General science one liner in bengali Class 02 I WBCS I FOOD SI I RPF
সাধারণ বিজ্ঞান
1. কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণ?
=তামা ও টিন
2. ইথিলিন কি কাজে ব্যবহৃত হয় ?
=কাঁচা ফল পাকাতে
3. দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি মৌলের নাম লেখ ?
=ফসফরাস
4. বেনজিন ও ন্যাপথলিন এর উৎস হলো কি?
= আলকাতরা
5. ভিনিগারে কি এসিড থাকে ?
=অ্যাসিটিক অ্যাসিড
6. ওজোন স্তর নষ্ট করে দেয় এরূপ দুটি পদার্থের নাম লেখ ?
=ক্লোরোফ্লোরো কার্বন ও হ্যালোন
7. তরল অ্যামোনিয়া একটি ব্যবহার উল্লেখ কর ?
=রেফ্রিজারেটরে শীতল কারক
8. কোন গ্যাস গুলি মূলত অম্ল বৃষ্টির জন্য দায়ী ?
=সালফার ডাই অক্সাইড
9. পিভিসি এর পুরো কথাটি কি ?
=পলিভিনাইল ক্লোরাইড
10. শুষ্ক ব্যাটারির তড়িৎদ্বার হিসেবে কার্বনের রূপভেদ ব্যবহার করা হয় ?
=গ্রাফাইট
11. কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি ?
=ফেনোল
12. কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কি ?
=ক্লোরোপিক্রিন
13. তাপ ও তড়িৎ এর পরিবাহী একটি অধাতুর নাম কর ?
=গ্রাফাইট
14. একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখ ?
=হাইড্রোজেন
15. অ্যাসিটোন ও ব্লিচিং পাউডারের মিশরকে পাতিত করলে কি পাওয়া যায় ?
=ক্লোরোফোম
16. অক্সি এসিটিলিন শিখা কোন কাজে ব্যবহৃত হয় ?
=ওয়েল্ডিং এর কাজে।
17. কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি গ্যাস ?
=অ্যাসিটিলিন গ্যাস
18. মার্স গ্যাস কি ?
=জলাভূমিতে গাছপালা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়। একে মার্স গ্যাস বলে।
19. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থটি কি ?
=মিথাইল আইসোসায়ানেট।
20. বিশুদ্ধতম লোহা কোনটি ?
=রট আয়রন
21. অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া তৈরি করতে কোন এসিড ব্যবহৃত হয় ?
=হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড(3:1)
22. লাফিং গ্যাস কাকে বলে ?
=নাইট্রাস অক্সাইড গ্যাসকে লাফিং গ্যাস বলে
23. সাধারণ লবণের রাসায়নিক নাম কি ?
=সোডিয়াম ক্লোরাইড
24. রান্নার গ্যাসের উৎস কি ?
=বিউটেন ও প্রোপেন।
25. শাকসবজি নীল রং করতে ব্যবহৃত এমন একটি অজৈব যৌগের নাম লেখ ?
=তুঁতে বা সোদক কপার সালফেট।
26. কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় ?
=হাইড্রোজেন।
27. জার্মান সিলভার একটি সংকর ধাতু কোন কোন ধাতুর সংমিশ্রণে এটি ?
=দস্তা, তামা ,নিকেল।
28. বেকিং সোডার রাসায়নিক নাম কি ?
=সোডিয়াম বাই কার্বনেট
29. কোন মৌলটি কে QUICK সিলভার বলা হয় ?
=পারদ
30. বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কারণ ওই পাতায় কি আছে ?
= অক্সালিক অ্যাসিড।
31. পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি ?
=ইউরিয়া।
32. কোন রাসায়নিক পদার্থটি কাঁচের বোতলে রাখা যায় না ?
=হাইড্রোক্লোরিক অ্যাসিড।
33. চিলি সল্টপিটার এর রাসায়নিক নাম কি ?
=সোডিয়াম নাইট্রেট।
34. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস টির নাম কি ?
= হিলিয়াম।
35. পটাশিয়াম ব্রোমাইড সবচেয়ে বেশি কিসে ব্যবহৃত হয় ?
=ফটোগ্রাফিতে।
36. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি ?
=টাংস্টেন।
37. অ্যালকোহল এ কি কি মৌল থাকে ?
=কার্বন ,হাইড্রোজেন ও অক্সিজেন।
38. খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয় ?
=সিসা (LEAD )
39. কোন রশ্মির বিকিরণ বায়ু দ্বারা সহজে প্রতিহত হয় ?
=আলফা রশ্মি।
40. মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন কি থেকে পাওয়া যায় ?
=পেট্রোলিয়াম।
41. কিসের উপস্থিতির জন্য জলের স্থায়ী খরতা হয় ?
=ক্যালসিয়াম সালফেট।
42. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?
=ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
43. গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস কোন অবস্থায় থাকে ?
= তরল অবস্থায়।
44. লেবু ও কমলা লেবুতে কি এসিড থাকে ?
=সাইট্রিক এসিড।
45. বৈদ্যুতিক হিটার এর কয়েল কি দিয়ে তৈরি হয় ?
=নাইক্রোম।
46. কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনের স্টিলের চেয়ে অর্ধেক কম?
= টাইটেনিয়াম
47. অলংকার তৈরি করার জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয় ?
=তামা।
48. গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এই সূত্রটি কার ?
=বয়েল
49. তরলের কোটা গোলা বৃষ্টি হয় কিসের জন্য ?
=পৃষ্ঠতল টান এর জন্য।
50. কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় ?
=ডয়াপ্টর।
7047183136
ReplyDelete