General Knowledge in Bengali Set 1 (WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)
General Knowledge in Bengali Set 1
(WBPOLICE/WBPSC/RRBJE/NTPC/GROUPD)
১) মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি?
A)বৈকাল
B)উলার
C) গোবিন্দ সাগর
D) রানা প্রতাপ সাগর
B)উলার
C) গোবিন্দ সাগর
D) রানা প্রতাপ সাগর
2)
দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী কোনটি?
A)
কাবেরী
B) নর্মদা
C) গোদাবরী
D) কৃষ্ণা
B) নর্মদা
C) গোদাবরী
D) কৃষ্ণা
৩) ভারতের বৃহত্তম রাজ্য (ক্ষেত্রফল বিশিষ্ট) কোনটি?
A)
মধ্য প্রদেশ
B) রাজস্থান
C) মহারাষ্ট্র
D) অন্ধ্রপ্রদেশ
B) রাজস্থান
C) মহারাষ্ট্র
D) অন্ধ্রপ্রদেশ
- সর্বাধিক জনসংখ্যা → উত্তরপ্রদেশ
৪) পালঘাট কোন দুটি রাজ্য এর মধ্যে সংযোগ স্থাপন করেছে?
A)
সিকিম এবং তামিলনাড়ু
B)
মহারাষ্ট্র এবং গুজরাট
C)
কেরালা এবং তামিলনাড়ু
D)
অরুনাচল প্রদেশ এবং সিকিম
৫) নাসিক কোণ নদীর তীরে অবস্থিত?
A)
মহানদী (কটক , ওড়িষ্যা )
B) তাপ্তী (সুরাট )
C) গোদাবরী
D) কৃষ্ণা (অমরাবতী ,অন্ধ্রপ্রদেশ )
B) তাপ্তী (সুরাট )
C) গোদাবরী
D) কৃষ্ণা (অমরাবতী ,অন্ধ্রপ্রদেশ )
৬) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি?
A)
চণ্ডীগড়
B) পুডুচেরী
C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D) লাক্ষাদ্বীপ
B) পুডুচেরী
C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D) লাক্ষাদ্বীপ
- ক্ষুদ্রতম 👉 লাক্ষাদ্বীপ
৭) জওহর টানেল কোণ রাজ্যে অবস্থিত?
A)
জম্মু ও কাশ্মীর
B) মহারাষ্ট্র
C) কর্ণাটক
D) হিমাচল প্রদেশ
B) মহারাষ্ট্র
C) কর্ণাটক
D) হিমাচল প্রদেশ
৮) বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
A)
রাজস্থান
B) অন্ধ্রপ্রদেশ
C) কর্ণাটক
D) আসাম
B) অন্ধ্রপ্রদেশ
C) কর্ণাটক
D) আসাম
- রাজস্থান → ১)রণথম্বোর জাতীয় উদ্যান ২)কেওলাডো জাতীয় উদ্যান
৯) মেঘনা কোণ নদীর মিলিত প্রবাহ?
A)
গঙ্গা ও যমুনা
B)
গঙ্গা ও গোমতী
C)
গঙ্গা ও শোন
D)
গঙ্গা ও ব্রহ্মপুত্র
১০) ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়?
১১)দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
A)
কোয়েম্বাটুর
B) ব্যাঙ্গালুরু
C) চেন্নাই
D) মাদুরাই
B) ব্যাঙ্গালুরু
C) চেন্নাই
D) মাদুরাই
- ব্যাঙ্গালুরু → সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া
- চেন্নায় →ডেট্রয়েট অফ এশিয়া
১২) ভারতের বৃহত্তম জাহাজ তৈরি কেন্দ্র কোনটি?
A)
কোচিন
B) পারাদ্বীপ
C) কান্ডিলা
D) তুতিকোরিন
B) পারাদ্বীপ
C) কান্ডিলা
D) তুতিকোরিন
১৩) ভারতের পূর্ব উপকূল এ কোণ বন্দর টি অবস্থিত?
A)
কান্ডালা
B) কোচি
C) মারমাগাও
D) পারাদ্বীপ
B) কোচি
C) মারমাগাও
D) পারাদ্বীপ
১৪) ভারতের কোণ রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশী?
A)
উত্তর প্রদেশ
B) বিহার
C) পশ্চিমবঙ্গ
D) হরিয়ানা
B) বিহার
C) পশ্চিমবঙ্গ
D) হরিয়ানা
১৫) ভারতের মঙ্গলইয়েড দেখা যায় কোণ অঞ্চলে?
A)
দক্ষিণাঞ্চলে
B) দক্ষিণ – মধ্যাঞ্চলে
C) উত্তর – পশ্চিমাঞ্চলে
D) উত্তর পূর্বাঞ্চলে
B) দক্ষিণ – মধ্যাঞ্চলে
C) উত্তর – পশ্চিমাঞ্চলে
D) উত্তর পূর্বাঞ্চলে
১৬) ভারতের কোণ অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম?
