General Science in Bengali Set 1 (WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)
General Science in Bengali Set 1
(WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)
1 )মানবদেহের রক্ত চলাচল পদ্ধতি কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন?
A) উইলিয়াম হারভে C) ল্যান স্টেইনার
B) ডারউইন D) মেন্ডেল
2) কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন?
A) উইলিয়াম হারভে C) ল্যান স্টেইনার
B) রবার্ট হুক D)ল্যামার্ক
3) বংশগতির জনক কাকে বলা হয়?
A) মেন্ডেল
B) মেন্ডেলিফ
C) ডারউইন
D) ল্যামার্ক
- "অরিজিন অফ স্পিসিজ " গ্রন্থের রচয়িতা -চার্লস ডারউইন
4) মেন্ডেলের পরীক্ষাগুলি প্রকাশিত হয় কোন সালে?
A) ১৮৮৪
B) ১৮৬৬
C) ১৯০০
D) ১৮০৪
5)হিমোফিলিয়া একটি –
A) ভাইরাসঘটিত রোগ
B) জিনঘটিত রোগ
C) ব্যাকটেরিয়া ঘটিত রোগ
D) হরমোন অভাবজনিত রোগ
6)কোন নাইট্রোজেন বেসটি RNA অনুতে দেখা যায় না?
A) আয়োডিন
B)গুয়ানিন
C) সাইটোসিন
D) থায়ামিন
7) নিচের কোন ক্ষেত্রটি মেন্ডেল সূত্রকে মেনে চলে?
A ) অসম্পূর্ণ প্রকতটা
B) লিঙ্কেজ
C) প্রকট বৈশিষ্টে প্রকাশিত হওয়া
D) মিউল্যাটো
8) জারম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে?
A)ল্যামার্ক
B) ভাইসম্যান
C) বুকন
D) কুভিয়ার
9) মানুষের দেহে ম্যালেরিয়া রোগসৃষ্টি কারী অনুজীবটি কোন জাতীয়?
A)আদ্যপ্রানী
B)ভাইরাস
C)ব্যাকটেরিয়া
D)ছত্রাক
10) অ্যামিবা গমণ অঙ্গের নাম কী?
A)সিটা
B)নালিকা পদ
C)সন্ধিল পদ
D)ক্ষণপদ
11) নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোণটি অন্তঃক্ষরা গ্রন্থি?
A)লালাগ্রন্থি
B)যকৃৎ
C)অশ্রুগ্রন্থি
D)থাইরয়েড
12) কোণ ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজন?
A)লৌহ
B)ম্যাগনেসিয়াম
C)ক্যালসিয়াম
D)তামা
13)সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লূকোজ অণুর অক্সিজেন এর উৎস কী?
A) H2O
B) N2O
C) CO2
D) SO2
14) চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম কি?
A) নেফ্রিডিয়া
B) ফ্লেমকোশ
C) বৃক্ক
D) সবুজগ্রন্থি
- নেফ্রিডিয়া →কেঁচো ও জোঁক এর রেচন অঙ্গ।
15) ম্যালেরিয়া কী জাতীয় রোগ?
A) ভাইরাস ঘটিত
B) ব্যাকটেরিয়া ঘটিত
C) ছত্রাক ঘটিত
D) ক্ষতিকারক আদ্যপ্রানী ঘটিত
16) তারামাছের গমণ অঙ্গের নাম কী?
A) ক্ষণপদ
B) মাংসল পদ
C) সিলিয়া
D) নালীপদ
17) গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়?
A) অগ্ন্যাশয়
B) যকৃৎ
C) ক্ষুদ্রান্ত্র
D) বৃক্ক
18) নিচের কোন প্রানীর রক্তে লোহিত কণিকা থাকে না?
A) কেঁচো
B)মানুষ
C)কুনোব্যাঙ
D) মাছ
19) মানুষের স্নায়ুতন্ত্রের করোটিক স্নায়ুর সংখ্যা কত?
A) ৮ জোড়া
B) ১০ জোড়া
C) ১২ জোড়া
D) ৩১ জোড়া
20) নিম্নলিখিত হরমোন গুলির মধ্যে প্রাণীজাত হরমোন কোণটি?
A)জিব্বেরেলিন
B) সাইটোকাইনিন
C) অ্যাড্রিনালিন
D) ইথিলিন
21) নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোণটি থেকে পিত্তরস উৎপন্ন হয়?
A) পিত্তথলি
B) যকৃত
C) অগ্নাশয়
D) পাকস্থলী
22) আদ্যপ্রানী ঘটিত একটি রোগের নাম কর?
A) পোলিও
B) ফাইলেরিইয়েসিস
C) ম্যালেরিয়া
D) কলেরা
- পোলিও - ভাইরাস ঘটিত রোগ
- কলেরা - ব্যাকটেরিয়া ঘটিত রোগ
23) কিসের অভাবে শিশুদের ম্যালাসমাস রোগটি হয়?
A) পটাশিয়াম
B) প্রোটিন
C) ভিটামিন-K
D)কার্বোহাইড্রেড
24) নিচের কোনটির সহিত বাকি তিনটি সম্পর্ক যুক্ত নয়?
A) লিম্ফসাইট
B) মনোসাইট
C) লিউকোসাইট
D) ইউসিনোফিল
25) সক্লেরা কোন অঙ্গে পাওয়া যায়?
