Australian Open 2019 winner pdf | Sports Current Affairs in Bengali pdf |
Australian Open 2019 winner
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক টেনিস ইভেন্ট।
১) অস্ট্রেলিয়ান ওপেন :- জানুয়ারীর মাঝামাঝি।
২)ফ্রেঞ্চ ওপেন:- মে মাসের শেষদিকে ও জুন মাসের শুরুতে।
৩)উইম্বলডন:- জুন-জুলাইয়ে।
৪)US ওপেন:- আগস্ট-সেপ্টেম্বরে ।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হয়।
অস্ট্রেলিয়ান ও US টুর্নামেন্ট হার্ড কোর্টে, ফ্রেঞ্চ মাটিতে, এবং উইম্বলডন ঘাসে উপর খেলা হয় ।
- উইম্বলডন 1877 সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম,
- 1881 সালে US ওপেন ,
- 1891 সালে ফ্রেঞ্চ ওপেন এবং
- 1905 সালে অস্ট্রেলিয়ান ওপেন ।
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯ (AUSTRALIAN OPEN 2019):-
পুরুষদের একক(Men's Singles ):-
Winner:- নোভাক জকোভিচ (সার্বিয়া )
Runner-up:- রাফায়েল নাডাল (স্পেন )
মহিলা একক(Women's Singles):-
Winner:- নোয়ামি ওসাকা (জাপান )
Runner up :-পেত্রা কিতোভা (চেক রিপাবলিক )
পুরুষদের ডাবলস :-
Winner :- নিকোলাস মাহুত (ফ্রান্স ) এবং পি.এইচ.হাবার্ট (ফ্রান্স )
Runners up - জে.পিয়ার্স (অস্ট্রেলিয়া) এবং হেনরি কন্টিনেন্ট (ফিনল্যাণ্ড)
মহিলা ডাবলস :-
(Winner ) - সামান্থা স্টোসুর (অস্ট্রেলিয়া ) এবং জহ্যাং সুয়াই (চীন )
(Runners up )তিমিয়া বাবোস (হাঙ্গেরি) এবং ক্রিস্টিনা ম্লাদেনোভিক (ফ্রান্স )
মিক্স ডাবলস :-
Winner :- বারবোরা ক্রেজসিকভা (চেক রিপাবলিক) এবং রাজীব রাম (USA )
(Runners up :- অস্ত্রা শর্মা (অস্ট্রেলিয়া) এবং জন পেট্রিক স্মিথ (অস্টেলিয়া)
সবচেয়ে বেশি বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন :-
Men's single :- ( 7 time ) ১) নোভাক ডিজোকোভিচ (সার্বিয়া)
WoMen's single :- ( ৭ time ) ১) সেরেনা উইলিয়ামস (United স্টেটস)
SOURCE - https://en.wikipedia.org/wiki/2019_Australian_Open (WIKIPEDIA)
File Details:
File Name: AUSTRALIAN OPEN 2019 PDF
File Format: PDF
File Size: 100KB
ডাউনলোড - CLICK HERE
No comments