Header Ads

Header ADS

RRC GROUP D 2022 EXAM ONLINE GK MOCK TEST 1 IN BENGALI || RAILWAY GROUP D PREVIOUS YEAR 2018 GK IN BENGALI ||

 RRC GROUP D 2022 EXAM ONLINE GK MOCK TEST 1 



1/18
April 2022 অনুযায়ী, নিম্নোক্তদের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী কে? (Updated)
A. নাফতালি বেনেত
B. বেঞ্জামিন নেতানিয়াহু
C. গোল্ডা মেইর
D. ইৎঝাক রাবিন
Explanation: রাষ্ট্রপতি : আইজাক হারজগ, রাজধানী : জেরুসালেম, স্বীকৃত ভাষা : আরবি, মুদ্রা : ইসরায়েলি শেকেল (New shekel), আইন-সভা : নেসেট (Knesset).
2/18
নিম্নিলিখিত শহরগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বাধিক?
A. মিরাট
B. ভুবনেশ্বর
C. সুরাট
D. মুম্বাই
Explanation: 2nd : নতুন দিল্লি, 3rd : বেঙ্গালুরু, 4th : হায়দ্রাবাদ.
3/18
. নিম্নলিখিতদের মধ্যে কোনটি আসামের একটি দ্বীপ, যার সুরক্ষার জন্য সরকার একটি প্রকল্প চালু করেছে?
A. মাজুলি
B. দিউ
C. হুইলার
D. লাক্ষাদ্বীপ
Explanation: মাজুলী ভারতের আসামের ব্রহ্মপুত্র নদীর মধ্যে থাকা বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ এবং আসামের নবগঠিত জেলা। দক্ষিণে ব্রহ্মপুত্র নদী ও উত্তরে শোবনশিরি নদীর মিলন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়েছে। মাজুলীতে সারা বৎসর মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়। জলবায়ু বিজ্ঞানীর মতে এই অঞ্চল উপক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত।
4/18
2022 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস বিভাগে কে জয়লাভ করেন? (Updated)
A. রজার ফেডেরার
B. রাফায়েল নাদাল
C. অলিভার মারাক
D. নোভাক জোকোভিচ
Explanation: Runner-up:-    ড্যানিল মেদভেদেভ (রাশিয়া )
5/18
April 2022 অনুযায়ী, শিল্প ও বাণিজ্যের কেন্দ্রীয় মন্ত্রী (Ministry of Commerce and Industry) কে? (Updated)
A. সুরেশ প্রভু
B. নির্মলা সীথারমন
C. হরসিমরথ কৌর
D. পীযূষ গোয়েল
Explanation: পীযূষ গোয়েল : Minister of Commerce and Industry, Minister of Consumer Affairs, Food and Public Distribution, Minister of Textiles
6/18
Tata Literature Live! Lifetime Achievement Award for 2021 পুরস্কার কোন অভিনেতা-নাট্যকারকে প্রদান করা হয়? (Updated)
A. গিরীশ কার্নাড
B. ওম পুরী
C. অনুপম খের
D. অনিতা দেশাই
Explanation: Tata Literature Live! Poet Laureate Award for 2021 : আদিল জুসাওয়ালা
7/18
নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি সাহিত্য ও শিক্ষার (Literature and Education) ক্ষেত্রে 2022 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ? (Updated)
A. প্রতিভা রায়
B. স্বামী সচ্চিদানন্দ
C. বশিষ্ঠ ত্রিপাঠী
D. উপরের সবাই
Explanation: পদ্মভূষণ 2022 : সত্য নারায়ণ নাদেলা (Trade and Industry), রাজীব মহর্ষি (Civil Service)
8/18
“পাটলিপুত্র কি সম্রাগী” উপন্যাসের জন্য 2020 সালের ব্যাস সম্মান পেয়েছেন কে ? (Updated)
A. শরদ পাগারে
B. জানকী বল্লভ শাস্ত্রী
C. মমতা কালিয়া
D. নিলম সাক্সেনা চন্দ্র
Explanation: ব্যাস সম্মান পুরস্কার হল একটি সাহিত্য পুরস্কার যা কে. কে. বিড়লা ফাউন্ডেশন প্রতি বছর প্রদান করে।
9/18
অভিরাজ ভাল কে?
A. আর্বান কলাপ এর প্রতিষ্ঠাতা
B. আর্বান টিউনস এর প্রতিষ্ঠাতা
C. আর্বান স্ফিয়ের্স এর প্রতিষ্ঠাতা
D. আর্বান ওভারহউল এর প্রতিষ্ঠাতা
Explanation: Mr. Bhal is the Co-founder and CEO of Urban Company (formerly known as UrbanClap).
10/18
নিম্নলিখিত ব্যাঙ্কগুলির মধ্যে কোন ব্যাঙ্কটি ভারতবর্ষে প্রথম বার গ্রাহক পরিষেবার জন্য একটি ইন্টার অ্যাকটিভ হিউম্যানয়েড (যার নাম ‘ইরা’) কে স্থাপন করেছেন।
A. HDFC ব্যাঙ্ক
B. YES ব্যাঙ্ক
C. AXIS ব্যাঙ্ক
D. SBI ব্যাঙ্ক
Explanation: HDFC Bank Limited হচ্ছে ভারতের একটি বেসরকারি ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটির সদর দফতর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত।
