০.সালোকসংশ্লেষে কি কি উপাদান ব্যবহৃত হয় ?
=কার্বন-ডাই-অক্সাইড ও জল

১১.উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত  করে ?
=সালোকসংশ্লেষ

১২.সোয়ান কোষ দেখতে পাওয়া যায় কোথায় ?
=অ্যাক্সেনে।

১৩.সালোকসংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অনু অক্সিজেনের উৎস কোনটি ?
=কার্বন ডাই অক্সাইড

১৪.ক্লোরোফিল এর বর্তমান ধাতব ও মৌলটি কোনটি ?
=ম্যাগনেসিয়াম

১৫.সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয় ?
=ক্লোরোপ্লাস্টের গ্রানায়।


১৬.রাত্রিবেলা উদ্ভিদের শ্বেতসার কোথা থেকে প্রস্তুত হয় ?
=গ্লুকোজ থেকে

১৭.এনার্জি কারেন্সি কাকে বলে ?
=এটিপি

১৮. 1 গ্রাম অণু গ্লুকোজ এর সম্পূর্ণ জারনে উৎপন্ন শক্তির পরিমাণ কত ?
=686 কিলোক্যালরি

১৯.অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া উদাহরণ কি ?
=শ্বসন

২০.ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?
=আরশোলা

২১.প্রোটিনের গঠনগত একক কি ?
=অ্যামিনো এসিড

২২.ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ?
=রিকেট

২৩.আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থি টির নাম কি ?
=যকৃত

২৪.কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস হয়?
= B2

২৫.লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত ?
=১২০ দিন

২৬.অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?
=নালিপদ

২৭.একবার হৃদস্পন্দন এর জন্য প্রয়োজনীয় সময় হল ?
=0.8 সেকেন্ড

২৮.একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থি সংখ্যা কয়টি?
= 206 টি। 

২৯.রাফাইড কি ?
=ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস

৩০.গমনে সক্ষম একটি উদ্ভিদ হল কোনটি ?
=ক্ল্যামাইডোমোনাস


৩১.মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি?
= ফিমার। 

৩২.মানুষের দেহের ভারসাম্য কে রক্ষা করে ?
=লঘু মস্তিষ্ক

৩৩.মানবদেহে সুষুন্মা স্নায়ুর সংখ্যা কয়টি?
= 31 জোড়া

৩৪.গাছের কোন অংশ সূর্যালোক পায় ?
=ক্লোরোপ্লাস্টিড

৩৫.কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবাহন সাধিত হয় ?
=জাইলেম

৩৬.কোন হরমোন একটি নাইট্রোজেন বিহীন হরমোন ?
=জিব্বেরেলিন

৩৭.কোন হরমোন বীজ হীন ফল উৎপাদন করে ?
=অক্সিন

৩৮.আমাদের দেহে আয়োডিন বিপাক কোন হরমোন নিয়ন্ত্রণ করে ?
=টিএসএইচ (TSH )

৩৯.উদ্ভিদের ট্রপিক চলন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
=অক্সিন

৪০.মানুষের প্রতি 100 মিলি রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত?
= 14.5 গ্রাম

৪১.একটি বায়ুবাহিত রোগের উদাহরণ দাও ?
=গুটি বসন্ত

৪২.পোলিও টিকা কে প্রথম আবিষ্কার করেন ?
=জোনাস সাল্ক ও পিটার্সবার্গ

৪৩.কোন রোগটি প্রাণীর মল ও মাটির মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে?
= টিটেনাস

৪৪.কোন যন্ত্রের দ্বারা মূত্রথলির আন্ত অংশ পর্যবেক্ষণ করে ?
=সিস্টোস্কোপ

৪৫.ভারতবর্ষে কোথায় প্রথম বৃক্ক প্রতিস্থাপন করানো হয় ?
=ভেলোর


৪৬.DNA তে কোন জিনিসটি থাকে না ?
=ইউরাসিল

৪৭.কোষ তত্ত্বের প্রবক্তা কে?
= স্নোডেন ও সোয়ান

৪৮.মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে ?
=টেলোফেজ দশায়

৪৯.মানুষের  দেহকোষে অটোজোম সংখ্যা কতগুলি ?
= 44 টি

৫০.নিষেকের পর উদ্ভিদের কোন অংশ বীজে পরিণত হয় ?
=ডিম্বক


No comments

Theme images by belknap. Powered by Blogger.