A) কর্ণ
B) নাসিকা
C) চক্ষু
D) ত্বক
26) কোন গ্রন্থির ভিতর থেকে ইনসুলিন নির্গত হয়?
A) আইলেটস অব ল্যাঙ্গারহান্স
B) পিটুইটারি গ্রন্থি
C)থাইরয়েড গ্রন্থি
D) অ্যাড্রেনাল
27) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার অবনতি ঘটে?
A) টেলফেজ
B) ইন্টারফেজ
C) অ্যানাফেজ
D) প্রফেজ
২8) মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র শেষ হয়?
A) ক্ষুদ্রান্ত্র
B) যকৃৎ
C) অগ্ন্যাশয়
D) বৃক্ক
২9) নিম্নলিখিতগুলির কোনটি কোষ অঙ্গাণু নয়?
A)মাইট্রোকন্ড্রিয়া
B) ক্লোরোফিল
C) নিউক্লিয়াস
D) সেন্ট্রোজোম
30) ব্যাপন ক্রিয়ায় রেচন ক্রিয়া সমাধান করে কোন প্রাণী?
A) অ্যামিবা
B) মানুষ
C) গিরগিটি
D)আরশোলা
31) করটিযন্ত্র কোন অঙ্গে পাওয়া যায়?
A) কর্ণে
B) চোখে
C) মস্তিষ্কে
D) ক্ষুদ্রান্ত্র এ
32) মানবদেহে কোন কোশগুলি পরিনত অবস্থায় দ্বিঅবতল?
A) RBC
B) WBC
C) RNA
D) DNA
33) পেশীর ক্লান্তিতে দায়ী পদার্থটির নাম কি?
A) গ্লিসারল
B) ইথাইল অ্যালকোহল
C) ল্যাক্টিক অ্যাসিড
D) ফ্যাটি অ্যাসিড
34) স্ত্রী মৌমাছ সক্ষম –
A) অযৌন জননে
B) যৌন জননে
C) অপুংজনিতে
D) অপুংজনি এবং যৌন জননে
35) আমাদের দেহে ভারসাম্য রক্ষা করে কোন অংশটি?
A)অন্তঃকর্ণ
B)মেরুদন্ড
C) পশ্চাৎ মস্তিষ্ক
D)লঘুমস্তিষ্ক ও অন্তঃকর্ণ
36) রক্ততঞ্চনে সহায়ক রক্তকণিকার নাম কি?
A) অনুচক্রিকা
B)লোহিতকনিকা
C) শ্বেতকণিকা
D)লসিকা
37) রক্ততঞ্চনে সহায়তাকারী খনিজ উপাদান কোনটি?
A) আয়রন
B) পটাশিয়াম
C) সোডিয়াম
D)ক্যালসিয়াম
38) প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?
A) ১০ লক্ষ
B) ৫০ লক্ষ
C) ৩০ লক্ষ
D)২০ লক্ষ
39) একজন বয়স্ক লোক প্রত্যহ কী পরিমাণে মুত্র ত্যাগ করে?
A) প্রায় ৫ লিটার
B) প্রায় ৭ লিটার
C) প্রায় ৬ লিটার
D) প্রায় ২ লিটার
40) কোনটি ভাইরাস ঘটিত রোগ?
A) কলেরা
B) টাইফয়েড
C) বসন্ত
D) আমাশয়
- কলেরা , টাইফয়েড , ও আমাশয় -- ব্যাক্টেরিয়া ঘটিত রোগ।
41) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হল –
A) RNA যুক্ত
B) DNA যুক্ত
C) কোনটিই নয়
D)উভয়যুক্ত
42) মাম্পস একটি হল –
A) ভাইরাস ঘটিত
B) ব্যাকটেরিয়া ঘটিত
C) প্রোটোজোয়া ঘটিত
D)ছত্রাক ঘটিত
43) শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুটির নাম কি?
A) রাইবোজোম
B) গল্গি
C) মাইটোকন্ড্রিয়া
D)নিউক্লিয়াস
44) মানুষের ক্রোমোজোম সংখ্যা কত?
A) ২০
B) ৪০
C) ৪৬
D) ৫০
45) রক্ততঞ্চনে সাহায্যকারী একটি ধাতব উপাদানের নাম কি?
A) পটাশিয়াম
B) ইথাইল অ্যালকোহল
C) আয়রন
D) কোবাল্ট
46) লঘুমস্তিষ্ক ছাড়া দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম কি?
A) গুরুমস্তিস্ক
B)অন্তঃকর্ণ
C) মেডালা
D)অবলঙ্গাটা মানুষের দুটি বাহু
47) নিচের কোনটি সরীস্রিপ?
A) স্যালামান্ডার
B) টারটেল
C) নিউট
D) সার্ক
48) চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
A) বহিঃফুসফুস
B) সবুজগ্রন্থি
C) ফুসফুস
D)ফুলকা
49) মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কী?
A) কীটপাঙ্গ
B) ভিলাই
C) স্ট্যামিনোড
D) তৃতীয় চক্ষু পল্লব
50) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গণনা করা হয়?
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলফেজ
YOUTUBE VIDEO LINK -
এই PDF টি ডাউনলোড করতে যুক্ত হন আমাদের TELEGTAM
No comments