Header Ads

Header ADS

West Bengal Police Constable / warder Exam Practice Set 1 in Bengali |

West Bengal Police Constable / warder /Excise কনস্টেবল Exam Practice Set 1 in Bengali 




১. অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য?
(ক) আমোদ-প্রমোদ
(খ) গান
(গ) সিনেমা
(ঘ) খেলা

  • খেলার জন্য দেয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার।  


২.বিখ্যাত 'বুদ্ধচরিত' কার রচনা?
(ক)বাণভট্ট
() অশ্বঘোষ
(গ) শুদ্রক
(ঘ) কলহন

  • রাজতরঙ্গিণীর রচয়িতা হলেন - কলহান। 


৩. ভারতের বৃহত্তম তৈলশোধনাগার কোথায় অবস্থিত?
(ক) হলদিয়া
(খ) জামনগর
(গ) মথুরা
(ঘ) মুম্বাই

৪. ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
(ক) ৮
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৯

৫. 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেছিলেন?
(ক) বানভট্ট
() হরিসেন
(গ) সন্ধ্যাকর নন্দী
(ঘ) আবুল ফজল

  • বাণভট্টের লিখিত গ্রন্থ - কাদম্বরী ও হর্ষচরিত। 
  • সন্ধ্যাকর নন্দীর লিখিত গ্রন্থ - রামচরিত। 
  • আবুল ফজল এর লিখিত গ্রন্থ - আকবর নামা ও আইন -ই -আকবরী। 


৬. কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত?
(ক) মনিপুর
(খ) গুজরাট
(গ) দিল্লী
(ঘ) পাঞ্জাব

৭. সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণীর নাম কি?
(ক) ক্যাঙ্গারু
(খ) বাঘ
(গ) চিতা
(ঘ) হরিণ

৮. অৰ্থ কমিশণের মূল কাজ কি?
(ক) জাতীয় পরিকল্পনা পর্যালোচনা
(খ) কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা
(গ) কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে অনুসন্ধান ও উপদেশ
(ঘ) সর্বস্তরের উন্নতির জন্য পরিকল্পনা তৈরী

৯.ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে?
(ক) চিত্রাঙ্কন
() উচ্চাঙ্গ সংগীত
(গ) লঘু সংগীত
(ঘ) যন্ত্র সংগীত

১০. সুপ্রিম কোর্টের বিচারপতি দের কে নিযুক্ত করেন?
(ক) ভারতের প্রধান বিচারপতি
(খ) রাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) আইনমন্ত্রী

১১. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্টতা কে ছিলেন?
(ক) মামুদ
(খ) মহম্মদ ঘোরী
(গ) কুতুবউদ্দিন আইবক
(ঘ) ইলতুতমিস

১২. 'ডিউস' কথাটি কোন খেলায় ব্যাবহৃত হয়?
(ক) বিলিয়ার্ডস
(খ) ব্যাডমিন্টন
(গ) বেসবল
(ঘ) বাস্কেটবল

১৩. 'সহজ পাঠ' এর রচয়িতা কে?
(ক) অবনীন্দনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মধুসূদন দত্ত

১৪. কুচিপুড়ি নৃত্য কোন ভারতীয় রাজ্যের নৃত্য?
(ক) কেরালা
(খ) তামিলনাড়ু
(গ কর্ণাটক
(ঘ) অন্ধ্রপ্রদেশ

  • কেরালা রাজ্যের নৃত্য - ১)কুচিপুড়ি  ২)মোহিনীঅট্টম। 
  • তামিলনাড়ু রাজ্যের নৃত্য - ভারতনাট্টম। 


১৫.সুপার ফসফেট অব লাইমে থাকে?
(ক) ক্যালসিয়াম সালফেট
(খ) সোদক ক্যালসিয়াম সালফেট
(গ) ক্যালসিয়াম ক্লোরাইড
(ঘ) ক্যালসিয়াম ফসফেট

১৬.ভালকানাইজেশনের ফলে রবার ----
(ক) নরম হয়
(খ) কম শক্তিশালী হয়
(গ) কম স্থিতিস্থাপক
(ঘ) উচ্চতান-শক্তিবিশিষ্ট হয়

