Header Ads

Header ADS

GENERAL SCIENCE MOCK TEST 03 IN BENGALI FOR RAILWAY GROUP D EXAM 2022 || 3000 RAILWAY GROUP D 2018 PREVIOUS YEAR GENERAL SCIENCE QUESTION IN BENGALI ||

 GENERAL SCIENCE MOCK TEST 03 FOR RAILWAY GROUP D EXAM 2022


3000 PYQs GENERAL SCIENCE : PDF


1/10
125 N এর একটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল। বলের দিকে বস্তুটির 5 m সরণ ঘটে। বলের দ্বারা কৃতকার্য হল _______। (Railway group d 2018 PYQs General Science)
A. 625 Pa
B. 625 J
C. 625 N
D. 625 W
Explanation: বল (F) = 125 N, সরণ (s) = 5 m,; formula : কৃতকার্য (w) = বল (F) x সরণ (s) = 125 x 5 = 625 Nm = 625 J (1J = 1Nm)
2/10
বায়োসিস্টেমেটিকস এর লক্ষ্য কী? (Railway group d 2018 PYQs General Science)
A. বিভিন্ন অর্গিনিজমের ট্যাক্সা সীমিত করা ও তাদের সম্পর্ক স্থাপন করা
B. বিবর্তনের ইতিহাসের ভিত্তিতে অর্গানিজমের শ্রেণীবিভাগ ও পাঠের সকল ক্ষেত্রের থেকে নেওয়া বিভিন্ন মাপকাঠির সমন্বয়ে তাদের ফিলোজেনি প্রতিষ্ঠা করা।
C. বিস্তির্ণ মর্ফোলজিকাল বৈশিষ্টের ভিত্তিতে অর্গানিজমের শ্রেণীবিভাগ করা
D. সাইটোলজিকাল বৈশিষ্ট্যের ভিত্তিতে অর্গানিজম সনাক্ত করা ও সাজানো
3/10
অ্যামোনিয়াম ক্লোরাইডের (Ammonium chloride) একটি অণুতে কতগুলি পরমানু আছে? (Railway group d 2018 PYQs General Science)
A. 5
B. 6
C. 7
D. 4
Explanation: Ammonium chloride is an inorganic compound with the formula NH4Cl . It has 1 nitrogen ion, 4 hydrogen atoms, and 1 chloride ion.
4/10
ভরবেগের SI একক হল ________। (Railway group d 2018 PYQs General Science)
A. Kg.m/s
B. ডাইন
C. নিউটন
D. Kg.m/s2
5/10
দুটি বাল্বের মধ্যে, একটি অপরটির চেয়ে অধিকতর উজ্জ্বল। কোন বাল্বটির রোধ অন্যটির থেকে বেশী? (Railway group d 2018 PYQs General Science)
A. উজ্জ্বলতা রোধের উপর নির্ভর করে না
B. অনুজ্জ্বল বাল্ব
C. উজ্জ্বল বাল্ব
D. দুটির রোধ সমান
Explanation: ক্ষমতা (P) = V2/R সূত্রটি থেকে, বিভবপার্থক্য একই রাখলে ক্ষমতা, রোধের ব্যাস্তানুপাতিক হয়। সর্বাধিক ক্ষমতা ব্যবহারকারী বাল্বটি অন্য বাল্বের তুলনায় অধিক উজ্জ্বল হয়। অতএব, অনুজ্জ্বল বাল্বের রোধ অধিকতর হয়, এবং উজ্জ্বল বাল্বের রোধ কম হয়।
6/10
মানবদেহে পাওয়া নিম্নিলিখিত কোষগুলির মধ্যে কোনটিতে নিউক্লিয়াস থাকে না? (Railway group d 2018 PYQs General Science)
A. শ্বেত রক্তকণিকা
B. অরেখ পেশি তন্তু
C. লোহিত রক্তকণিকা
D. স্নায়ুকোষ
Explanation: বিশেষত, ত্বক, চুল এবং নখের পরিপক্ক লাল রক্তকণিকা এবং কর্নিফাইড কোষে কোন নিউক্লিয়াস থাকে না। পরিণত চুলের কোষে কোনো nuclear DNA থাকে না। হাড়ের লাল অস্থি মজ্জাতে (red bone marrow) লোহিত রক্তকণিকা তৈরি হয়।
7/10
সালফারের পারমাণবিকতা হল ________ (Railway group d 2018 PYQs General Science)
A. বহুপারমাণবিক
B. দ্বিপারমাণবিক
C. একপারমাণবিক
D. চতুষ্পারমাণবিক
Explanation: বহুপারমাণবিক (Polyatomic) - তিন বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত যেমন P4, S8
8/10
পর্যায়সারণিতে সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে গেলে পারমাণবিক আকার (Atomic Size) _____. (Railway group d 2018 PYQs General Science)
A. একই থাকে
B. বাড়ে
C. কমে
D. প্রথমে বাড়ে তারপর কমে
Explanation: পরমাণুর আকার বাম থেকে ডানে হ্রাস পায়।
9/10
থার্মোমিটারে ব্যবহৃত তরল ধাতুটিকে শনাক্ত কর (Railway group d 2018 PYQs General Science)
A. রূপা
B. পারদ
C. সোনা
D. ম্যাগনেসিয়াম
Explanation: পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা 80। এটি একটি ভারী d-ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
10/10
অবাধে পতনশীল কোনো বস্তুর গতি কিসের উদাহরণ? (Railway group d 2018 PYQs General Science)
A) সরলরৈখিক গতি
B) বৃত্তাকার গতি
C) সমত্বরণ গতি
D) অসমত্বরণ গতি
Explanation: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে সে ত্বরণকে সমত্বরণ বলে। সমত্বরণের একটি উদাহরণ হলো অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।
Result:

No comments

Theme images by belknap. Powered by Blogger.