Indian Constitution ( ভারতীয় সংবিধান) One Liner in Bengali
ভারতীয় সংবিধান
8. ভারত ইউনিয়নের শাসন বিভাগীয় ক্ষমতা তত্ত্বগতভাবে কে প্রয়োগ করেন ?
14. কার কাছে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগ পেশ করেন ?
15. ভারতের যুদ্ধ ঘোষণা অথবা শান্তি স্থাপনের ঘোষণা কে করেন ?
16. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
17. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
18. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
19. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
20. ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কোন ধরনের বিল লোকসভায় উপস্থাপন করা সম্ভব নয় ?
21. ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন একটানা কত বছর জারি রাখা যায়?
22. ভারতের আর্থিক জরুরি অবস্থা কতবার জারি হয়েছে ?
23. ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
24. ভারতের রাষ্ট্রপতি যে তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তা সংবিধানের কোন কোন ধারায় লিপিবদ্ধ রয়েছে ?
25. ভারত সরকারের মুখ্য আইন অফিসার কে ?
26. ভারতীয় লোকসভার স্পিকার কে কে নির্বাচন করেন ?
27. ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
28. ভারতে কোথায় এবং কার সুপারিশে অর্থ বিল উত্থাপিত হয় ?
30. প্রতি দুই বছর অন্তর রাজ্যসভার কতজন সদস্য কে অবসর নিতে হয় ?
31. ভারতের রাজ্যসভার কার্যকাল কত বছর ?
32. রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয় ?
33. চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
34. ভারতের উপরাষ্ট্রপতির পদ্ধতি সংক্রান্ত প্রস্তাব কোথায় উত্থাপিত হয় ?
35. ভারতের লোকসভার সদস্য সংখ্যা অনধিক কতজন হতে পারে ?
36. ভারতের দুটি রাজ্যের নাম করো যেখানে রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ?
37. ভারতীয় পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম উল্লেখ কর ?
38. ভারতের লোকসভার নেতা কে ?
39. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্র গন্য কে ?
40. ভারতের রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা কে ?
41. বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত ?
42. ভারতের লোকসভায় অঙ্গরাজ্য গুলির প্রতিনিধি সংখ্যা সর্বাধিক কত ?
43. ভারতের লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের সংখ্যা কত ?
45. ভারতের লোকসভার সদস্য পদ প্রার্থীদের নূন্যতম বয়স কত ?
46.ভারতের রাষ্ট্রপতি নির্বাচক মন্ডলী কারা?
= ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষের অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যরা।
47.তত্ত্বগতভাবে ভারত রাষ্ট্রের প্রধান কে?
=ভারতের রাষ্ট্রপতি।
48.ভারতের রাষ্ট্রপতি বিল বাতিল করার ক্ষমতা কে কি বলে?
= ভেটো ক্ষমতা ( ভারতের রাষ্ট্রপতি হাতে তিন ধরনের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে
1) চরম ভেটো 2) স্থগিত ভেটো এবং 3)পকেট ভেটো
49.কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি কে পদচ্যুত করা যায়?
=ইমপিচমেন্ট পদ্ধতি।
50. ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
=পাঁচ বছর।
Pdf টি ডাউনলোড করার জন্য জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল https://t.me/jobskeyacademy
আমাদের চ্যানেলটি VISIT করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ l
1. ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট কত জনকে মনোনীত করতে পারেন ?
=মোট 12 জনকে।
2. ভারতীয় লোকসভার কতজন ইঙ্গ ভারতীয় সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন ?
=দুজন
3. ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন ?
=পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা
4. ভারতীয় পার্লামেন্টের প্রতি কক্ষের অধিবেশনে কে আহবান করেন?
= রাষ্ট্রপতি
5. ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন ?
=পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন প্রশাসনে জরুরি প্রয়োজনে।
6. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কত শ্রেণীর মন্ত্রী থাকেন ?
=তিনটি। ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রী
7. ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কি কি?
= তিন প্রকার। ১) জাতীয় জরুরি অবস্থা 2)রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা এবং তিন) আর্থিক জরুরি অবস্থা ঘোষণা।
8. ভারত ইউনিয়নের শাসন বিভাগীয় ক্ষমতা তত্ত্বগতভাবে কে প্রয়োগ করেন ?
=রাষ্ট্রপতি।
9. সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমগ্র শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত ?
=রাষ্ট্রপতি
10. ভারতের প্রকৃত শাসক কে ?
=প্রধানমন্ত্রী এবং তার কেবিনেট
11. ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
=প্রধানমন্ত্রী
12. ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
=কমপক্ষে 35 বছর বয়স
13. ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে ?
