Header Ads

Header ADS

West Bengal Police Constable Recruitment 2019 apply for 8419 Post

West Bengal Police Constable Recruitment 2019 apply for 8419 Post





পোস্ট এর নাম :- পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল

Pay Scale :- 5,400-25,200/-
গ্রেড pay :-    2,600/-

যোগ্যতা :- মাধ্যমিক পাশ অথবা সমতুল্য

বয়স:- 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে (01/01/2019) এর মধ্যে।
(SC/ST রা 5 বছর পর্যন্ত এবং OBC রা 3 বছর পর্যন্ত)

শারীরিক যোগ্যতা: সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা সহ ফুলিয়ে ৮৩ সেমি, না ফুলিয়ে ৭৮ সেমি

গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, এসটি প্রার্থীদের জন্যউচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি, বুকের ছাতি ফুলিয়ে ৮১ সেমি, না ফুলিয়ে ৭৬ সেমি।

প্রার্থী বাছাই : প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, ১০০ নম্বরের। MCQsটাইপের প্রশ্ন হবে। এক ঘণ্টার পরীক্ষা। বাংলা ও নেপালি ভাষায় প্রশ্ন হবে। ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর জেনারেল অ্যাওয়্যারনেস এবং জেনারেল নলেজ, ৩০ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক মানের) ও ২০ নম্বরের রিজনিং থাকবে।
১টি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে

এরপর PMT ও PET হবে.

তারপর হবে  MAINS এক্সাম

Official Notification - Download


No comments

Theme images by belknap. Powered by Blogger.