A)
অরুনাচল প্রদেশ
B) সিকিম
C) মিজোরাম
D) উত্তরাখণ্ড
B) সিকিম
C) মিজোরাম
D) উত্তরাখণ্ড
১৭) কামাখ্যা মন্দির কোণ রাজ্যে অবস্থিত?
A)
তামিল নাড়ু
B) আসাম
C) হিমাচল প্রদেশ
D) মণিপুর
B) আসাম
C) হিমাচল প্রদেশ
D) মণিপুর
১৮) কোণ কেন্দ্রশাসিত অঞ্চলে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম?
A)
দাদরা ও নগর হাভেলী
B) চণ্ডীগড়
B) চণ্ডীগড়
C)
আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ
D) দমন ও দিউ
D) দমন ও দিউ
১৯) নামদাফপা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত?
A)
মিজোরাম
B) মণিপুর
C) ত্রিপুরা
D) অরুনাচল প্রদেশ
B) মণিপুর
C) ত্রিপুরা
D) অরুনাচল প্রদেশ
২০) বিহারের দুঃখ কোণ নদী কে বলা হয়?
A)
দামোদর
B) কোশী
C) শোন
D) গন্ডক
B) কোশী
C) শোন
D) গন্ডক
২১) চিপকো আন্দোলন কীসের সাথে যুক্ত?
A)
বন্য প্রাণী
B) বন ভূমি সংরক্ষণ
C) অরগানিক
D) কৃষি মৃত্তিকা সংরক্ষণ
B) বন ভূমি সংরক্ষণ
C) অরগানিক
D) কৃষি মৃত্তিকা সংরক্ষণ
২২) চুখা প্রকল্প কোথায় রয়েছে?
A)
নেপাল
B) ভূটান
C) বাংলাদেশ
D) মায়ানমার
B) ভূটান
C) বাংলাদেশ
D) মায়ানমার
২৩) ভারতের প্রথম মহিলা মুসলিম শাসক কে?
A)
চাঁদ বিবি
B) সুলতানা রাজিয়া
C) নুরজাহান
D) হাজরত মহল
B) সুলতানা রাজিয়া
C) নুরজাহান
D) হাজরত মহল
২৪) দীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?
A)
কবীর
B) আকবর
C) শাহজাহান
D) গুরুনানক দেব
B) আকবর
C) শাহজাহান
D) গুরুনানক দেব
২৫)কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন?
A)
আলাউদ্দিন খিলজি
B) মহম্মদ বিন তুঘলক
C) বখতিয়ার খিলজি
D) মহম্মদ বিন কাশিম
B) মহম্মদ বিন তুঘলক
C) বখতিয়ার খিলজি
D) মহম্মদ বিন কাশিম
২৬) ইবন বতুতা কোণ দেশ থেকে ভারতে এসেছিলেন?
A)
মরক্কো
B) পার্সিয়া
C) তুর্কি
D) মধ্য এশিয়া
B) পার্সিয়া
C) তুর্কি
D) মধ্য এশিয়া
২৭) পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
A)
মারাঠা ও আফগান
B)
মারাঠা ও মুঘল
C)
মুঘল ও আফগান
D)
মারাঠা ও রাজপুত
২৮) আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?
A)
ফিরোজ তুঘলক
B) মহম্মদ বিন তুঘলক
C) আলাউদ্দিন খিলজি
D) সিকান্দার লোদী
B) মহম্মদ বিন তুঘলক
C) আলাউদ্দিন খিলজি
D) সিকান্দার লোদী
২৯) স্বামী দয়ানন্দ সরস্বতী আর্যসমাজ কোথায় প্রতিষ্ঠিত করেন?
A)
বম্বে
B) লাহোর
C) নাগপুর
D) আহমেদ নগর
B) লাহোর
C) নাগপুর
D) আহমেদ নগর
৩০) খাজুরাহো মন্দির টি কে নির্মাণ করে?
A)
হোলকার
B) সিন্ধিয়া
C) বুন্দেলা রাজপুত
D) চান্দেলা রাজপুত
B) সিন্ধিয়া
C) বুন্দেলা রাজপুত
D) চান্দেলা রাজপুত
৩১) মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন?
A)
পল্লব
B) পাণ্ডব
C) চোল
D) চালুক্য
B) পাণ্ডব
C) চোল
D) চালুক্য
৩২) ইলোরা মন্দিরটি কে নির্মাণ করেন?
A)
চালুক্য
B) শুঙ্গ
C) রাষ্ট্রকূট
D) পল্লব
B) শুঙ্গ
C) রাষ্ট্রকূট
D) পল্লব
৩৩) পল্লবদের রাজধানী কী?
A)
কাঞ্চিপুরম
B) বাতাপি
C) ত্রিচিনাপল্লি
D) মহাবলীপূরম
B) বাতাপি
C) ত্রিচিনাপল্লি
D) মহাবলীপূরম
৩৪) মৌর্য যুগে কলিঙ্গ যুদ্ধ কবে হয়?