=রাষ্ট্রপতি
14. কার কাছে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগ পেশ করেন ?
=উপরাষ্ট্রপতির কাছে
15. ভারতের যুদ্ধ ঘোষণা অথবা শান্তি স্থাপনের ঘোষণা কে করেন ?
=রাষ্ট্রপতি
16. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
=রাজেন্দ্র প্রসাদ
17. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
=ড সর্বপল্লী রাধাকৃষ্ণণ
18. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
=জহরলাল নেহেরু
19. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
=জিভি মাভলঙ্কার
20. ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কোন ধরনের বিল লোকসভায় উপস্থাপন করা সম্ভব নয় ?
=অর্থবিল
21. ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন একটানা কত বছর জারি রাখা যায়?
= তিন বছর
22. ভারতের আর্থিক জরুরি অবস্থা কতবার জারি হয়েছে ?
=একবারও না
23. ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
=উপরাষ্ট্রপতি
24. ভারতের রাষ্ট্রপতি যে তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তা সংবিধানের কোন কোন ধারায় লিপিবদ্ধ রয়েছে ?
=সংবিধানের 352 - জাতীয় জরুরি অবস্থা
,356 - রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা
ও 360 - আর্থিক জরুরি অবস্থা
25. ভারত সরকারের মুখ্য আইন অফিসার কে ?
=অ্যাটর্নি জেনারেল
26. ভারতীয় লোকসভার স্পিকার কে কে নির্বাচন করেন ?
=লোকসভার সদস্যরা
27. ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
=লোকসভার স্পিকার
28. ভারতে কোথায় এবং কার সুপারিশে অর্থ বিল উত্থাপিত হয় ?
=রাষ্ট্রপতি সুপারিশে সাধারণত অর্থমন্ত্রী কর্তৃক কেবলমাত্র লোকসভাতে অর্থ বিল উত্থাপিত হতে পারে
29. ভারতে রাজ্যসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে ?
=অনধিক 250 জন সদস্য নিয়ে
30. প্রতি দুই বছর অন্তর রাজ্যসভার কতজন সদস্য কে অবসর নিতে হয় ?
=এক তৃতীয়াংশ সদস্য কে।
31. ভারতের রাজ্যসভার কার্যকাল কত বছর ?
=ভারতে রাজ্যসভা একটি স্থায়ী সভা এই সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি দু’বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্যের কার্যকাল শেষ হয়।
32. রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয় ?
=চেয়ারম্যান
33. চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
= ডেপুটি চেয়ারম্যান
34. ভারতের উপরাষ্ট্রপতির পদ্ধতি সংক্রান্ত প্রস্তাব কোথায় উত্থাপিত হয় ?
=একমাত্র রাজ্যসভায়
35. ভারতের লোকসভার সদস্য সংখ্যা অনধিক কতজন হতে পারে ?
=552 জন
36. ভারতের দুটি রাজ্যের নাম করো যেখানে রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ?
=বিহার ও উত্তর প্রদেশ
37. ভারতীয় পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম উল্লেখ কর ?
=সরকারি গাণিতিক কমিটি।
38. ভারতের লোকসভার নেতা কে ?
=প্রধানমন্ত্রী
39. ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্র গন্য কে ?
=প্রধানমন্ত্রী
40. ভারতের রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা কে ?
=ভারতের প্রধানমন্ত্রী
41. বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত ?
=545 জন
42. ভারতের লোকসভায় অঙ্গরাজ্য গুলির প্রতিনিধি সংখ্যা সর্বাধিক কত ?
=530 জন
43. ভারতের লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের সংখ্যা কত ?
=দুই
44. ভারতের লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিনিধি সংখ্যা সর্বাধিক কত ?
=13
45. ভারতের লোকসভার সদস্য পদ প্রার্থীদের নূন্যতম বয়স কত ?
=25 বছর
= ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষের অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যরা।
47.তত্ত্বগতভাবে ভারত রাষ্ট্রের প্রধান কে?
=ভারতের রাষ্ট্রপতি।
48.ভারতের রাষ্ট্রপতি বিল বাতিল করার ক্ষমতা কে কি বলে?
= ভেটো ক্ষমতা ( ভারতের রাষ্ট্রপতি হাতে তিন ধরনের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে
1) চরম ভেটো 2) স্থগিত ভেটো এবং 3)পকেট ভেটো
49.কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি কে পদচ্যুত করা যায়?
=ইমপিচমেন্ট পদ্ধতি।
50. ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
=পাঁচ বছর।
Pdf টি ডাউনলোড করার জন্য জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল https://t.me/jobskeyacademy
আমাদের চ্যানেলটি VISIT করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ l
No comments