১৭. কোনটি প্রাকৃতিক পলিমার ---
(ক) পলিথিন
(খ) সেলুলোজ
(গ) পিভিসি
(ঘ) নাইলন ৬৬

  • PVC পুরো অর্থ হল - পলি ভিনাইল ক্লোরাইড। 


১৮. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে আইসোপ্রিন মনোমার একক হিসাবে উপস্থিত
(ক) স্টার্চ
(খ) নিউপ্রিন
(গ) প্রাকৃতিক রবার
(ঘ) পিভিসি

১৯. ওলিয়াম এর সংকেত হল---
(ক) H2SO3
(খ) H2S2O8
(গ) H2SO5
()H2S2O7

২০. কোনটি অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে ---
(ক) ওজোনোস্ফিয়ার
(খ) আয়োনোস্ফিয়ার
(গ) থার্মোস্ফিয়ার
(ঘ) ট্রপোস্ফিয়ার

২১. ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিমি উচ্চতায় অবস্থিত বায়ুমণ্ডলের কোন অংশে বস্তুটি অবস্থিত -
( ক )থার্মোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) স্ট্রাটোস্ফিয়ার
(ঘ) ট্রপোস্ফিয়ার

২২.কোনটি গ্রিনহাউস গ্যাস না?
(ক) CO2
(খ) CH4
(গ) O3
(ঘ) N2

২৩. কোনটি বায়ুমণ্ডলের উপরিভাগের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী?
(ক) পলিহেলোজেনসমূহ
(খ) ফেরোসিন
(গ) ফুলেরিন
(ঘ) ফ্রেয়ন

২৪. কোনটি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এর প্রতি আসক্তি সর্বাধিক ?
(ক) CO
( খ) O2
(গ)NO
( ঘ)CO2

২৫. ডিডিটি এবং HBC হলো?
(ক) জৈব বিশিষ্ট দূষক
(খ) জৈব অবিশ্লিষ্ট দূষক
(গ) এন্টিবায়োটিক
(ঘ) রাসায়নিক সার

২৬. কোন অ্যাসিড টি অম্লবৃষ্টির একটি উপাদান না?
(ক)H2SO4
(খ) HCL
(গ) HNO3
(ঘ) CH3COOH

  • এ্যাসিটিক এসিড এর রাসায়নিক সংকেত - CH3COOH 


২৭. ব্ল্যাকফট রোগ হয়?
(ক) লেড -ঘটিত দূষণের জন্য
(খ) পারদ ঘটিত দূষণের জন্য
(গ) আর্সেনিক ঘটিত দূষণের জন্য
(ঘ) এদের কোনোটিই না

২৮. মিনামাটা রোগ হয়?
(ক) লেড ঘটিত রোগ জন্য
(খ) পারদ ঘটিত রোগ জন্য
(গ) আর্সেনিক ঘটিত রোগ জন্য
(ঘ) কোনোটিই না

২৯. ভূ -গৰ্ভস্থ জলদূষণের প্রধান রাসায়নিক পদার্থটি হল ----
(ক) লেড
(খ) কোবাল্ট
(গ) মার্কারি
() আর্সেনিক

৩০. লগুন ধোঁয়াশা সৃষ্টি হয়?
(ক) গ্রীষ্মকালে বিকালের দিকে
(খ) শীতকালে সকালের  দিকে
(গ) গ্রীষ্মকালে দুপুরের দিকে
(ঘ) বসন্তকালে বিকালের দিকে

৩১. আলোক রাসায়নিক ধোঁয়াশার উপাদান হল
(ক) O3
(খ)PAN
(গ) PPN ও PBN
(ঘ)ক ও খ

  • P.A.N. stands for Peroxyl Acetyl Nitrate.

৩২. বিখ্যাত ন্যাপথা ঝাকড়ি হাইড্রোইলেক্ট্রিক প্লান্ট কোন রাজ্যে অবস্থিত
(ক) জম্বু ও কাশ্মীর
(খ) উত্তরাখন্ড
(গ) নাগাল্যান্ড
(ঘ) হিমাচল প্রদেশ

৩৩.আমির খুসরুর আসল নাম কি?
(ক) মহঃ ইসলাম
(খ) আব্দুস সামাদ
(গ) মনসুর
(ঘ) আবুড়িহান

