Header Ads

Header ADS

GENERAL SCIENCE MOCK TEST 02 IN BENGALI FOR RAILWAY GROUP D EXAM 2022 || 3000 RAILWAY GROUP D PREVIOUS YEAR GENERAL SCIENCE QUESTION IN BENGALI

 GENERAL SCIENCE MOCK TEST 02 FOR RAILWAY GROUP D EXAM 2022


3000 PYQs RAILWAY GENERAL SCIENCE SUGGESTION : PDF


1/10
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শুধুমাত্র মানব পুরুষের মধ্যেই পাওয়া যায়? (Railway group d 2018 PYQs General Science)
A) Y – ক্রোমোজোম
B) 2X – ক্রোমোজোম
C) X – ক্রোমোজোম
D) XX – ক্রোমোজোম
Explanation: মহিলাদের XX ক্রোমোজোমের দুটি কপি রয়েছে, পুরুষদের মধ্যে একটি X এবং একটি Y ক্রোমোজোম রয়েছে .
2/10
কোন পেশিগুলিকে অস্থিলগ্ন পেশি বা স্কেলেটাল মাসেলও বলা হয় ? (Railway group d 2018 PYQs General Science)
A. রৈখিক
B. কার্ডিয়াক
C. অনৈচ্ছিক
D. ঐচ্ছিক
Explanation: যে পেশী অনুপ্রস্থে রেখাযুক্ত ও ব্যক্তির ইছামত নিয়ন্ত্রিত হয়,এবং যা দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশী বা কঙ্কাল পেশী বা সরেখ পেশী (Skeletal muscle) বলে।
3/10
যখন মৌল গুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সজ্জিত করা হয়, সঙ্গীতের সুরের ন্যায় প্রথম মৌলটির ধর্ম অষ্টম মৌলটির ধর্মের সাথে সদৃশ হয়’ – এই সূত্রটি পরিচিত হলঃ (Railway group d 2018 PYQs General Science)
A. মেন্ডেলিভের সূত্র হিসাবে
B. আধুনিক পর্যায় সারণী হিসাবে
C. ডোবেরিনারের ত্রয়ী সূত্র হিসাবে
D. নিউল্যান্ডের অষ্টক সূত্র হিসাবে
Explanation: ডোবেরিনারের ত্রয়ী সূত্র হিসাবে : রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝেরটির পারমাণবিক ভর অন্যদুটির পারমাণবিক ভরের গড় হয়.
4/10
নিম্নলিখিত উপাদান গুলির মধ্যে কোন উপাদানটি কে মান্দালীভ নিজের সারণী তে অবস্থান করতে পারেনি ? (Railway group d 2018 PYQs General Science)
A)লিথিয়াম
B) হিলিয়াম
C) হাইড্রোজেন
D) পটাশিয়াম
Explanation: মেন্ডেলিভ নিজের সারণী তে হাইড্রোজেনের একটি নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে পারেনি কারণ হাইড্রোজেন এর কিছু বৈশিষ্ট্যে ক্ষার ধাতু (গ্রুপ 1) এবং হ্যালোজেন (গ্রুপ 17) উভয়ের সাদৃশ্যপূর্ণ। হাইড্রোজেন ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রাইড নামক আয়নিক যৌগ গঠন করে এবং অধাতুর সাথেও সমযোজী যৌগ গঠন করে।
5/10
নিম্নস্থ কোনটি একটি মৃৎ ক্ষার ধাতুর উদাহরণ? (Railway group d 2018 PYQs General Science)
A) সোডিয়াম
B) ম্যাঙ্গানিজ
C) অ্যালুমিনিয়াম
D) ম্যাগনেসিয়াম
Explanation: ক্ষারীয় মৃৎ ধাতু হল পর্যায় সারণির গ্রুপ 2-এর ছয়টি রাসায়নিক উপাদান। সেগুলো হল বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রন্টিয়াম (Sr), বেরিয়াম (Ba), এবং রেডিয়াম (Ra).
6/10
তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন হল _____. (Railway group d 2018 PYQs General Science)
A) 18
B) 32
C) 8
D) 2
7/10
নিচের কোন ধাতুটি অ্যামফোটেরিক অক্সাইড তৈরী করতে পারে? (Railway group d 2018 PYQs General Science)
A. Mn
B. Cu
C. Mg
D. Zn
Explanation: ধাতব অক্সাইড যা উভয় অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। অনেক ধাতু (যেমন জিঙ্ক, টিন, সীসা, অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম) অ্যামফোটেরিক অক্সাইড বা উভয়ধর্মী অক্সাইড গঠন করে।
8/10
ভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা যুক্ত পরমাণুকে বলা হয়ঃ (Railway group d 2018 PYQs General Science)
A) পারমাণবিক সংখ্যা
B) আইসোবার
C) অ্যালোট্রোপ্স
D) আইসোটোপ
Explanation: আইসোটোপ: কোন মৌলের পারমাণবিক বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে ঐ মৌলের আইসোটোপ বলে।
9/10
ইথানলের সূত্র হল ________। (Railway group d 2018 PYQs General Science)
A) C5H6OH
B) CH3CH2OH2
C) CH5OH
D) C2H5OH
10/10
যদি কোনো 10 kg ভরের বাইসাইকেল গতিশীল থাকে 20 m/s দ্রুতিতে, তাহলে বাইসাইকেলের গতিশক্তি হবেঃ (Railway group d 2018 PYQs General Science)
A. 200 J
B. 400 J
C. 2000 J
D. 4000 J
Result:

No comments

Theme images by belknap. Powered by Blogger.