11/18
ভারতীয় জাতীয় আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’ কে রচনা করেছিলেন ?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. অরবিন্দ ঘোষ
D. শচীন সান্যাল
Explanation: আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিকবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দ। এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন।
12/18
বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ যেটি ওড়িশা তে হয়েছিল এবং যার পরে সম্রাট অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেই যুদ্ধটি হয়েছিল এই সালেঃ
A. 262 BC
B. 264 BC
C. 260 BC
D. 261 BC
Explanation: কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব ২৬১ সালে সংগঠিত হয়, যখন সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। অশোকের ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গের যুদ্ধে কথা বর্ণিত হয়েছে । এই ভয়ানক যুদ্ধের কুফল লক্ষ্য করে তিনি বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন। অশোকের পৃষ্ঠপোষকতায় শুধুমাত্র মৌর্য সাম্রাজ্য নয়, এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। তার পুত্র মহিন্দ ও কন্যা সংঘমিত্রা সিংহলে (শ্রীলঙ্কা) বৌদ্ধ ধর্ম প্রচার করেন।
13/18
নিম্নবর্ণিত কোন মন্ত্রণালয় “প্রসাদ প্রকল্পটি” চালু করেছে?
A. হোম অ্যাফেয়ার্স
B. প্রতিরক্ষা
C. টুরিজম
D. স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ
Explanation: The Government of India launched the PRASAD scheme in the year 2014-2015 under the Ministry of Tourism. The full form of the PRASAD scheme is ‘Pilgrimage Rejuvenation And Spiritual Augmentation Drive’. এই স্কিমটি ধর্মীয় পর্যটনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ভারত জুড়ে তীর্থস্থানগুলির বিকাশ এবং সনাক্তকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
14/18
আজীবন সম্মাননার জন্য ধ্যানচাঁদ পুরস্কার (Dhyan Chand Award for Lifetime Achievement) দেওয়া শুরু হয় _______ সাল থেকে।
A. 2002
B. 1983
C. 1973
D. 1999
Explanation: ধ্যান চাঁদ পুরস্কার (Dhyan Chand Award) ভারতের ক্রীড়া ক্ষেত্রে জীবনবর অবদানের জন্যে ভারত সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদান করা সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কার মহান ভারতীয় হকী খেলোয়াড় ধ্যান চাঁদের নামে নামকরণ করা হয়েছে। এই পুরস্কার ২০০২ সাল থেকে প্রবর্তন করা হয়।
15/18
এ আর ডি সি (ARDC) নিম্নলিখিত কোন ব্যাঙ্কের শাখা?
A. ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট
B. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
C. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
D. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া
Explanation: 12 জুলাই 1982-এ বি.শিবরম্ন কমিটির সুপারিশের ভিত্তিতে NABARD প্রতিষ্ঠিত হয়েছিল
16/18
_________ 1949 সালে ভারতের অংশ নয়।
A. সিকিম
B. ত্রিপুরা
C. মণিপুর
D. মেঘালয়
Explanation: মণিপুর হল উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। মণিপুরের রাজধানী ইম্ফল। এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম ও পূর্বদিকে মিয়ানমার। 1956 সালে এটি কেন্দ্র শাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।
17/18
________ ছিল খিলজী রাজবংশের প্রথম শাসক .
A. আলাউদ্দিন খিলজী
B. বলবন
C. মালিক কাফুর
D. জালালুদ্দীন ফিরোজ খিলজী
Explanation: জালালউদ্দিন ফিরোজ খিলজি এই রাজবংশের পত্তন করেন।
18/18
কোন খেলাটি নাইডু ট্রফির সাথে যুক্ত ?
A. কুস্তি
B. শুটিং
C. ভলিবল
D. দাবা
Explanation: দাবা : নাইডু ট্রফি, খৈতান ট্রফি, লিমকা ট্রফি, লিনারেস সিটি ট্রফি, বিশ্বকাপ।
Result:

3 comments:

Theme images by belknap. Powered by Blogger.