A)
২৬০ খ্রিস্ট পূর্ব
B) ২৬১ খ্রিস্ট পূর্ব
C) ১২৬ খ্রিস্ট পূর্ব
D) ২৩২ খ্রিস্ট পূর্ব
B) ২৬১ খ্রিস্ট পূর্ব
C) ১২৬ খ্রিস্ট পূর্ব
D) ২৩২ খ্রিস্ট পূর্ব
৩৫) আকবরের দ্বিতীয় রাজধানীর নাম কী?
A)
আগ্রা
B) দিল্লি
C) ফতেপুর সিক্রি
D) পাটনা
B) দিল্লি
C) ফতেপুর সিক্রি
D) পাটনা
৩৬) কে রামায়ণ , পার্সিতে অনুবাদ করেন?
A)
আবুল ফজল
B) বদাউনি
C) আব্দুল লতিফ
D) ঈশ্বর দাস
B) বদাউনি
C) আব্দুল লতিফ
D) ঈশ্বর দাস
৩৭) কোণ মুঘল সম্রাট এর সময়ে চিত্রশিল্পী উন্নতির শিখরে পৌঁছেছিল?
A)
আকবর
B) ওউরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) শাহজাহান
B) ওউরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) শাহজাহান
৩৮) সুলতানা রাজিয়া কার মেয়ে ছিলেন?
A)
বলবন
B) কুতুব উদ্দিন আইবক
C) ইলতুত্মিস
D) রুফু-উদ-দিন
B) কুতুব উদ্দিন আইবক
C) ইলতুত্মিস
D) রুফু-উদ-দিন
৩৯) নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়?
A)
পঞ্চমহল
B) মোতি মসজিদ
C) সেলিম চিস্তির সমাধি
D) জামা মসজিদ
B) মোতি মসজিদ
C) সেলিম চিস্তির সমাধি
D) জামা মসজিদ
৪০) চিতোরের বিজয়স্তম্ভ কে তৈরি করেন?
A)
মহারাণা প্রতাপ
B) রানা সংগ্রাম সিং
C) রানা কুম্ভ
D) রানা রতন সিং
B) রানা সংগ্রাম সিং
C) রানা কুম্ভ
D) রানা রতন সিং
৪১) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
A)
ইব্রাহিম লোদী
B) বহুলুল লোদী
C) সিকান্দার লোদী
D) খিজির খাঁ
B) বহুলুল লোদী
C) সিকান্দার লোদী
D) খিজির খাঁ
৪২) শিবাজির রাজধানীর নাম কী?
A) পুনা
B) রায়গড়
C) সিংগড়
D) ঝাঁসি
A) পুনা
B) রায়গড়
C) সিংগড়
D) ঝাঁসি
৪৩) রামচরিত মানসের লেখক তুলসী দাস কোণ শাসকের আমলের সঙ্গে যুক্ত?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) অশোক
C) আকবর
D) গোপাল
B) অশোক
C) আকবর
D) গোপাল
৪৪) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
A) ক্লাইভ
B) হেস্টিংস
C) ওয়েলেসলি
D) কর্নওয়ালিস
B) হেস্টিংস
C) ওয়েলেসলি
D) কর্নওয়ালিস
৪৫) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
A) রামকৃষ্ণ পরমহংস
B) স্বামী বিবেকানন্দ
C) আত্মারাম পাণ্ডুরঙ্গ
D) দয়ানন্দ সরস্বতী
B) স্বামী বিবেকানন্দ
C) আত্মারাম পাণ্ডুরঙ্গ
D) দয়ানন্দ সরস্বতী
৪৬) স্বামী দয়ানন্দ সরস্বতী র প্রকৃত নাম কি?
A) অভি শঙ্কর
B) গৌরি শঙ্কর
C) দয়া শঙ্কর
D) মূলা শঙ্কর
B) গৌরি শঙ্কর
C) দয়া শঙ্কর
D) মূলা শঙ্কর
৪৭) অরবিন্দ কোণ মামলার সাথে যুক্ত?
A)আলিপুর বোমা মামলা
B) কোলাপুর মামলা
B) কোলাপুর মামলা
C) লাহোর মামলা
D) কাকোরী মামলা
D) কাকোরী মামলা
৪৮) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ১৮৮৭ সালে
B) ১৮৮৪ সালে
C) ১৮৯৭ সালে
D) ১৯০৫ সালে
B) ১৮৮৪ সালে
C) ১৮৯৭ সালে
D) ১৯০৫ সালে
৪৯) গদর পার্টি র সদর দপ্তর কোথায়?
A) করাচী
B) প্যারিস
C) সানফ্রানসিসকো
D) বার্লিন
B) প্যারিস
C) সানফ্রানসিসকো
D) বার্লিন
৫০) কোণ নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত?
A) কৃষ্ণা
B) গোদাবরী
C) কাবেরী
D) তুঙ্গাভদ্রা
B) গোদাবরী
C) কাবেরী
D) তুঙ্গাভদ্রা
YOUTUBE VIDEO LINK -
এই PDF টি ডাউনলোড করতে যুক্ত হন আমাদের TELEGTAM
No comments