General Knowledge in Bengali Set 2 (WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)
General Knowledge in Bengali Set ২
(WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)
১) কত খ্রিস্টাব্দে V.S. Naipal নোবেল পুরষ্কার পান?
A) ২০০০
B) ২০০১
C) ২০০৪
D) ২০০৫
B) ২০০১
C) ২০০৪
D) ২০০৫
২) আমি ‘টাইম মেশিন’ গল্পের
লেখক। আমি কে?
A) বার্নার্ডশ
B) গুন্টার গ্রাস
C) এইচ জি ওয়েলস
D) জুলে ভার্ন
B) গুন্টার গ্রাস
C) এইচ জি ওয়েলস
D) জুলে ভার্ন
৩) অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালী পুরুষ লেখক লিখতেন ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) বনফুল
B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) বনফুল
৪) প্রখ্যাত পপশিল্পী
মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালে –
A) ২৪ মার্চ
B) ১৭ মে
C) ২৫ জুন
D) ২৭ জুন
B) ১৭ মে
C) ২৫ জুন
D) ২৭ জুন
৫) ‘দ্য ম্যান হু কিল্ড
গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে?
A) আবুল কালাম আজাদ
B) নাথুরাম গডসে
C) মনোহর মালগাওকার
D) মদন মোহন মালব্য
৬) ‘শতফুল বিকশিত হোক’
সুললিত মন্তব্য টি কার?
A) রবীন্দ্রানাথ ঠাকুর
B) মাও জে দং
C) বিবেকানন্দ
D) কনফুসিয়াস
B) মাও জে দং
C) বিবেকানন্দ
D) কনফুসিয়াস
৭) ‘Knowledge is power’ – উক্তি টি কার?
A) ভলতেয়ার
B) মন্তেস্কু
C) নেপোলিয়ন
D) হবস
E)ফ্রান্সিস বেকন
B) মন্তেস্কু
C) নেপোলিয়ন
D) হবস
E)ফ্রান্সিস বেকন
৮) সঙ্গীতের জন্য লতা
মঙ্গেশকর সম্মান প্রদানকারী হল –
A) ভারত সরকার
B) মহারাষ্ট্র সরকার
C) মধ্যপ্রদেশ সরকার
D) ওড়িশা সরকার
B) মহারাষ্ট্র সরকার
C) মধ্যপ্রদেশ সরকার
D) ওড়িশা সরকার
৯) নিম্নলিখিত কোণ গ্রন্থটি
সিমন দ্য বোভোয়ারের লেখা?
A) ম্যান অব প্রোপার্টি
B) মেমোরিজ অব হোপ
C) ইউলিসিস
D) দ্যা মন্দারিন
B) মেমোরিজ অব হোপ
C) ইউলিসিস
D) দ্যা মন্দারিন
- Man Of Property গ্রন্থটি লিখেছেন -John Galsworthy
১০) নিম্নলিখিত কোণ দিনটি
‘বিশ্ব বই দিবস’ হিসাবে পালিত হয়?
A) ২৩ শে এপ্রিল
B) ৩০ মে
C) ২৩ শে জুন
D) ১২ ডিসেম্বর
১১) ‘পরশুরাম’ ছদ্মনামের আড়ালে কে সাহিত্য রচনা করতেন?
A) চারুচন্দ্র চক্রবর্তী
B) রাজশেখর বসু
C) কালিকানন্দ অবধূত
D) সুনীল গঙ্গওপাধ্যায়
১২) ‘ডেভিড কপারফিল্ড’
গ্রন্থের লেখক কে?
A) সমারসেট মম
B)
চার্লস ডিকেন্স
C)
শেক্সপিয়ার
D) জর্জ বানাড শ
১৩) ‘The Suitable Boy’ – গ্রন্থের লেখক কে?
A) বিক্রম শেঠ
B)
অরবিন্দ আডিগা
C)
অমিতাভ ঘোষ
D) অরুন্ধতী রায়
১৪) ‘India Wins Freedom’ গ্রন্থটি কার লেখা?
A) অমিতাভ ঘোষ
B)
বিক্রম ঘোষ
C)
জওহরলাল নেহেরু
D)
আবুল কালাম আজাদ
১৫) ‘লোলিটা’ গ্রন্থের লেখক
কে?
A) পাবলো নেরুদা
B)
অক্টাভিও পাজ
C)
এমিল জোলা
D) ভ্লাদিমির নবোকভ
১৬) জরাসন্ধ ছদ্মনামের
আড়ালে কে সাহিত্য রচনা করতেন?
A) সত্যজিৎ রায়
B)
প্রেমাঙ্কুর আতরথী
C)
নারায়ন সান্যাল
D) চারুচন্দ্র চক্রবর্তী
১৭) কোণ লেখকের ‘ছদ্মনাম’
ছিল যুবনাশ?
