Bengali Current affairs 2019 l set 16 I
Daily current affairs 2019
SET - 16
1. পুরুষদের Ballon d'or award 2018 কে জিতেছে?
👉 লুকা মড্রিচ ( ক্রোয়েশিয়া)
2.কে Finance Secretary of India নিযুক্ত হয়েছেন?
👉 সুভাষচন্দ্র গার্গ ।
3. ISSF এর বিচারক কমিটিতে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয়কে হলেন?
👉 পবন সিং।
4. কোন উল্লেখযোগ্য শিল্পী 2018 সালের " টার্নার পুরস্কারের" বিজয়ী?
👉 Charlotte Prodger.
5. ভারতের দীর্ঘতম রেল ব্রিজ "বোগিবিল ব্রিজ" কোন নদীর উপর গড়ে উঠেছে?
👉 ব্রহ্মপুত্র নদী
- এটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 25 শে ডিসেম্বর. এই দিন Good Governance Day পালন করা হয়।
6. নিম্নলিখিত এর মধ্যে কোনটি ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট যেটি সম্প্রতি French Guiana থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে?
👉 GSAT 11
7. এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট স্বপ্না বর্মন যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ডিজিটাল ব্যাঙ্কিং প্লাটফর্ম ' "YONO". এটি কোন ব্যাঙ্ক এর অ্যাপ?
👉 SBI
8."BLUE WATERS AHOY - এই বইটির লেখক কে?
👉 অনুপ সিং
9. বিশ্ব মৃত্তিকা দিবস 2018 এর থিম কি?
👉 Be the solution to soil Pollution
এটি প্রত্যেক বছর 5th ডিসেম্বর পালন করা হয়।
10. নতুন Chief Economic Advisor কে নিযুক্ত হয়েছেন?
👉 কৃষ্ণমূর্তির সুব্রমনিয়াম।
11. কাশ্মীরি ভাষায় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2018 কে জিতেছেন?
👉 মুস্তাক আহমেদ টানট্রয়
File Details:
File Name: DAILY CURRENT AFFAIRS 2019 IN BENGALI SET 12
File Format: PDF
File Size: 100KB
ডাউনলোড - CLICK HERE
No comments