৩৪. ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কার লেখা?
(ক) নেহেরু
(খ) বিপিন চন্দ্র
(গ) দাদাভাই নৌরজি
(ঘ) মহাত্মা গান্ধী

৩৫. টোডা উপজাতি দেখতে পাওয়া জায় কোথায়?
(ক) নীলগিরি
(খ) কার্ডমাম
(গ) পশ্চিমঘাট
(ঘ) বিন্ধ্যপর্বত

৩৬. লাক্ষাদ্বীপ এর ভাষা কি?
(ক) কন্নড়
(খ) গুজরাতি
(গ) মালায়ালম
(ঘ) হিন্দি

৩৭. কাশ্মীর হিমালয় কোন নদী অববাহিকায় অবস্থিত?
(ক) বিপাশা
() ঝিলাম
(গ) শতদ্রু
(ঘ) ইরাবতী

৩৮. সব থেকে ছোট ব্যাঘ্র প্রকল্প ?কোনটি?
(ক) পেঞ্চ
(খ) বক্সা
(গ) সুন্দরবন
(ঘ) করবেট ন্যাশনাল

  • পেঞ্চ জাতীয় উদ্যান অবস্থিত - মধ্যপ্রদেশ। 
  • করবেট জাতীয় উদ্যান অবস্থিত -উত্তরাখন্ড। 


৩৯. মরু অঞ্চলের লবনাক্ত হ্রদকে কি বলে?
() ধান্দ
(খ) কয়াল
(গ) ফালি
(ঘ) ভুর

৪০. ইলবার্ট বিল কার আমলে পাস হয়?
(ক) রিপন
(খ) কার্জন
(গ) ডাফরিন
(ঘ) জন লরেন্স

  • ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় গভনর জেনারেল ছিলেন - লর্ড ডাফরিন। 

৪১. এশিয়াটিক সোসাইটি কত সালে স্থাপিত হয়?
(ক) ১৭৭২
(খ) ১৭৭৪
(গ) ১৭৮৪
(ঘ) ১৭৮০

  • এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন - উইলিউম জোন্স। 

৪২. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
(ক) বেলগাওঁ
(খ) দিল্লী
(গ) কলকাতা
(ঘ) মুম্বাই (বোম্বে )

  • ১৯২৪ সালে বেলগাঁও অধিবেশনে সভাপত্বিত করেছিলেন - গান্ধীজি। 

৪৩. হাইকোর্ট কত নং ধারায় অনুসারে লেখজারী করতে হয়?
(ক) ১৮২
(খ) ১১৮
(গ) ২২২
(ঘ) ২২৬

৪৪. কত সালে ভারতে সকল ভোটদাতার নূন্যতম বয়স ১৮ করা হয়?
(ক) ১৯৯১
(খ) ১৯৮৮
(গ) ১৯৮৯
(ঘ) ১৯৯০

  • ৬১তম সংশোধনীর ফলে ভোটদাতার নুন্নতম বয়স হয়েছিল ১৮ বছর। 

৪৫. জাতীয় আয় পরিমাপ করে কে?
(ক) অর্থ দপ্তর
(খ) RBI
(গ) DRDO
(ঘ) CSO (সেন্ট্রাল স্টাটিস্টিক্যাল অর্গানাইজেসন )

৪৬. রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র দেন?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাজ্যপাল
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) বিচারপতি

  • উপরাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে। 

৪৭. ক্যাবিনেট মোট কয় প্রকার মন্ত্রী কি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

৪৮. দলত্যাগ বিরোধী আইন কত সালে হয়?
(ক) ১৯৮০
(খ) ১৯৮৫
(গ) ১৯৯১
(ঘ) ১৯৯৭

৪৯. অর্থবিল কত ধারায় সংযুক্ত
(ক) ১১১
(খ) ১১০
(গ) ১০৯
(ঘ) ১০৮

৫০.কবে প্রথম ভারতের সংবিধান কার্যকরী হয় ?
ক)২৬শে জানুয়ারী ,১৯৫০
খ)২৬শে নভেম্বর ,১৯৫০
গ)২৬শে নভেম্বর ,১৯৪৯
ঘ)২৬ শে মার্চ ,১৯৫০

YOUTUBE VIDEO LINK -

প্রাকটিস SET ১ PDF LINK-    DOWNLOAD 

1 comment:

Theme images by belknap. Powered by Blogger.