A) মনীশ ঘটক
B)
ভবানী সেনগুপ্ত
C)
পূর্ণেন্দু পত্রী
D) সুবোধ ঘোষ
১৮) নিম্নলিখিত কোণ
চরিত্রটি নারায়ন গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি ?
A) ঘনাদা
B)
টেনিদা
C)
ফেলুদা
D) ফটিকচাঁদ
১৯) প্রমথ চৌধুরীর
‘ছদ্মনাম’ কী?
A) যাযাবর
B)
বীরবল
C)
জরাসন্ধ
D) নীলকণ্ঠ
২০) ললিতকলা অ্যাকাডেমির
প্রথম চেয়ারম্যান কে?
A) জয়নুল আবেদিন
B)
দেবীপ্রসাদ চৌধুরী
C)
রামকিঙ্কর বেইজ
D) সোমনাথ হোড়
২১) ‘নীলকণ্ঠ’ কার ছদ্মনাম?
A) তরুন রায়
B)
কমল গুহ
C)
অশোক গুপ্ত
D) দীপেন্দ্রনাথ সান্যাল
২২) বাংলা ভাষায় রচিত প্রথম
ডি. এইচ. লরেন্সের লেখা?
A) লা মিজারেবল
B)
লেডি চ্যাটারলিজ লাভার
C)
কমনসেন্স
D) লেভিইয়াথান
২৩) ‘City of Joy’ গ্রন্থটির লেখক কে?
A) সলমন রুশদি
B)
জর্জ বার্নারড শ
C)
দোমিনিক লাপিয়ের
D) টনি মরিসন
২৪) ‘Child is the father of man’ – এটি কার উক্তি?
A) টলস্টয়
B)
সমারসেট মম
C)
চার্লস ডিকেন্স
D) শেক্সপিয়ার
২৬) ‘ডান্ডিয়া’ কোণ রাজ্যের
নৃত্য শালা ?
A) গুজরাট
B)
পাঞ্জাব
C)
রাজস্থান
D ) হরিয়ানা
২৭) কত খ্রিস্টাব্দে
রবীন্দ্রনাথ ‘গীতাঞ্জলি’কাব্যগ্রন্থের উপর ভিত্তি করে সাহিত্যে নোবেল পান?
A) ১৯১১
B) ১৯১২
C) ১৯১৩
D) ১৯১৪
B) ১৯১২
C) ১৯১৩
D) ১৯১৪
২৮) কত খ্রিস্টাব্দে
রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ ইংরেজিতে প্রকাশিত হয়?
A) ১৯১১
B) ১৯১২
C) ১৯১৩
D) ১৯১৪
B) ১৯১২
C) ১৯১৩
D) ১৯১৪
২৯) কোণ বছর থেকে ‘
পুলিতজার’ পুরষ্কার দেওয়া শুরু হয়?
A) ১৯০১
B) ১৯৫৭
C) ১৯৬৮
D) ১৯৮০
E ) ১৯১৭
B) ১৯৫৭
C) ১৯৬৮
D) ১৯৮০
E ) ১৯১৭
৩০) ‘পুলিতজার’ পুরষ্কারটি
কীসের উপর ভিত্তি করে দেওয়া হয়?
A) সাংবাদিকতা
B) শান্তি
C) সংগীত
D) সমাজসেবা
B) শান্তি
C) সংগীত
D) সমাজসেবা
৩১) প্রথম ‘বুকার’ পুরষ্কার
প্রাপ্ত গ্রন্থটির নাম কী?
A) স্টোয়ং অন
B) গড অফ স্মল থিংস
B) গড অফ স্মল থিংস
C)
সামথিং টু আন্সারফর
D) ডাবল ফল্ট
D) ডাবল ফল্ট
- এই বইটির লেখক হলেন -P.H.Newby
৩২) ভারত সরকার কর্তৃক
‘ভারতরত্ন’ সম্মান কত খ্রিস্টাব্দে থেকে প্রচালিত হয়?
A) ১৯৪৭
B) ১৯৫০
C) ১৯৫২
D) ১৯৫৪
B) ১৯৫০
C) ১৯৫২
D) ১৯৫৪
৩৩) নিম্নলিখিত কোণ নৃত্য
শৈলী কেরালা রাজ্যের নৃত্য ঘরানা?
A) কুচিপুরি
B) কথাকলি
C) ডান্ডিয়া
D) ভাঙ্গরা
B) কথাকলি
C) ডান্ডিয়া
D) ভাঙ্গরা
৩৪) ‘রক্তকরবী’ কার লেখা?
A) রবীন্দ্রনাথ
B) উৎপল দত্ত
C) টলস্টয়
D) শরৎচন্দ্র
B) উৎপল দত্ত
C) টলস্টয়
D) শরৎচন্দ্র
৩৫) নিম্নলিখিত কোণ সাহিত্য
পুরষ্কার টি শুধুমাত্র কমনওয়েলথ ভুক্ত সাহিত্যকৃতীর জন্য দেওয়া হয়?
A) পুলিতজার
B)
বুকার
C)
ডেভিড কোহেন
D) ম্যাগসাইসাই
৩৬) কত খ্রিস্টাব্দে থেকে
নোবেল পুরষ্কার দেওয়া হয়?
A) ১৯০১
B)
১৯০৫
C)
১৯২০
D) ১৯৪৫
৩৭) উত্তর ভারতের শাস্ত্রীয়
সঙ্গীত নাম কী?
A) ভাংরা
B) কথাকলি
C) ভারত নাট্যম
D) কত্থক
৩৮) ‘Bicycle Thief’ – চলচিত্রটির কাহিনীকার কে?
A) অস্কার ওয়াইল্ড
B)
সত্যজিৎ রায়
C)
চার্লি চ্যাপলিন
D) স্পিলবারগ
৩৯) বিখ্যাত ‘ভারতমাতা’
চিত্র টি কে অঙ্কন করেন?
A) জয়নুল আবেদিন
B)
রবি বর্মা
C)
অবনীন্দ্রনাথ ঠাকুর
D) গগনেন্দ্রনাথ ঠাকুর
৪০) নিম্নলিখিত কোণ
পুরষ্কার সাংবাদিকতার ওপরেও দেওয়া হয়?
A) বুকার প্রাইজ
B)
রাইট লিভলিহূড
C) পুলিতজার প্রাইজ
D) অস্কার
৪১) সাহিত্যের উৎকর্ষতার
ভিত্তিতে ‘সরস্বতী সম্মান’ প্রদান করে –
A) মহারাষ্ট্র সরকার
B)
ভারত সরকার
C)
কে কে বিড়লা ফাউন্ডেশন
D) রাজীব গান্ধী মেমরিয়াল ট্রাস্ট
৪২) ‘স্বপ্নবাসব্দত্তা’
নাটকটি কার লেখা?
A) পতঞ্জলি
B) ভাস
C)
ভারবি
D) কালিদাস
৪৩) কথাসাহিত্যক সুবোধ
ঘোষের ছদ্মনাম কি?
A) সুপান্থ
B)
সুকন্যা
C)
কনিস্ক
D) সুনন্দ
৪৪) ‘ক্ষীরের পুতুল’ গ্রন্থ
টি কার লেখা?
A) অন্নদাশঙ্কর রায়
B)
অবনীন্দ্রনাথ ঠাকুর
C)
ভবানিপ্রসাদ মজুমদার
D) অমরেন্দ্র চক্রবর্তী
৪৫) কাকে ‘প্রাচ্যের
বুলবুল’ অভিধায় ভূষিত করা হয়েছে?
A) নজরুল ইসলাম
B)
সত্যেন্দ্রনাথ দত্ত
C)
সরোজিনী নাইডু
D) রাধারানী দেবী
৪৬) ‘To be or not to be that is the question’ – উক্তিটি কার?
A) হ্যামলেট
B)
জেমস বন্ড
C)
ব্যোমকেশ
D) হ্যারি পটার
৪৭) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
‘জনগনমন’ গানটি কত খ্রিটাব্দে প্রথম প্রকাশিত হয়?
A) ১৯১০
B)
১৯১১
C)
১৯১২
D) ১৯১৩
- গানটি প্রথম গাওয়া হয়েছিল ২৭শে ডিসেম্বর ,১৯১১ সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে।
- গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯১২ সালে তত্ত্ববোধিনী পত্রিকায়।
৪৮) বাংলার কোণ লেখক প্রথম
‘জ্ঞানপীঠ’ পুরষ্কার পান?
A) রবীন্দ্রনাথ
B)
তারাশঙ্কর
C)
শরৎচন্দ্র
D) বিভূতিভূষণ
- জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন →জি শঙ্কর কুরুপ ১৯৬৫ সালে।
- জ্ঞানপীঠ পুরস্কার প্রথম মহিলা পেয়েছিলেন → আশাপূর্ণা দেবী ১৯৭৬ সালে।
৪৯) ভারতের সবচেয়ে বড়ো
গ্রন্থাগার কোথায় অবস্থিত?
A) দিল্লি
B)
চেন্নাই
C)
কলকাতা
D) মুম্বাই
ক
) জাপান
খ) চীন
গ ) রাশিয়া
ঘ) মালদ্বীপ
খ) চীন
গ ) রাশিয়া
ঘ) মালদ্বীপ
General Knowledge in Bengali Set ১ - CLICK HERE
YOUTUBE VIDEO LINK -
SET ২ PDF LINK- DOWNLOAD
এই PDF টি ডাউনলোড করতে যুক্ত হন আমাদের TELEGTAM
No comments